আসসালামুয়ালাইকুম,
আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় আসি। আজকে আমি যে বিষয়টি নিয়ে টিউন করবো তা হল কিভাবে একটি ফ্রি হোস্টিং সাইটে রেজিস্ট্রেশন করবেন। আমরা যারা অনলাইনে খুব একটা অভিজ্ঞ নয়। তারা অনেক সময় ভাবি আমাদের যদি একটা ওয়েবসাইট থাকত !
কিন্তু আগামাথা কিছুই বুঝতে পারি না। মুলত একটি সাইট বানানোর জন্য দরকার হয় ডোমেইন ও হোস্টিং। হোস্টিং হল আমরা যা ব্রাউজার এ দেখি তা একটি দুরের সার্ভার থেকে আমাদের কাছে আসে। হোস্টিং হচ্ছে সাইট এর ফাইল গুলো যা সার্ভোর থেকে আমাদের কম্পিউটার এ আসে এবং আমরা তা ব্রাউজার এ দেখি। নতুনদের জন্য আমি ওয়ার্ডপ্রেস রিকমেনড করি।
ওয়ার্ডপ্রেস শেখাটাও খুব একটা কথিন নয়। তো চলুন দেখি কিভাবে একটি হোস্টিং সাইটে রেজিস্ট্রেশন করতে হয়। এখানে ভিডিও তে 000webhost.com এ রেজিস্ট্রেশন করে দেখান হয়েছে। এছাড়া আরও পেইড হোস্টিং সাইট আছে, যেগুলোতে আপনাকে বছরে একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে আপনি তাদের সার্ভারে আপনার সাইট এর ফাইল হোস্ট করে রাখতে পারেন। এগুল কিনতে হলে আপনাকে ডলার খরচ করতে হবে। হোস্টিং সাইট গুলো নানা ধরনের প্যাকেজ অফার করে থাকে তাদের কাস্টমার দের। চলুন দেখি যেভাবে একটি ফ্রি হোস্টিং সাইটে রেজিস্ট্রেশন করবেন
ভাল লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।
আমি রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai domain ta kon link thaka nebo?