>:) >:) আবারও হাজির হলাম কম্পিউটারের ব্যবহার নিয়ে >:)
এই টিউনগুলো আগে প্রকাশিত হয়ঃ http://hamwap.com এ
>:) আগের পর্ব গুলোঃ
১. কম্পিউটার কি? পর্বঃ ০১
২. কম্পিউটারের ইতিহাস। পর্বঃ০২
৩.কম্পিউটারের গঠণপ্রণালী। পর্বঃ০৩
আজকের আলোচনা শুরু করালাম
যদিও কম্পিউটারের শুরু গনন যন্ত্র হিসাবে এবং জটিল অংক ও হিসাব কসার কাজে সাহায্য করার জন্য; বর্তমান মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার হচ্ছে।
কম্পিউটার কি কাজে ব্যবহার হয় সে প্রশ্নের উত্তর না দিয়ে বরং জিজ্ঞাসা করা যায় কি কাজে ব্যবহার হয় না তাহলে উত্তর দেওয়াটা সহজ।
কম্পিউটার ছাড়া উন্নত বেবস্থাপনা,উৎপাদন,গবেষণা, টেলিযোগাযোগ, প্রকাশনা কল্পনা করা যায় না।
কম্পিউটারকে ব্যবহার করা যায় সকল কাজে সকল স্থানে।
মুলতঃ মানুষ তার কাজের উন্নয়নের জন্য কম্পিউটারকে কাজে লাগায়। এর ব্যবহারে প্রতিটি কাজ হয়ে পড়ে নির্ভর ও গতিশীল। তাই দিন দিন কম্পিউটারের ব্যবহার বেড়েই চলছে।
নিচে কম্পিউটারের বিভিন্ন ধরণের ব্যবহার উল্লেখিত হলঃ- অফিস বেবস্থাপনা (In office Management) শিল্প ক্ষেত্রে (In Industry Sector) মুদ্রণ শিল্পে (In Printing Industry) যোগাযোগ ব্যবস্থায় (In Communication) চিকিৎসা ক্ষেত্রে (In Medical Sector) গবেষণায় (In Research) ব্যাংকিং জগতে (In Banking) আদালত (In Court) সামরিক ক্ষেত্রে (In Defence Sector) অর্থবাজারে (In Billing System) কৃষি ক্ষেত্রে (In Agriculture) সংস্কৃতি ও বিনোদনে (In Cultures and Recreation) তথ্য পরিসংখ্যানে (In Information Statistics) ডিজাইনে (In Design) আবহাওয়ার পূর্বাভাসে (In Weather Forecast) এক কথায় কম্পিউটার ব্যবহৃত হয় সর্বত্র। আমাদের জীবন যাত্রা কম্পিউটার ভিত্তিক। বাসার পড়ার ঘর, ভিডিও লাইব্রেরী,অফিস,ডিপার্টমেন্ট সেন্টার ও হোটেল থেকে শুরু’ করে সর্ব খেত্তে কম্পিউটার ব্যবহার দিনকে দিন অবিশ্বাস্য গতিতে বেড়ে চলেছে।
পরের পর্বের জন্য অপেক্ষা করুন।।।। এবার আলোচনা করব "কম্পিউটার কিভাবে কাজ করে"।।।।। Goood Bye
এই টিউনগুলো আগে প্রকাশিত হয়ঃ http://hamwap.com এ
আমি হুজাইফা হ্যাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।