আস সালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ?
আজ নিয়ে আসলাম আমার Macrium Reflect নিয়ে করা তিনটি পর্বের শেষ পর্ব।
এই পর্ব তারাই বুঝতে পারবেন যারা আমার আগের ২ পর্ব পড়েছেন।
যদি না পরে থাকেন তাহলে পড়ে নিন।
১ম পর্ব : https://www.techtunes.io/computing/tune-id/413961
২য় পর্ব : https://www.techtunes.io/computing/tune-id/414157
আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনাদের তৈরিকৃত img file থেকে আপনার PC কে Restore করবেন।
তাহলে চলুন শুরু করি।
প্রথমে আপনার PC কে বন্ধ করুন।
তারপর আপনার তে আপনার Bootable করা Pandrive or CD কে প্রবেশ করান। (যদি CD ব্যবহার করেন তাহলে PC বন্ধ করার আগেই প্রবেশ করাতে হবে।)
এবার চালু করার সময় আপনার Pandrive or CD কে Boot করান। তাহলে নিচের ছবির মতো আসবে।
এবার এখান থেকে Macrium Reflect System Recovery select করুন এবং Enter চাপুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন। এখানে Restore Tab এ যান।
এখানে সাধারণত সরাসরি Image File Select হয়ে যায়।
Add
আর যদি সরাসরি Select না হয় তাহলে এখান থেকে Browse fo an image File এ Click করুন। নিচের ছবিতে দেখুন।
এবার দেখুন একটি Browsing Window আসবে এখান থেকে আপনার img করা File টি কে Select করে Open এ চাপুন।
আমি গত Post এ দেখিয়েছিলাম যে আমি আমার c-drive এর Backup করা File টি কে Software Drive এর Windows Backup এ img করে রেখেছিলাম।
এখন সেখান থেকেই Open করছি দেখুন নিচের ছবিতে।
এবার নিচের মতো Window আসবে এখান থেকে Restore Image এ Click করুন।
এবার নিচের মতো Window আসবে এখান থেকে Next এ Click করুন।
সব শেষে এই Window টি আসবে, এখান থেকে আপনাকে Finish এ চাপতে হবে।
এবার দেখুন Restore হচ্ছে।
Restore শেষ হলে আপনার নিবে।
এই কাজ শেষ হতে ৯ মিনিট এর মতো লাগতে পারে।
ব্যাস হয়ে গেলো Restore।
এবার আপনি আপনার PC কে একবার Windows দিয়ে আজীবন ব্যবহার করতে পাড়বেন এবং এতে আপনাকে বার বার Driver এবং আপনার প্রয়োজনীয় Software Install করতে হবে না।
এখান থেকে যদি আপনার কেও কোন যায়গায় কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই Comment করবেন।
অথবা আমাকে Facebook এ Massage করবেন।
আমার Facebook Id : Kazi Mamun
।।ধন্যবাদ।।
আমি কাজী মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বেশ উপকারী টিউন করেছেন ভাই, চালিয়ে যান, সাথেই আছি।