আমাদের অনেক সময় আমাদের কম্পিউটার কে ৩-৪ দিন বা তারও বেশি সময় ধরে অন করে রাখতে হয়। ধরুন আপনি বাসায় নেই। কিন্তু আপনার কম্পিউটারকে অন রাখতে হবে। আমরা উইন্ডোজ এর ডিফল্ট সেটিং ব্যবহার করে তা করতে পারি। তাও কম্পিউটারে যদি একটানা ১২-১৩ ঘণ্টা কোন কী প্রেস না হয় তাহলে অনেক সময় কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে। আপনি যদি বাসায় না থাকেন তাহলে কী প্রেসও করতে পারবেন না। আবার আপনার কম্পিউটার যদি দীর্ঘ সময় ধরে অন রাখতে হয় তাহলে কি করবেন?
এই সমস্যার সমাধান করা যাবে একটি সফটওয়্যার দিয়ে। সফটওয়্যারটির নাম ক্যাফেইন(Caffeine), ক্যাফেইন যেমন মানুষের ঘুম তারিয়ে দেয় এই সফটওয়্যারও তেমনি কম্পিউটারের ঘুম তারিয়ে দিবে। অর্থাৎ কম্পিউটার কে চালু রাখবে। স্লিপ হতে দিবে না।
এই সফটওয়্যারটি খুব সহজ ভাবে কাজ করে। আপনি যখন এই সফটওয়্যার একটি নির্দিষ্ট টাইম সেট করে দিবেন, তখন সফটওয়্যারটি ঐ সময় পর পর কীবোর্ড এর Shift / F15 প্রেস করবে। ফলে কম্পিউটার মনে করবে কেউ একজন ইনপুট দিচ্ছে। তাই সে আর বন্ধ হবে না।
ফলে আপনার কম্পিউটার অন থাকবে। আপনি যদি শিফট বাটনে কিছু আগে থেকে সেট করে থাকেন তখন শিফট বাটন ব্যবহার না করে F15 ব্যবহার করবেন। এখন আপ্নারম অনে প্রশ্ন আসতে পারে জে F15 বাটন তো কীবোর্ড এই নেই। তাহলে কেমনে কি?
আসলে কীবোর্ডএ না থাকলেও উইন্ডোজে এই বাটন রেজিস্টার করা আছে। তবে সাধারণত কোন সফটওয়্যার এই বাটন ব্যবহার করে না বা সাধারণ কীবোর্ডেও এই F15 বাটন থাকে না। তাই কোন সমস্যা হয় না। ত চলুন এবার দেখা যাক আপনি কিভাবে সফটওয়্যারটিকে কাজে লাগাবেন।
তারপরে অন্যান্য সাধারণ সফটওয়্যারের মতই ইনস্টল করুন। তারপরে সফটওয়্যারটি ওপেন করুন। সফটওয়্যার ওপেন করার পর নিচের মত দেখতে পাবেন। তারপরে নিচে দেখুন “Keep system awake every” নামের একটি বক্স আসে সেখানে টিক দিন। তারপরে এই লেখার পাশেই আপনি কয় মিনিট পর পর কী প্রেস পাঠাতে চান সেতি দিয়ে দিন।
আমি এখানে ১ মিনিট দিলাম। আপনি নিজের প্রয়োজনমত দিয়ে নিবেন। এবার সবশেষে দেখুন আপনি কোন কি প্রেস করতে চান। এখানে দুইটি অপশন আছে। একটি শিফট এবং অন্যটি F15, আমি F15 ব্যবহার করব। এর পরে টাস্ক ট্রে তে গিয়ে সফটওয়্যারটির লোগোর উপর ডবল ক্লিক করলেই সফটওয়্যারটি আপনার সেট করা সময় পর পর কম্পিউটারকে কী প্রেস পপাঠাতে থাকবে।
এছাড়াও আপনি কম্পিউটারকে নানা ধরনের সিগনাল পাঠিয়ে কম্পিউটারকে জাগিয়ে রাখতে পারেন। এর জন্য আপনাকে সফটওয়্যারটি নিচে বাম পাশের “Create” অপশনটি ব্যবহার করতে হবে। নিচের মত সেটিং করে নিলে প্রতি ১ মিনিট পর পর এই সফটওয়্যারটি উইন্ডোজ টাস্ক ম্যানেজারকে F15 সেন্ড করবে। এতে উইন্ডোজ মনে করবে কেউ একজন উইন্ডোজ টাস্ক ম্যানেজার ওপেন করে F15 প্রেস করছে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। কিভাবে সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। তারপরেও কিছু না বুঝলে অবশ্যই টিউমেন্ট করবেন। আমি আপনাদের সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।
আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।