কম্পিউটারে ভিডিও টিউটোরিয়াল বানানোর ১.৮ এম.বি এর সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

টেকটিউনের সকল বন্ধুদের সালাম জানিয়ে আমার ৪র্থ লেখাটি শুরু করছি। ছোট ছোট সফটওয়্যার শেয়ার করা আমার কাজ, আজও এর ব্যতিক্রম নয়। কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি।

প্রতিদিন ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে। গান, খেলাধুলা, সিনেমা, টিউটোরিয়াল ইত্যাদি নানা ভিডিও। আমরা যারা ইউটিউব থেকে আয় করি তাদের টিউটোরিয়াল বানানোর দরকার হয়। কারণ ইউটিউবে আয় করতে হলে ভিডিওটি অবশ্যই ইউনিক হতে হয়।

কম্পিউটারে স্কিন রেকর্ড করে ভিওি বানানোর যতগুলো সফটওয়্যার আছে তাদের মধ্যে জনপ্রিয় সফটওয়্যারটি হলো Camtasia Studio. কিন্তু এই সফটওয়্যারটি ফ্রি পাওয়া যায় না। বিভিন্ন ভাবে ইনস্টল করা গেলেও এটা অনেক সময় ঠিকমত কাজ করা যায় না, কিন্তু  প্রিমিয়াম ভার্সনটা খুবই ভালো, যদিও এটা কিনে আমরা কম মানুষই ব্যবহার করি।

তাই আজ আমি আপনাদের সাথে স্কিন রেকর্ডার সফটওয়্যারটি নিয়ে আলোচনা করবো। এর সাইজ মাত্র ১.৮ এম.বি। সবচেয়ে মজার ব্যাপার হলো এটি ইউজার ফ্রেন্ডলি এবং ব্যবহারের ঝামেলা নেই। শুধু আপনার কম্পিউটারে ইনস্টল করে নিয়ে কাজ করতে পারবেন। আর ভিডিও কোয়ালিটিও এইচ.ডি এবং অনেক স্বচ্ছ। প্রত্যেকটা অপশন এর একটি  বর্ণনা দিয়ে দিলাম।

তাই আর দেরি না করে এখুনি সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

সফটওয়্যারটির ডাউনলোড লিংক  : Screen Recorder

আমার সাথে যোগাযোগ : Anowar Hossain সময় থাকলে আমার ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন। আমার সাইটটি হলো।

কোন মতামত থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না। আগামিতে লিখবো এই প্রত্যাশায় আজকের মত বিদায় নিলাম।

Level 1

আমি মো আনোয়ার হোসেন। , Promotion BD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস