আপনি আপনার পিসি অপারেট করছেন! কিন্তু জানেন কি আপনার কম্পিউটারের বয়স কত? এখন হতে নিমিষেই যে কোন পিসির বয়স বাহির করুন!!

টিউন বিভাগ কম্পিউটিং
প্রকাশিত
জোসস করেছেন

السلام عليكم আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিউন। উপরের শিরোনাম দেখে বোধ হয় অনেকেরই চমকে উঠবার কথা! এই প্রেক্ষিতে অনেকেই বলবেন এতদিন ধরে তো কম্পিউটার/পিসি অপারেট করছি কিন্তু এই টিপসের কথা শুনি নাই। তথাপি যারা ইতিপূর্বে জানেন তাদের তো ভিন্ন কথা! বলতে গ্রেট দ্যা বস!! যাইহোক এবার মূল আলোচনাতে আসি-

যে কারনে আপনার কম্পিউটারের/পিসির বয়স জানা প্রয়োজন?

উদাহরন হিসাবে বলি আমরা অনেকেই পুরাতন কম্পিউটার, নোটবুক, ল্যাপটপ কিনি বা অনেকেই ভাবছেন পুরাতন কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক ক্রয় করবেন কিন্তু সমস্যার বিষয়টা হল এটা কতদিনের পুরাতন তা জানাটা অতিব জরুরী। কারন, যিনি বিক্রি করবেন সে সঠিক তারিখ নাও বলতে পারেন কিংবা অপারগতা প্রকাশ করতে পারেন। অপরদিকে আপনি আপনার আত্নীয় কিংবা বন্ধুর বাসাতে গেলেন সেখানেও পিসির বয়স জানার ইচ্ছাটাও প্রকাশ করতে পারেন।সুতরাং বুঝতেই পারছেন নিজে যদি পিসির বয়স বাহির করার টিপসটি জেনে নিতে পারেন তাহলে কতইনা মজাটা পাবেন!!

কিভাবে কম্পিউটারের/পিসির বয়স বাহির করবেন?

  • প্রথমে Start মেনু তে যান।
  • Search Option থেকে cmd টাইপ করুন এবং ফাইল টিকে run as administration হিসেবে চালু করুন অথবা cmd চালু করুন।

  • সেখানে Type করুন নিচের Code অর্থাৎ DEBUG টাইপ করে এন্টার দিন।
  • অতপর সেখানে Type করুন DF000:FFF5 এবং এন্টার দিন।

  •  এখন দেখুন মজা আপনার কম্পিউটার এর বয়স বের হয়ে আসবে।

তারপরেও যাদের বুঝতে সমস্যা তাদের কথা মাথাই রেখে নিচে স্ক্রীনশট সহ ছবি দেয়া হল আশা করি আর বুঝতে সমস্যা হবে না।

সারকথা

আলোচনার একদম শেষ পর্যায়ে। টিউটোরিয়ালটি অনেক ছোট হলেও বেশ কার্যকারী। অর্থাত বলা চলে ছোট মরিচের ঝাল বেশী। তথাপি চিত্র ও বর্ননা অনুযায়ী কাজ করতে সমস্যা হবার কথা নই। সুতরাং বিষয়টি নিজে জানুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। বিদায় নিতে হচ্ছে আবার কথা হবে অন্য কোন পর্বে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, অপরকে সুস্থ রাখুন। -আল্লাহ হাফেয-

  • আমাকে পেতে পারেন...

বাংলা ব্লগ | ফেসবুক | গুগল প্লাস  |

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Date ar meaning korbo ki kora bujheya dan.

    বাহির করা তো সোজা! তারিখের হিসাব মিলাতে পারছেন না। তাহলে বলি উপরের যে চিত্র দেখছেন হলুদ দাগের মধ্য সেখানে লেখা আছে ০৮/১৬/১১ তার মানেটা হল ১৬ দিন-০৮ মাস- ১১ সাল অর্থাত ২০১১ সালের আগষ্ট মাসের ১৬ তারিখে ক্রয়কৃত। ইন্টারন্যাশনালনুযায়ী ডে/দিন কিছু সময়ে ডিডিল পজিশন অনুযায়ী হিসাব হয়। আশা করি বুঝতে পেরেছেন এবং টিউমেন্ট করার জন্য ধন্যবাদ।

এই রকম একটি টিউন করার জন্য আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ।

বয়স বাহির করা তো সোজা! তারিখের হিসাব মিলাতে পারছেন না। তাহলে বলি উপরের যে চিত্র দেখছেন হলুদ দাগের মধ্য সেখানে লেখা আছে ০৮/১৬/১১ তার মানেটা হল ১৬ দিন-০৮ মাস- ১১ সাল অর্থাত ২০১১ সালের আগষ্ট মাসের ১৬ তারিখে ক্রয়কৃত। ইন্টারন্যাশনালনুযায়ী ডে/দিন কিছু সময়ে ডিডিল পজিশন অনুযায়ী হিসাব হয়।

Level 0

Windows 10 e kaj hooy na…. ei message ta show kore…..”The filename, directory name, or volume label syntax is incorrect.”

    দূঃখিত! উইন্ডোজ ১০ এ- কাজ হয় কিনা নিজের জানা নাই। তথাপি নিজে উইন্ডোজ ৭ অপারেট করি বলে ১০ সম্পর্কে কিছু বলতে পারছিনা, দেখতে হবে। যদি কাজ হয় তাহলে আপডেট করব।-ধন্যবাদ।

uploadex theke download kora jay na kano?? khub problem e aci. kicui down korte parci na 🙁

    uploadex এমনিতেই একটি হযবরল মার্কা সাইট। কাজের লিংক হতে অদরকারি লিংকটাই বেশী। নিজেও এই সব সাইট সাপোর্ট করিনা। এর থেকে মিডিয়া ফায়ার, ড্রপবক্স, গুগল ড্রাইভ অনেক ভাল। বাই দ্যা ওয়ে লিংক প্রেরন করলে বুঝা যেত।-ধন্যবাদ

পিসির নয় হার্ডিস্কের বয়স মনে হয়…..