সবাই কেমন আছেন ?
আশা করছি ভালোই আছেন। আমি সবসময় চাই আপনাদের ভালো কিছু দিতে। তাই আবারো আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করতে আসলাম। আজকের টিউনটা সেই অভাগাদের জন্য যারা কম্পিউটার চালু করার পর হতে কম্পিউটার refresh করতে করতে হয়রান হয়ে যান।
আপনাদের অনেকের কম্পিউটার এর হয়তো রেম কম। তারজন্য সারাদিন কম্পিউটারকে refresh করতে হয়। refresh করতে করতে বিরক্ত বোধ করেন। আর আপনাদের এই ঝামেলা করতে হবে না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সফটওয়ার তাও আবার সেটা ইনস্টল দেওয়া ছাড়াই আপনার কম্পিউটার auto-refresh হবে। নিচের লিংক হতে সফটওয়ারটি ডাওনলোড করে নিন।
ডাওনলোড করা হলে। আপনার কাজ হলো শুধুমাত্র সফটওয়ারটি ডাওনলোড করবেন এবং আপনার কম্পিউটার এর ডেক্সটপ এ রাখবেন। যখন দরকার তখন শুধুমাএ সফটওয়ারটির উপর ডাবল ক্লিক করুন। তারপর দেখবেন অটো রিফ্রেস নিচ্ছে।
গুগোল এ সার্চ করলে অনেক ধরনের অটো সফটওয়ার পাবেন কিন্তু ভাই এগুলো ডাওনলোড করলে আপনি নিজেই বিপদে পরবেন। আমিও এমনটাই করতে গিয়ে আমার কম্পিউটার এর নতুন করে windows দিতে হয়েছে। তারপর অনেক ঘাটাঘাটী করার পর এই সফটওয়ারটি পাইসি। আমার অনেক কাজে লাগসে আশা করছি অাপনারাও উপক্রিত হবেন। এটা নিয়ে টিউনটা আগে আমি আমার সাইটে করেছি তাই ফাইলটি নতুন করে আর আপলোড করলাম না। আমার সাইটের লিংক দিয়ে দিলাম। কষ্ট করে যদি দরকার হয় ডাওনলোড করে নিবেন। পারলে আমার সাইটটা একটু ঘুরে দেখবেন।
ধন্যবাদ
আমি পাবেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।