কম্পিউটারের প্রায় সকল প্রয়োজনীয় কাজ করুন একটি ছোট সফটওয়্যার One Click Everything এর মাধ্যমে

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমার টিউনে সবাইকে স্বাগতম। এই টিউনে আমি একটি সফটওয়্যারের বর্ণনা দিব যেটা দিয়ে আপনি আপনার কম্পিউটারে অনেকগুলো প্রয়োজনীয় কাজ এক সাথে করতে পারবেন। কম্পিউটারের র‍্যাম এবং হার্ড ডিস্ক ও কম খরচ হবে। এটি পোর্টেবল এবং সম্পূর্ণ ফ্রী সফটওয়্যার।

সফটওয়্যারের ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/0B6PuUvKFaimvamVubi1DLXRjbGM/view

সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালঃ https://youtu.be/tPZlXL0AdT0

সফটওয়্যার টির নাম “ওয়ান ক্লিক এভরিথিং” (One Click Everything)। সফটওয়্যারটি আমি নিজে বানিয়েছি। এই সফটওয়্যার চালানোর জন্য আপনার কম্পিউটারে Microsoft .net framework 4.5 or later version ইন্সটল থাকতে হবে। না থাকলেও সমস্যা নেই। সফটওয়্যার ওপেন করার সময় আপনি পার্মিশন দিলে অটো ইন্সটল হয়ে যাবে। সফটওয়্যারটি ইন্সটল করার কোন ঝামেলা নেই। অর্থাৎ এটি পোর্টেবল সফটওয়্যার। সফটওয়্যারের ফিচার গুলো নিচে দিচ্ছি।

Features of One Click Everything:

  1. Calculator (Scientific)
  2. Download Manager
  3. E-book Reader
  4. Media Player
  5. System Information
  6. Screen Capture
  7. Search Web
  8. Speak Computer
  9. Stopwatch
  10. Utilities (IP address, Website’s IP address, Calendar, Analog Clock, Alarm Clock, Image Viewer)
  11. Unit Converter
  12. Web Browser

এখন ফিচারগুলোর বর্ণনা দিচ্ছি।

১. ক্যালকুলেটরঃ এই ক্যালকুলেটর কম্পিউটারের ডিফল্ট ক্যালকুলেটর থেকে কিছুটা আলাদা। আপনি এই ক্যালকুলেটরের মাধ্যমে ডেসিমাল,বাইনারি,অক্টাল,হেক্সাডেসিমাল ইত্যাদি বের করতে পারবেন। এছাড়া সাইন,কোসাইন,ট্যান এসব হিসাব করতে পারবেন। কিছুটা সাইন্টিফিক ক্যালকুলেটরের মত।

২. ডাউনলোড ম্যানেজারঃ ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে আপনি যে কোন জিনিস লিংকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। যে ফাইল ডাউনলোড করতে চান সেটার লিংক URL box এ লিখুন। এরপর File Location select করুন। ফাইলের নামের পরে অবশ্যই ফাইলের টাইপ উল্লেখ করবেন। অর্থাৎ গান ডাউনলোড করলে গানের নামের পর .mp3/.wmv/.wav এভাবে ফাইল টাইপ উল্লেখ করে দিবেন। এই ডাউনলোড ম্যানেজারের সুবিধা হল আপনি একটি ফাইল সংশ্লিষ্ট যে কোন ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। যেমন আপনি একটি ইমেজ .png ফরম্যাটে ডাউনলোড করতে চান, কিন্তু ব্রাউজার থেকে .jpg ফরম্যাটে ডাউনলোড করছে। সেক্ষেত্রে আপনি নিজের ইচ্ছে মত ফাইল টাইপ দিয়ে ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড ম্যানেজারের সাহায্যে। ডাউনলোড শেষ হওয়ার পর একটি কনফার্মেশন মেসেজ আসবে। এছাড়া এটি আপনার ডাউনলোড স্পিড দেখাবে।

৩. ই-বুক রিডারঃ এর মাধ্যমে আপনি ই-বুক পড়তে পারবেন। উপরে ফাইলে ক্লিক করে ওপেন ই-বুক ক্লিক করুন। এরপর আপনি যে বই পড়তে চান সেটা ওপেন করুন। অবশ্যই PDF File ওপেন করবেন। Adobe Reader এ যা যা সুবিধা পান তার সবই এই ই-বুক রিডারে পাবেন। Cntrl+l দিলে ফুল স্ক্রিন হবে।

৪. মিডিয়া প্লেয়ারঃ মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আপনি গান শুনতে এবং ভিডিও দেখতে পারবেন। উপরে ওপেনে ক্লিক করে আপনার পছন্দ মত গান অথবা ভিডিও সিলেক্ট করে প্লে তে ক্লিক করলেই প্লে হওয়া শুরু হবে।

৫. সিস্টেম ইনফরমেশনঃ আপনার কম্পিউটারের সব দরকারী ইনফরমেশন এর মাধ্যমে দেখতে পারবেন। লোড সিস্টেম ইনফরমেশন এর উপর ক্লিক করলে আপনার কম্পিউটেরের ইনফরমেশন দেখাবে। এখানে ফিজিকাল মেমরি বলতে র‍্যাম বুঝাচ্ছে। ডিস্প্লে হাইট এবং উইডথ পিক্সেলে দেখাবে।

৬. স্ক্রিন ক্যাপচারঃ এই টুল ওপেন করে আপনি ক্যাপচার বাটনে ক্লিক করলেই স্ক্রিনশট নাওয়া হয়ে যাবে। সেইভ এ ক্লিক করে স্ক্রিনশটটি PNG ফরম্যাটে সেইভ করতে পারবেন।

৭. সার্চ ওয়েবঃ অনলাইনে কোন কিছু সার্চ করতে আমাদের অনেক সময় লেগে যায়। আবার অনেকেই গুগল ছাড়া অন্য কিছুতে সার্চ করতে পারেন না অথবা সময় পান না। ফলে অনেক সময় আমরা আশানুরূপ সার্চ রেজাল্ট পাই না। কিন্তু সার্চ ওয়েব এর মাধ্যমে আপনি যেটা সার্চ করতে চান সেটা লিখে জাস্ট আপনার পছন্দ মত সার্চ ইঞ্জিনে ক্লিক করলেই ব্রাউজারে সার্চ রেজাল্ট শো করবে। ফলে অনেক কিছু খুব কম সময়ে সার্চ করা যাবে। এখানে আমি বাংলাদেশের সার্চ ইঞ্জিন “পিপীলিকা” রেখেছি। যেন বাংলাদেশী বাদে অন্য কেউ যখন এই সফটওয়্যার ব্যবহার করবেন তখন বাংলাদেশের ব্যাপারে জানতে পারেন।

৮. স্পিক কম্পিউটারঃ আপনার কম্পিউটার এখন কথা বলবে। আপনি যা বলাতে চান সেটা টাইপ করে স্পিক ক্লিক করলেই কম্পিউটার সেটা পড়ে শুনাবে। আপনি স্লো অথবা ফাস্ট কথা বলাতে পারবেন। ভলিউম বাড়াতে কমাতে পারবেন। এছাড়া মেইল/ফিমেইল এই দুই ভয়েসে কথা শুনতে পারবেন। এটা কম্পিউটারের উপর ডিপেন্ড করে। অনেক কম্পিউটারে মাত্র একটি ভয়েস থাকে। সেক্ষেত্রে মেইল/ফিমেইল দুই অপশনেই একি ভয়েস শুনাবে।

৯. স্টপওয়াচঃ স্টার্টে ক্লিক করলে টাইম কাউন্ট হওয়া শুরু হবে। আপনি প্রয়োজনীয় সময় মার্ক করতে পারবেন। টাইম স্টপ করতে পারবেন। এবং রিসেট করে পুনরায় প্রথম থেকে টাইম কাউন্ট করতে পারবেন।

১০. ইউটিলিটিসঃ এখানে আপনি আপনার আইপি (ইন্টারনেট প্রোটোকল) অ্যাড্রেস দেখতে পারবেন। যে কোন ওয়েবসাইতের আইপি দেখতে পারবেন। ক্যালেন্ডারের মাধ্যমে দিন-তারিখ দেখতে পারবেন। অ্যানালগ ক্লক আপনাকে দেয়াল ঘড়ির মত টাইম দেখাবে। অ্যালার্ম ক্লকের মাধ্যমে আপনি আপনার সিলেক্ট করে দাওয়া একটি মিউজিক ফাইল নির্দিষ্ট সময়ে বাজাতে পারবেন। ফলে আপনার কম্পিউটার অ্যালার্ম ক্লকের কাজ করবে। ইমেজ ভিউয়ারের মাধ্যমে আপনি সিলেক্ট করা যে কোন ইমেজ দেখতে পারবেন।

১১. ইউনিট কনভার্টারঃ এর মাধ্যমে আপনি এক ইউনিট থেকে আরেক ইউনিটে খুব সহজে কনভার্ট করতে পারবেন। অনেকগুলো কনভার্শন অপশন দাওয়া হয়েছে এখানে।

১২. ওয়েব ব্রাউজারঃ একটি সিম্পল এবং ছোট ওয়েব ব্রাউজার। এটি আপনার কোন ইনফরমেশন,কুকি,হিস্টোরি স্টোর করবে না। আপনার দরকারি সব ব্রাউজিং এর মাধ্যমেই করতে পারবেন।

এই হচ্ছে ওয়ান ক্লিক এভরিথিং সফটওয়্যারের ফিচার। এছাড়াও সফটওয়্যারের হোম স্ক্রিনে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করার অপশন পাবেন। একটি লাইট এবং রিল্যাক্সিং মিউজিক দিয়েছি এখানে। আপনার কম্পিউটারে কোন গান না থাকলেও আপনি এর মাধ্যমে মিউজিক শুনে গান শুনার ইচ্ছা পূরণ করতে পারবেন। অ্যাবাউট অপশনে আমার সাথে যোগাযোগ করার ইমেইল এবং ফেইসবুক আইডি পাবেন। সফটওয়্যারের সাথে ইউজার ম্যানুয়াল আছে। তাই এটি ব্যবহার করতে আপনাদের কোন সমস্যাই হবে না।

সফটওয়্যারের ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/0B6PuUvKFaimvamVubi1DLXRjbGM/view

সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালঃ https://youtu.be/tPZlXL0AdT0

 

এই সফটওয়্যার কেন ব্যবহার করবেন সেটা বলছি। এটি মাত্র ৫০ মেগাবাইটের সফটওয়্যার। মাত্র ৫০ মেগাবাইটেই আপনি অনেকগুলো দরকারি কাজ করতে পারছেন। যেখানে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ৮৭ মেগাবাইট। এছাড়া এটি র‍্যাম খুব কম ব্যবহার করে। তাই সব কাজ এক সাথে করতে কম্পিউটারে কোন সমস্যাই হবে না। কম কনফিগারেশনের কম্পিউটারেও স্মুথলি চালাতে পারবেন। এটি পোর্টেবল হওয়ায় আপনি যে কোন কম্পিউটারে জাস্ট পেন্ড্রাইভ থেকেই চালাতে পারবেন।

 

সফটওয়্যারে কোন বাগ/ত্রুটি পেলে, সফটওয়্যারের ব্যাপারে কোন সাজেশন থাকলে প্লীজ আমাকে জানাবেন। এটি আমি একা তৈরী করেছি। এতো বড় একটি সফটওয়্যার একা তৈরী করা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। তবুও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি কম্পিউটারের প্রয়োজনীয় একটি সফটওয়্যার বানাতে। “ওয়ান ক্লিক এভরিথিং” সফটওয়্যার ব্যবহার করে কেমন লাগল আমাকে জানাবেন প্লীজ।

 

সফটওয়্যারের ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/0B6PuUvKFaimvamVubi1DLXRjbGM/view

সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালঃ https://youtu.be/tPZlXL0AdT0

 

আশা করি টিউনটি আপনাদের ভাল লেগেছে। সফটওয়্যারটি ব্যবহার করে কেমন লেগেছে সেটা জানালে খুব খুশি হব।

ফেসবুকে আমিঃ https://www.facebook.com/mubeenulalam

Level 0

আমি মুবীন উল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I live in a dream...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস