কম্পিউটার প্রজন্ম (Computer Generation) পর্ব ০২

দ্বিতীয় প্রজন্ম (Second Generation)

দ্বিতীয় প্রজন্মের সময়কাল ছিল ১৯৫৯-১৯৬৫। এই প্রজন্মে ট্রানজিস্টর ব্যবহার করা হয় যা ছিল ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি প্রথম প্রজন্মের মেশিন তুলনায় সস্তা, কম বিদ্যুৎ গ্রাসী, আকার আরও কম্প্যাক্ট, অধিক নির্ভরযোগ্য, দ্রুততর। এই প্রজন্মে চৌম্বক কোর প্রাথমিক মেমরি এবং চৌম্বকীয় টেপ ও চুম্বকীয় ডিস্ক মাধ্যমিক স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়েছে। এই প্রজন্মে অ্যাসেম্বেলি এবং ফোরট্রান, কোবলের মত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। কম্পিউটারের ব্যাচ প্রসেসিং এবং মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়।

2g

দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্যঃ

  • ট্রানজিস্টর ব্যবহার
  • প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় নির্ভরযোগ্য
  • প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় ছোট সাইজ
  • প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় কম তাপ উৎপন্ন
  • প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় কম বিদ্যুৎ ক্ষয়প্রাপ্ত
  • প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় দ্রুততর
  • এখনও খুব ব্যয়বহুল
  • এ সি পাওয়ার প্রয়োজন
  • মেশিন ও অ্যাসেম্বেলি ভাষা সমর্থিত

দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারঃ

  • IBM 1620
  • IBM 7094
  • CDC 1604
  • CDC 3600
  • UNIVAC 1108

তৃতীয় প্রজন্ম (Third Generation)

তৃতীয় প্রজন্মের সময়কাল ছিল ১৯৬৫-১৯৭১। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর জায়গায় ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) এর ব্যবহার হয়। একটি একক আইসির সাথে অনেক ট্রানজিস্টর, প্রতিরোধক এবং ক্যাপাসিটার যুক্ত থাকে। আইসি জ্যাক কিলবি দ্বারা আবিষ্কৃত হয়। এই উন্নয়ন কম্পিউটারকে করেছে আকারএ ছোট, নির্ভরযোগ্য ও কার্যকরী। এই প্রজন্মের দূরবর্তী প্রক্রিয়াকরণ, সময় শেয়ারিং, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। উচ্চ পর্যায়ের ভাষা (FORTRAN-II TO IV, COBOL, PASCAL PL/1, BASIC, ALGOL-68) এই যুগের সময় ব্যবহার করা হয়।

3g

তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্যঃ

  • আইসি ব্যবহার
  • পূর্ববর্তী দুই প্রজন্মের তুলনায় অধিক নির্ভরযোগ্য
  • ছোট সাইজ
  • উৎপন্ন তাপ কম
  • দ্রুত
  • ক্ষুদ্রতর রক্ষণাবেক্ষণ
  • এখনও ব্যয়বহুল
  • এ সি পাওয়ার প্রয়োজন
  • ক্ষুদ্রতর বিদ্যুৎ ক্ষয়প্রাপ্ত
  • উচ্চ পর্যায়ের ভাষা সমর্থিত

তৃতীয় প্রজন্মের কম্পিউটারঃ

  • IBM-360 Series
  • Honeywell-6000 Series
  • PDP (Personal Data Prosessor)
  • IBM-370/168
  • TDC-316

Level 0

আমি মুঃ মশিউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Bachelor of Science in Computer Science and Engineering


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস