Grammarly কি এবং আমরা কেন ব্যবহার করব Grammarly

আমরা অনেক জায়গায় Grammarly এর নাম শুনে থাকতে পারি। চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক Grammarly কি এবং আমাদের কী কাজে প্রয়োজন এবং কাদের Grammarly ব্যবহার করা উচিত।

grammarly free

Grammarly কি?

আপনার নাম শুনে হয়তো এর কাজ কি তা বুঝে গেছেন। Grammarly হল এমন একটি সফটওয়্যার যা আমরাদের ইংরেজী লেখার Grammar চেক করে বলে দেয় যে কোথায় কোথায় ভুল হয়েছে এবং তার সাথে বলে দেয় যে এটা কীভাবে ঠিক করা সম্ভব।

কেন আমাদের Grammarly ব্যবহার করা উচিত?

ইংরেজী আমরদের আন্তর্যাতিক ভাষা। আমাদের দৈনন্দিন অনেক কাজে ইংরেজী ব্যবহার করতে হয়। কিন্তু সমস্যা টা হলো আমরা বেশির ভাগ বাঙ্গালি ইংরেজী ভালো পারি না। এবং যারা কিছু কিছু পারে তাদের ভুলের সীমা নেই। বানানে ভুল, Grammar এ ভুল আরো ইত্যাদি। আমরা বেশির ভাগ মানুষ Facebook ব্যবহার করি। ফেসবুকে Status লিখার ক্ষেত্রে বানান এবং Grammar ভুল এর ফলে সহ্য করতে হয় বুন্ধুদের  অপমান এবং বিভিন্ন কথা। ফ্রিলান্সারদের প্রতিদিন ক্লাইন্টদের সাথে কথা বলা এবং কাজের জন্য বিড করার প্রয়োজন হয়। কভার লেটারে ভুল হলে সেই কাজ পাওয়াটা কষ্টকর হয়ে যায়। আমারা আমাদের ইংরেজী ভুল সংশোধনের জন্য Grammarly ব্যবাহর করতে পারি।

Grammarly আমাদের কীভাবে সহায়তা করে?

Grammarly এর মাধ্রমে আমরা যা যা সুবিধা পাবঃ

  • বানান শুদ্ধকরতে সাহায্য করে।
  • গ্রামার চেক করে এবং ভুল সংশোধন করে।
  • শব্দের পারিভাষিক শব্দ সাজেষ্ট করে।
  • রি-রাইটিং এ সাহায্য করে।
  • চুরিকৃত লেখা বের করতে সাহায্য করে।

grammarly free download

ব্লগার এবং নিশ মার্কেটারদের জন্য Grammarly

যারা ব্লগিং করে অথবা নিশ মার্কেটিং করে তাদের প্রতিনিয়ত সাইট এর আর্টিকেল টিউন করতে হয়। তাদের সাইট এর ভিজিটরের মূল উৎস হলো সার্চ ইঞ্জিন। এবং সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় জায়গা করে নিতে হলে দরকার Quality Content এবং Unique content। Quality Content তখনই পুরোপুরি সম্ভব যখন লেখার মধ্যে কোন ধরনের ভুল থাকবে না।  তাদের পেষ্টের লেখার ভুল বের করতে এবং সেই লেখা কারো লেখার সাথে মিলে কিনা তা চেক করতে Grammarly ব্যবহার করতে পারে।

ফ্রিলানসারদের জন্য Grammarly

যারা ফ্রিলান্সিং করে তাদের কাজে বিড, বায়দের সাথে মেসেজ করা ইত্যাদি কাজে ইংরেজী ভাষা ব্যবহার করতে হয়। বিড এবং ম্যাসেজিং এর মধ্যে যদি ভুল হয় তবে কাজ পাওয়া যায় না অথবা কোন ভাবে পেলেও তার ফিডবেক ভালো পাওয়া যায় না। তাই লেখার ভুল গুলো শুধরাতে তারা Grammarly ব্যবাহর করতে পারে।

Grammarly ব্যবহার করার জন্য কী প্রয়োজন?

Grammarly free এবং Premium ভার্সন দুটোই আছে। আমরা খুব সহজেই Grammarly এর ফ্রি ভার্সনটা ডাউনলোড করতে পারি। ফ্রি এর মধ্যেও দুইটি সফটওয়্যার আছে। একটি ওয়েব ব্রাউজারে ব্যবহারের জন্য এবং অন্যটি MS Office এ ব্যবহার করার জন্য। তাই ডাউনলোড করে নিয়ে  এর দুর্বলতা দূর করুন।

Download Grammarly

পূর্বে প্রকাশিত ঃ ক্রিয়েটিভ টেক ব্লগে

ফেসবুকে আমিঃ আরিফুল ইসলাম ডিপু

Level 0

আমি আরিফুল ইসলাম ডিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস