ঠিক আছে, যাই মনে করুন না কেন কোনো সমস্যা নেই। তবে আমি রিহানুর ইসলাম প্রতীক আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি সত্যিকার বিজ্ঞানসম্মত পরীক্ষা যার মাধ্যমে জানতে পারবেন সত্যিই আপনি কম্পিউটারে এক্সপার্ট কিনা, কিংবা এক্সপার্ট না হলেও আপনার দক্ষতা কতটুকু। এজন্যে কিছু প্রশ্ন থেকে আমরা নিজেদের মার্ক দিবো এবং সর্বমোট মার্ক থেকে জানবো আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে। তো চলুন শুরু করা যাক।
উইন্ডোজ হলে ১ যোগ করুন, অ্যাপলের ম্যাক হলে ২ বিয়োগ করুন আর লিনাক্স হলে ৫ যোগ করুন। যদি না জেনে থাকেন তাহলে আপনার আর পরীক্ষা দেওয়া দরকার নেই, আপনি আগেই ফেল!
জানলে ১ যোগ করুন আর না জানলে কিছু করার দরকার নেই।
জানলে ১ যোগ করুন।
উত্তর হ্যাঁ হলে দ্রুত ১ বিয়োগ করুন। আর আপনি যদি নিজেই অন্যকে সাহায্য করে থাকেন তাহলে ১ যোগ করুন।
উত্তর হ্যাঁ হলে এক্ষুনি ৫ বিয়োগ করুন আর না হলে কিছু করার দরকার নেই।
জানলে ১ যোগ করুন।
জানলে ২ যোগ করুন।
না জানলে ১ বিয়োগ করুন আর জানলে প্রতিটি কোরের জন্য ০.৫ যোগ করুন।
উত্তর হ্যাঁ হলে ১ বিয়োগ করুন।
উত্তর হ্যাঁ হলে ২ যোগ করুন।
উত্তর হ্যাঁ হলে ৫ যোগ করুন।
উত্তর না হলে ৩ বিয়োগ করুন।
জানলে ১ যোগ করুন।
উত্তর না হলে ১ বিয়োগ করুন।
উত্তর হ্যাঁ হলে ২ যোগ করুন।
উত্তর হ্যাঁ হলে ২ যোগ করুন।
জানলে ১ যোগ করুন।
প্রতি ঘন্টার জন্য ১ যোগ করুন।
ব্যবহার করে থাকলে ২ যোগ করুন।
জানলে ১ যোগ করুন।
থাকলে ১ যোগ করুন।
লাগিয়ে থাকলে ৩ যোগ করুন।
করে থাকলে প্রতি এক্সট্রা মনিটরের জন্য ১ যোগ করুন।
জানলে ১ যোগ করুন।
বানিয়ে থাকলে ৪ যোগ করুন।
করলে ৫ যোগ করুন।
উত্তর হ্যাঁ হলে ৩ যোগ করুন।
১) স্টিভ ওজনিয়াক, ২) ডেনিস রিচি, ৩) রিচার্ড স্টলম্যান, ৪) গ্রেস হুপার, ৫) কেভিন মিটনিক, ৬) লিনাস টরভাল্ডস, ৭) জন কারম্যাক।
জানলে ১ যোগ করুন।
জানলে ৩ যোগ করুন।
যদি না থেকে থাকে তাহলে ৩ যোগ করুন।
যদি তাই মনে করেন তাহলে এক্ষুনি ৫ বিয়োগ করুন।
উত্তর হ্যাঁ হলে ৪ যোগ করুন।
উত্তর হ্যাঁ হলে ৫ যোগ করুন।
থাকলে প্রতিটা নেটওয়ার্ক সুইচের জন্য ২ যোগ করুন। আর যদি নেটওয়ার্ক সুইচ কি সেটাই না জেনে থাকেন তাহলে ১ বিয়োগ করুন।
এডিট করে থাকলে ৫ যোগ করুন।
পারলে ৫ যোগ করুন।
থাকলে প্রতিটি এক্সট্রা ব্রাউজারের জন্য ১ যোগ করুন।
উত্তর হ্যাঁ হলে ৮ যোগ করুন।
জানলে ৫ যোগ করুন।
করে থাকলে ৫ যোগ করুন।
করে থাকলে ১০ যোগ করুন।
করে থাকলে ৫ যোগ করুন।
জানলে ৫ যোগ করুন।
করে থাকলে ১০ যোগ করুন।
পেরে থাকলে ৫ যোগ করুন।
করে থাকলে ১২ যোগ করুন।
করে থাকলে ১০ যোগ করুন।
করে থাকলে ১০ যোগ করুন।
উত্তর হ্যাঁ হলে ১০ যোগ করুন।
আশা করি সততার সহিত নিজেকে সবগুলো প্রশ্নের যথাযথ মার্ক দিয়ে ভালো একটা স্কোর করেছেন। এবার তবে জেনে নেওয়া যাক আমাদের স্কোর আমাদেরকে কোন অবস্থানে ফেলে।
যদি নেগেটিভ স্কোর (Score < 0) হয়ে থাকে তাহলে আপনি পুরোপুরি ফেল। আপনি কম্পিউটার অন করতে পারেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। সুতরাং আপনি কোন স্তরে পড়বেন না।
এবার স্কোর অনুযায়ী স্তর বিন্যাস করছি।
আপনার স্কোর যদি ২০ এর কম হয় তাহলে আপনি কেবল কম্পিউটার ব্যবহার শিখতে শুরু করেছেন। কোনভাবে কম্পিউটারটাকে টেনেটুনে চালাতে পারেন। হতে পারে আপনি কেবল মাইক্রোসফট অফিসের জন্য এটি ব্যবহার করেন।
আপনার স্কোর যদি ২০ থেকে ৬০ এর মধ্যে থাকে তাহলে আপনি এখনো নুব (Noob)। আপনি হয়তো কম্পিউটারটিকে এখান সেখান হতে তথ্য সংগ্রহ করার কাজে ব্যবহার করেন কিংবা বেশিরভাগ সময় ফেসবুকের মত সোস্যাল মিডিয়ায় কাটান। এখনো হয়তো আপনি আপনার প্রয়োজনের বাইরে গিয়ে কম্পিউটারটিকে ব্যবহার করেননি।
এবার যাদের স্কোর ৬০ থেকে ১২০ তারা হয়তো নিজেদেরকে একজন কম্পিউটার এক্সপার্ট দাবী করে। কিন্তু তারা ভুল। তাদেরকে এভারেজ বলা যায় মানে গড়পড়তা তারা কম্পিউটার সম্বন্ধে জানে, এর বেশি নয়। কিন্তু এই রেঞ্জে যাদের স্কোর ১০০ এর উপরে তাদের মধ্যে এক্সপার্ট হওয়ার সুপ্ত প্রতিভা আছে। তারা হয়ত যথেষ্ট সময় ব্যয় করে কাজে লাগাতে পারলে হয়েও যেতে পারে একজন কম্পিউটার এক্সপার্ট।
যাদের স্কোর ১২০ থেকে ১৭০ এর মধ্যে তারা অবশ্যই একজন কম্পিউটার এক্সপার্ট কিন্তু সম্ভবত প্রফেশনালি না। হয়তো তারা অসংখ্য ঘন্টা কম্পিউটার মনিটরের সামনে বসে থেকে আইটি বিষয়ক জ্ঞান আহরণ করে। নিজেদেরকে তারা কোন এক ধরনের কম্পিউটার জিনিয়াসও মনে করে। তবে এ থেকে তারা কেবল লো লেভেল কোন আইটি জব পেতে পারে কোন প্রশিক্ষণ ছাড়াই যদি তারা জানে যে কী করছে তারা।
সবশেষে আপনি যদি ১৭০ এরও বেশি স্কোর করে থাকেন তাহলে আপনি একজন কম্পিউটার জিনিয়াস। আপনাকে কম্পিউটারের ঈশ্বরও বলা যায়। সোজাসুজিভাবে বলতে গেলে আপনি স্টিভ জবস, বিল গেটস, মার্ক জাকারবার্গের মতই কেউ। আপনার আছে কম্পিউটারের প্রতি মারাত্মক আকর্ষণ। পেতে পারেন কম্পিউটার রিলেটেড অনেক ভালো জব কিংবা হতে পারেন আপনি পুরোপুরি একটা লোজার যার কোন সোস্যাল স্কিল নেই, হা হা হা।
এটি একটি যথেষ্ট সঠিক বৈজ্ঞানিক টেস্ট। খুব বেশি দ্বিমত করতে পারবেন না এখানে। প্রশ্নগুলো ও পদ্ধতিটা ThioJoe নামের একটি ইউটিউব চ্যানেলের একটি টেস্ট ভিডিও থেকে নিয়ে আরো কিছু প্রশ্ন যোগ করে, কিছুটা মডারেশন এবং আধুনিকায়িত করে এখানে প্রকাশ করে হয়েছে।
যাহোক, এবার আপনার স্কোর জানার পালা। স্কোরটি নিচে টিউমেন্ট করুন, একটু দেখি কে কেমন কম্পিউটারে এক্সপার্ট।
আর আমার স্কোর জানতে ইচ্ছা করছে?
আমার স্কোর ২৫। আরেহ না না না, আই ওয়াজ জাস্ট কিডিং ডুড। মাত্র ২৫ স্কোর নিয়ে এই টিউন লেখা সম্ভব হতো না। তবে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার স্কোর এসেছে ১৪২। আমি নিজেই অনেক অবাক হয়েছি। আমি কম্পিউটার বিষয়ে যতটুকু জানি তাতে আমাকে এক্সপার্ট হয়তো কোনভাবেই বলা যায় না, তারপরেও এতো কিভাবে পেলাম রহস্যই থেকে গেলো। অবশ্য এটা ঠিক আমার ঘুম খাওয়া বাদে সারাদিন কম্পিউটারের সাথেই কাটে। আমি এখানে নিত্য নতুন অনেক কিছু শিখতে ও এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। হয়তো এ সুবাদেই এতো স্কোর এসে গেছে।
সর্বোপরি আপনাদের সকলকে ধন্যবাদ যারা টেস্টটি দিয়ে নিচে স্কোর টিউমেন্ট করেছেন।
কম্পিউটার ও প্রযুক্তি নিয়ে পড়ে থাকার পাশাপাশি আমার লেখালেখিরও একটা শখ আছে। ফিচার, গল্প, আত্মউন্নয়নমূলক, অধিকার সচেতনতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লিখি। ধৈর্য্য ধরে আমার কিছু লেখা পড়লে আশা করি বিরক্ত হবেন না। আমার লেখা পড়তে চাইলে আমার প্রোফাইলে ঢুঁ মারতে পারেন আর ভালো লাগলে ফলো করে রাখতে পারেন।
আজ এ পর্যন্তই। আশা করি আবার দেখা হবে পরবর্তী কোনো টিউনে। সে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। খোদা হাফেজ।
আমি রিহানুর ইসলাম প্রতীক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১৩৩!!
আমি নিজেই অবাক 🙂 ধন্যবাদ আপনাকে।