আমার আজকের টিপস কম্পিউটারের খুবই কমন একটি সমস্যা ও তার সমাধান নিয়ে হাজির হয়েছি।
আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাজে লাগবে। তাহলে দেখুন আমার আজকের টিপস
কম্পিউটার চালু না হওয়াটা আমাদের সবার জন্যেই মোটামুটি দৈনন্দিন একটা সমস্যা। বিশেষ করে নতুন ব্যবহারকারীদের জন্যে এটি একটি কমন ব্যাপার এবং এই ক্ষেত্রে
তাদের একমাত্র সমাধান কোনো একটি দোকানে পিসিটি নিয়ে যাওয়া এবং কিছু
টাকা খরচ করা। কিন্তু এই ব্যাপারে আমাদের কিছুটা ধারণা থাকলেই কিন্তু আমরা এই
বাড়তি খরচটা বাঁচাতে পারি। তাহলে আসুন শুরু করি
# যদি এমনটি হয় যে কম্পিউটার ঠিকমতো চালু হচ্ছে, অপারেটিং সিস্টেমও লোড হচ্ছে কিন্তু তারপর। তাহলে এটি সম্ভবত প্রসেসরের কুলিং ফ্যান বা হিটসিংক ও প্রসেসরের কানেকশনের দুর্বলতার কারণে হচ্ছে। চেক করে দেখুন ফ্যান ঠিকমতো ঘুরছে কি-না বা ফ্যানসহ সবকিছু ঠিকমতো টাইট আছে কিনা। আর হঠাৎ করে বন্ধ না হলে মানে একটু সময় নিয়ে সংকেত দিয়ে বন্ধ হওয়া মানে ভাইরাসের আক্রমণের শিকার আপনি।
# পিসির পাওয়ার সুইচ অন করার পর সিস্টেমের ইন্টারনাল স্পিকার কয়টা আওয়াজ করলো খেয়াল করুন। যদি বীপ সংখ্যা এক হয় তার মানে কম্পিউটার ডিসপ্লে আউটপুট পাচ্ছে না অথবা কীবোর্ড মাদারবোর্ডের সাথে ঠিকমতো সংযুক্ত না হলেও এমনটা হতে পারে।
# যদি একটি বড় বীপের পর দুটি ছোটো বীপ হয় তারমানে র্যাম পাচ্ছে না আপনার মাদারবোর্ড। র্যাম পরিবর্তন বা স্লট পরিবর্তন করে দেখুন।
# যদি একটি বড় বীপের পর তিনটি ছোট বীপ হয় তাহলে বুঝবেন নিশ্চিতভাবেই ডিসপ্লে বা গ্রাফিক্স আউটপুটের সমস্যা।
# আর যদি একটা বড় বীপ তারপর চারটা ছোট বীপ হয় তারমানে আপনার মাদারবোর্ড বা গুরুত্বপূর্ণ কোন হার্ডওয়ার নষ্ট হয়ে গিয়েছে বা ঠিকমতো কাজ করছে না। তবে উপরোক্ত কাজের জন্যে পিসিতে ইন্টারনাল স্পীকার থাকতে হবে। অনেক
মাদারবোর্ডে ইন্টারনাল স্পীকার বিল্ট-ইন থাকে। অন্যগুলা
তে আলাদা লাগাবে হয়।
# এবার মনিটরের দিকে লক্ষ করুন, এটি কি স্লীপ মোডে আছে? যদি তা না
হয় অর্থাৎ মনিটরের লেড লাইট জ্বলে থাকে এবং মনিটরে কিছু না কিছু দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার মনিটর, মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড ঠিক আছে। সমস্যাটা অন্য কোথাও।
# যদি কোনোভাবেই পিসিতে পাওয়ার ন পায় তাহলে কেসিং খুলে পাওয়ার সাপ্লাইটি চেক করুন, সমস্যাটি কোথায় তা খুঁজে বের করার চেষ্টা করুন।
# দেখা গেলো যে মাদারবোর্ডের পাওয়ার লেড জ্বলছে কিন্তু কেসিংয়ের পাওয়ার বাটন চাপলেও পিসি চালু হচ্ছে না তখন বুঝতে হবে কেসিংয়ের পাওয়ার সাপ্লাইয়ে কোনো সমস্যা হবার কারণে এটি পর্যাপ্ত ভোল্টেজ আউটপুট দিতে পারছে না। এক্ষেত্রে সম্ভব হলে অন্য পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেষ্টা করে দেখুন।
# এর পরেও যদি পিসিটি চালু না হয় তবে অভিজ্ঞ কাজ জানা ব্যবহারকারীরা সম্ভব হলে মাদারবোর্ডের ম্যানুয়াল দেখে মাদারবোর্ডের পাওয়ার বাটন পিন দুইটি বের করে তা কোনোভাবে কন্টাক্ট করে দেখতে পারেন কাজ হয় কিনা।
# পাওয়ার সংক্রান্ত সম্ভাব্য সবগুলো সমস্যা নিয়েই আলোচনা করা হলো। কিন্তু এখনও যদি কম্পিউটার চালু না হয় তাহলে বুঝতে হবে সমস্যা র্যামের। র্যামের স্লট পরিবর্তন করে দেখুন বা অন্য র্যাম লাগিয়ে দেখুন।
# কম্পিউটার চালু হল কিন্তু উইন্ডোজ লোডিং-এর আগেই আটকে যাচ্ছে? তাহলে সমস্যা আপনার হার্ডডিস্কে। হার্ডডিস্কের
পাওয়ার ও ডাটা ক্যাবলের কানেকশন চেক করুন। সম্ভব হবে মাদারবোর্ডের যে কানেক্টরে ক্যাবলটি লাগানো তা পরিবর্তন করে দেখুন।
# এছাড়াও কোনো না কোনো ক্যাবল লুজ বা নষ্ট হয়ে যাবার কারণেও কম্পিউটার চালু হওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই ব্যাপারটিও খেয়াল রাখবেন।
প্রধান এই সমস্যাগুলোর কারণেই কম্পিউটার চালু হয় না। আশা করি টিউনটি আপনাদের সবার কাজে আসবে।
টিউনটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ।
আপনার হাতে সময় থাকলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
আমি বিএল ইয়ামিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
blood a-
আমার ল্যাপটপ অন করার পর অনেক বার সাউন্ড করে ১মিনিট এর মত।
উইন্ডোস এর লোড হবার আগে এটা হয়. তারপর উইন্ডোস ওপেন হয়।
এটা কেন হয় আর কীভাবে ঠিক করতে পারি যদি বলতেন অনেক উপকৃত হতাম।