আমরা সিপিউ বলতে আসলে ডেক্সটপ কম্পিউটারকে বুঝি। আসলে ঠিক তা নয়। কম্পিউটার এর সব ডাটা যেই চিপটি কন্ট্রোল করে সেটাই সিপিউ। আপনারা যারা কম্পিউটার বিল্ড করেছেন তারা সবার আগে যেই কাজটি করে থাকেন সেটি হোল প্রসেসর টিকে মাদারবোর্ড এর সাথে লাগান। আরা যেই সকেটটির সাহায্যে প্রসেসর কে মাদারবোর্ড এর সাথে লাগান হয় সেটিই সিপিউ সকেট।
ডেক্সটপ এর জন্য প্রসেসর বানায় প্রধানত ইন্টেল ও এ.এম.ডি। ইন্টেল এখন যেই সকেট ব্যবহার করে তার নাম হোল Land Grid Array কিনবা LGA। এর কারনেই প্রধানত আমরা ইন্টেল এর সিপিউ সকেট গুলো র প্রথমে LGA দেখতে পাই। ইন্টেল এর সকেট গুলোর নাম কিছুটা এরকম LGA 1151 অথবা LGA 1150।ইন্টেল সিপিউ গুলোর পিনগুলো থাকে মাদারবোর্ড এ আর কন্ট্রাক্ট প্যাডগুলো থাকে প্রসেসর এ।
এবার আসি এ.এম.ডি এর কথায়। এ.এম.ডি এখনো মান্ধাতা আমলের সকেট নিয়েই আছে। তারা এখন পিন প্রসেসর এর সাথে লাগিয়ে দেয়। প্রসেসর এর দিক দিয়ে ইন্টেল বরাবরই অনেক উন্নত। তারপরেও যদি আপনারা এ.এম.ডি প্রসেসর কিনতে চান তবে প্রসেসর এর সকেট গুলোর নাম কিছুটা এরকমঃ FM1, FM2, AM3+। প্রসেসর এর সকেট সম্পর্কে আরো ভালভাবে জানতে নিচের ভিডিও টি দেখতে পারেনঃ
ফেসবুকে আমিঃ Ashraf Akon
আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই। জানা হল নতুন জিনিসি।