আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।
এক ক্লিকেই দূর করুন শর্টকাট ভাইরাস
আমি আজকে টিউন করছি, অতি পরিচিত একটা বিষয় নিয়ে। শর্টকাট ভাইরাস কম্পিউটার ইউজারদের জন্য একটি পরিচিত নাম। এটি মূলত ক্ষতিকর কোন ভাইরাস প্রোগ্রাম না হলেও বিরক্তিকর। কারণ, সর্টকাট ভাইরাস আপনার ফাইল বা ফোল্ডারকে শর্টকাট করে ফেলে বা হাইড করে ফেলে। পেনড্রাইভ অথবা মেমোরিকার্ড শর্টকাট ভাইরাসে বেশি আক্রান্ত হয়। কারণ মেমোরিকার্ড ও পেনড্রাইভ, ইউএসবি ড্রাইভগুলো বিভিন্ন কম্পিউটার লাগানোর প্রয়োজন পড়ে। তো যাই হোক আপনার নিচের মতো করে শর্টকার্ট ভাইরাস দূর করুন
কিন্তু এখন থেকে শর্টকাট ভাইরাস নিয়ে আর কোন দু:শ্চিন্তা করার প্রয়োজন নেই।
শর্টকাট ভাইরাস রিমোভ করতে নিয়ে নিন ছোট একটি সফটওয়্যার।
প্রথমে আপনার পিসিতে এই ঠিকানা থেকে ডাউনলোড করে নিন শর্টকাট ভাইরাস রিমোভার
প্রোগ্রামটি রান করুন, তারপর নিচের মত উইন্ডো আসবে।
আপনার পেনড্রাইভ অথবা মেমোরিকার্ডে যদি শর্টকাট ভাইরাস তাকে, তাহলে পেনড্রাইভ সিলেক্ট করুন
নির্দেশিত নির্দিষ্ট অংশে আপনার পেনড্রাইভ অথবা মেমোরিকার্ডের ড্রাইভ লেটার দেখিয়ে দিন। এজন্য প্রথমে মাই-কম্পিউটার থেকে আপনার পেনড্রাইভ অথবা মেমোরিকার্ডের ড্রাইভার লেটার দেখে নিন। তারপর স্কেন করুন। স্কেন রেজাল্ট আসলে প্রোগ্রাম ক্লোজ করে দিন।
এবার আপনার পেনড্রাইভ অথবা মেমোরিকার্ডে ঢুকে দেখুন, সব Hide/ভাইরাস অাক্রান্ত ফাইল/ফোল্ডারগুলো ঠিক হয়ে গেছে।
ডাউনলোড করুন এখান থেকে Shortcut Virus Remover
বুঝতে অথবা ডাউনলোড করতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।
লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে
অথবা
আমি সাদ্দাম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন