খুব সহজে যেকোনো ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করুন

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমি ও ভাল আছি।

আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। অনেক সময় আমরা যেকোন ওয়ার্ড ফাইল কিংবা ওয়েব পেইজকে পিডিএফ ফরম্যাটে সেইভ করতে চাই। আমি ব্যক্তিগত ভাবে প্রায় সময় এ কাজ করি। কিন্তু ভাল কোনো সফটওয়্যার না পাবার কারণে আমি এ কাজটি করতে পারতাম না। আমি এর আগে এ কাজের জন্য যত সফটওয়্যার ব্যবহার করেছি তাতে দেখা গেছে পিডিএফ করার পর ছবি কিংবা বাংলা ফন্ট ভেঙ্গে যেত। সবশেষে অনেক খোজাখোজির পরে একটি ভাল মানের সফটওয়্যার পেলাম যার নাম "Do PDF"

এ টিউনটি পড়ে আপনারা যেকোন ওয়ার্ড ফাইল কিংবা ওয়েব পেইজকে পিডিএফ ফরম্যাটে সেইভ করতে পারবেন। এমনকি বাংলা লেখাও হুবহু থাকবে কোথাও কোনো সমস্যা হবেনা, এমনকি  কোনো মাইক্রোসফট ওয়ার্ড এর ছবিরও কোনো সমস্যা হবেনা। মানে যেভাবে ফাইলটি লিখা আছে ঠিক সেভাবেই পিডিএফ এ রূপান্তরিত হবে। একবার টিউনটি পড়লেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

প্রথমে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

তারপর সফটওয়্যারটি ইন্সটল করুন।

এখন যে ফাইলটি পিডিএফ করতে চান সেটি ওপেন করুন। (আমি এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেছি)

এরপর কী-বোর্ড থেকে ctrl+P বা মাউসের মাধ্যমে প্রিন্ট এর কমান্ড দিন।

প্রিন্ট ডায়ালগ বক্স আসলে আপনার প্রিন্টারের বদলে Do PDF সিলেক্ট করুন। (চিত্রে দেখানো হয়েছে)

Do PDF সিলেক্ট করলে নিচের চিত্রের মত ডায়ালগ বক্স আসবে। Browse এ ক্লিক করে আপনি এ পিডিএফটি কোথায় সেভ করতে চান দেখিয়ে দিন। এবার লাল চিহ্নিত স্থান গুলোতে কাজ করে ওকে চাপুন।

ব্যাস আপনার কাজ শেষ।

আশা করি সবাই কাজটি করতে পেরেছেন। কোনো সমস্যা হলে টিউমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ সবাইকে।

আইটি সম্পর্কিত যেকোন সাহায্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন

Level 0

আমি রাহিন আহমদ। Founder & Tutor, MR IT Solutions BD, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। প্রযুক্তি সম্পর্কে নিজে যতটুকু জানি তা অন্যদের মধ্যে শেয়ার করতে এবং নতুন কিছু শিখতে ভাল লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস