নিয়ে নিন Bluestacks এর Latest version Bluestacks 2.5.78(Root করার নিয়মসহ), আর পিসিতে চালান সব Android Apps

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহ তালার রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম Bluestacks Android App Player এর Latest Version "Bluestacks 2.5.78"। আমাদের অনেকেরই হয়ত পিসি আছে, কিন্তু Android ফোন নেই। অথবা অনেকেরই হয়ত Android ফোন ও পিসি দুইটাই আছে। তা সত্ত্বেও সবাই পিসিতে Android এর Apps গুলো চালাতে চাই। হ্যা বন্ধুরা তাদের জন্যেই আমার এ টিউন। সাধারন অবস্থায় Bluestacks Android App Player এর মাধ্যমে Rooted বাদে সব Android Apps ই চালানো যায়। আর আজকের এ latest version এ দেয়া হয়েছে আরো কিছু বাড়তি সুবিধা। দেয়া হয়েছে Bluestacks TV, Bluestacks chat etc. আপনারা ডাউনলোড করে দেখলেই সবাই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।

ডাউনলোড করার জন্য আপনার পিসির মোজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম দিয়ে এখানে যান। এবার অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। আর যদি না হয় তাহলে নিচের Screenshot এর মত "restart the Download" তে ক্লিক করুন।

এবার আরামসে মন খুলে সব Android Apps চালান আপনার পিসিতে। আর Rooted Apps চালাতে হলে আপনাকে এটা Root করতে হবে। আমি গত টিউটোরিয়ালে আমি Bluestacks 2 এবং এর নিচের ভার্সনগুলো গুলো কোনো Error ছাড়া Root করা দেখিয়েছিলাম। কিন্তু আজকের নতুন ভার্সন Bluestacks 2.5.78 আগের পদ্ধতিতে Root করা যায়না। এখানে Root.vdi Error দেখায়। এটা অন্য পদ্ধতিতে Root করতে হবে। আপনাদের সুবিধার্থে নিচে ভিডিও দিয়ে দিলাম। এখান থেকে দেখে নিন কিভাবে Bluestacks 2.5 বা তার উপরের ভার্সন Root করবেন তার পদ্ধতি।
প্রথমে এখান থেকে "BSHelper.zip" ডাউনলোড করে নিন। এবার নিচের ভিডিওটি দেখে Root করে নিন।

How to Root Bluestacks 2.5.78 or upper version easily(Root.Vdi Error Fixed)

আশা করি এবার আপনারা সব Rooted Android Apps ও এ নতুন ভার্সনের Bluestacks এ চালাতে পারবেন। টিউনটি ভাল লাগলে অবশ্যই আমার চ্যনেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং প্রিয়তে রাখবেন। আর যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্টে লিখবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

Techtunes এ আমার অন্যান্য টিউন দেখতে এখানে যান

Level 0

আমি আশিক রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনমেন্টের জন্য ধন্যবাদ।