শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা সবাই ? আশা করি বছরের প্রথম দিন আপনাদের ভালই কাটলো। যদিও এখনও দিন শেষ হয়নি। আজকে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল এস.এস.ডি(SSD)। অনেকেই এস.এস.ডির নাম শুনেছেন অনেকে হয়ত শোনেননি। কচ্ছপ গতির কম্পিউটারকে আগের গতির চেয়েও অনেক বেশি গতি সম্পন্ন করতে এস.এস.ডির বিকল্প নেই। চলুন এবার জেনে নেই এস.এস.ডি কি।
অনেকের মনে প্রশ্ন এস.এস.ডি কি খায় না মাথায় দেয় ? ভাই এটা খায় ও না মাথায় ও দেয় না। এটা হোল এক প্রকার স্টোরেজ ডিভাইস। কিছুটা হার্ড ডিস্ক এর মতই। তবে হার্ড ডিস্ক এ স্পিনিং ডিস্ক থাকে কিন্তু এস.এস.ডি তে থাকে মেমোরি চিপ। অর্থাৎ যেই মেমোরি চিপ আমরা মোবাইল এ ব্যবহার করি যেটাকে আমরা মেমোরি কার্ড বলে জানি। তবে এস.এস.ডি মেমোরি কার্ড থেকে অনেক উন্নত। এবং এর রিড-রাইট করার ক্ষমতা অনেক বেশি। এবং এস.এস.ডি অনেক পাওয়ারফুল।
আপনার মনে আবার প্রশ্ন জাগতে পারে যে আপনি ত হার্ড ডিস্ক ব্যবহার করতেছেন তাহলে আবার এস.এস.ডি কেন দরকার ?যদি আপনি ভিডিও এডিটিং এর কাজ করেন তাহলে আপনার অনেক গতি সম্পন্ন স্টোরেজ ড্রাইভ দরকার। তবে যারা ভিডিও এডিট করেন না তাদের ও এস.এস.ডি দরকারি। কারন আমরা বেশিরভাগ মানুষই কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করি বা গেম খেলি। এই ইন্টারনেট ব্যবহার আর গেম খেলার সময় যদি আপনার স্টোরেজ ড্রাইভ বেশি গতিসম্পন্ন হয় তাহলে আপনার গেমপ্লে হবে আরও স্মুথ। আর আপনার ওয়েব পেজ গুল তারাতারি লোড নিবে।
না ভাই। এস.এস.ডি র আর অনেক কাজ আছে যেমন এস.এস.ডি থাকলে আপনার উইন্ডোজ অনেক তারাতারি ওপেন হবে। আবার কোন সফটওয়্যার রান করতে সময় অনেক কম লাগবে। সর্বোপরি আপনি পাবেন অনেক ফাস্ট একটি কম্পিউটার। আর আপনি চাইলে এস.এস.ডি আপনার ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার এ ব্যবহার করতে পারেন। এবার আসি কোন এস.এস.ডি টা কিনবেন? চিন্তা নেই কিভাবে কি দেখে এস.এস.ডি কিনবেন সেরকম একটি ভিডিও আমি দিয়ে দিচ্ছি। একটু কষ্ট করে দেখে নেবেন।
ফেসবুকএ আমি:Ashraf Akon
আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
andorid studio fast run ar jonno laptop a ki use korbo??