আল্লাহর নামে শুরু করছি, আশা করি সবাই ভাল আছেন, আমরা জানি ফেসবুক হচ্ছে একটা সামাজিক মাধ্যম, যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত অনেক কিছু জানতে পারি, যেখানে প্রতিদিন অনেক ফ্রেন্ডদের সাথে কথা বার্তা হয়, like and comments, share করি, কেউ কেউ নতুন করে Request দেয়, accept করি আবার ভালো না লাগলে Reject করে দেই। এই সব লোক দের friend request and accepting করার ক্ষেত্রে প্রচুর সময় লাগে, তাছাড়া একটার পর একটা accept and Reject করাও সময়ের ব্যাপার, তাই আজ আমি আপনাদের কাছে নিয়ে আসছি কিভাবে সময় বাচিয়ে সব চেয়ে Easy and Simple way তে একই সাথে Accept and Request এক সাথে করবেন,
এই Method টা ব্যবহার করার জন্যে আপনাকে Google Chrome Extension use করতে হবে যার নাম হলো ToolKit for facebook.যেখানে আপনি এক সাথে Accept and Reject all the friend request at once option পাবেন।
কিভাবে কাজ টা করবেন দেখুন ভিডিওতে। চাকরি সম্পর্কিত ওয়েবসাইট সময় হলে ঘুরে আসবেন।
ধন্যবাদ আপনাকে
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।
এই এক্সটেনশনটি দিয়ে আর অন্যকিছু করা যাবে কি?