দয়া করে সবাই আমাকে সাহায্য করবেন

বিসমিল্লাহ্‌ রাহমানির রাহীম

প্রিয় টেকটিউন এর সবাইকে আমার ছালাম।

আসা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নাই। ভালো না থাকার কারন গুলো আমি আপনাদের বলমো। আমি টেকটিউন থেকে অনেক কিছুই শিখতে পারছি,কিন্তু বিনিময় আমি কিছুই দিতে পারি নাই,কারন আমি রেজিস্টশন করতে পারি নাই, কিন্তু এখন রেজিস্টশন করতে পারছি ধন্যবাদ টেকটিউন কর্মকর্তাদের। আমি নিয়মিত টেকটিউন ইউজ করি,, প্রথমেই সবার কাছে হেল্প চেয়ে টিউন করতেছি

প্লিজ আমাকে হেল্প করেন

এটা আমার মোডেম prolink PHS301

প্রিয় টেকটিউন

এক বছর হলো প্রায় কিনেছি এটার ওয়ারেন্টি চলে গেছে

খুব ভালো সার্ভিস দিলো এটা, আমার লেপটপ নতুন করে সেটআপ দিলাম।, টেকটিউন এ দেখলাম vipre antivirus এটা নাকি খুব ভালো তাই ইন্সটল দিলাম,আসলেই খুব ভালো, লেপটপে যতো ভাইরাস ছিলো সব ডিলেট হয়ে গেছে।তার পর আমার prolink মোডেম টা ইন্সটল করার চেষ্টা করলাম কিন্তু এন্টিভাইরাস টা অটোমেটিক কি যেনো একটা ধরলো। আমি ডিলেট বা কিছুই করি নাই,, তার পর থেকে দেখি আমার মোডেম টা আর চালু হচ্ছে না এবং কি আইকন ও দেখা যাচ্ছে না।এখন কোন সফটওয়্যার  এর মাধ্যমে মোডেম ফ্ল্যাশ করার উপায় আছে কি থাকলে আমাকে বলেন,,আমার খুব উপকার হবে।। তার পরেও আমি গুগলে সার্স করে একটা সফটওয়্যার পেয়েছি কিন্তু কাজ হচ্ছে না

প্রিয় টেকটিউন

 

 

 

এই সফটওয়ার টা আমি ডাউনলোড করেছি কিন্তু কিছুই করতে পারছি না, এটার সাথে কি আরো কোন ড্রাইভার লাগবে নাকি।,

আমি অনেক আসা করে টিউন করলাম জানি এখানে একটা উপায় পামু।

টিউনে কোন কিছু ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।এটা আমার প্রথম লেখা

🙂 প্রিয় টেকটিউন

Level 0

আমি শহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে ভাই সব কিছু পাবেন এই ওয়েবসাইট এ নতুন মোবাইল এর দাম, বাংলা ভিডিও গান, বাংলা মুভি, এন্ড্রোয়েড এপ্স, বাংলা খবর এবং যে কোনো ধরনের টিউন।
শুধু মাত্র
http://www.alistorebd.com
এখুনি ভিজিট করুন।

আমার প্রবলেম টার উপায় কি? আগে সেই টা বলেন

Level 2

আপনার মনে হয় মডেম এর অটোরান ফাইলটা এন্টিভাইরাস ভাইরাস হিসেবে ডিলিট করে দিয়েছে, মডেম ড্রাইভার Uninstall করে নতুন করে সেটাফ দিন। তার পরও না হলে কম্পিউটার নতুন করে সেটাফ দিন আশাকরি তারপর আর সমস্যা হবে না। আর vipre antivirus অবশ্যই পিসি থেকে রিমুভ করে দিন।vipre antivirus ব্যবহার না করে ফ্রি এভাস্ট রেজিট্রেশন করে ব্যবহার করুন।

    এন্টিভাইরাস টা আমি রিমুভ করে দিছি তখনি।
    আমার লেপটপে নতুন করে সেটআপ ও দিছি,কাজ হয় নি।
    আমার এক ভাইয়ের কম্পিউটার এ নিয়েও গেছিলাম।ওখানেও কোনরকম কিছু সো করে নাই।