কম্পিউটার কিভাবে চালু হয়? আপনি কিভাবে কম্পিউটার চালু করেন? কম্পিউটার চালু করতে আপনি, প্রথমে পাওয়ার কর্ডটি তে বিদ্যুৎ সংযোগ দেন তারপর কেসিংয়ের পাওয়ার বাটনে চাপ দেন। আর ওমনি কম্পিউটার নিজেই চালু হয়ে যায়।
পাওয়ার কর্ডটি তে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর পাওয়ার সাপ্লাইয়ে বিদ্যুৎ চলে আসে। পাওয়ার সাপ্লাইয়ে বিদ্যুৎ আসা মাত্র পাওয়ার সাপ্লাই
মাদারবোর্ডে বিদ্যুৎ পাঠিয়ে দেয়। মাদারবোর্ডের সাথে কম্পিউটারের সকল যন্ত্র যুক্ত। তাই যখন আপনি কেসিংয়ের পাওয়ার বাটনে চাপ দেন
তখন মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই কে নির্দেশ দেয় যেন সে কম্পিউটার চালু করতে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ মাদারবোর্ড কে সরবরাহ করে।
মাদারবোর্ড বিদ্যুৎ পাওয়ার সাথে সাথে তা সকল যন্ত্রাংশে পাঠিয়ে দেয় ফলে সকল যন্ত্র চালু হয়। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর যে যন্ত্রটি প্রথম
কাজ করতে শুরু করে সেটি হলো প্রসেসর। প্রসেসর বায়োসে থাকা নির্দেশগুলো র্যাম এ নিয়ে আসে এবং একটির পর একটি নির্দেশ পালন
করতে থাকে।
প্রথম নির্দেশ টি হলো কম্পিউটারের সব যন্ত্র জায়গামতো আছে কি না তা চেক করা, যদি থাকে তাহলে এগুলো ঠিকঠাক কাজ করে তো? যদি
কোন যন্ত্রে গোলমাল থাকে তাহলে প্রসেসর বায়োসে দেয়া নির্দেশ মতো এটি মনিটরে প্রদর্শন করে এবং পরবর্তী নির্দেশ অনুসরণ করে।
যন্ত্র চেক করা হয়ে গেলে প্রসেসর সকল ড্রাইভ চেক করতে শুরু করে কোথায় বুটলোডার আছে। আর এক্ষেত্রে ও বায়োস বলে দেয় কোনটির
পর কোনটি চেক করতে হবে। বুটলোডার হলো একটি ক্ষুদ্র সফটওয়্যার, যাতে নির্দেশ থাকে কিভাবে প্রসেসর ডিস্ক ড্রাইভ যেমন হার্ডডিস্ক বা
পেনড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম কে র্যাম এ নিয়ে আসবে। বুটলোডারে দেয়া নির্দেশ অনুযায়ী প্রসেসর যখন অপারেটিং সিস্টেম কে র্যাম এ
নিয়ে আসে তখনই আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি।
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
Download Links | ডাউনলোড লিংক
ডাউনলোড ভিডিও | সাইজ: 17 মেগাবাইট [720p]
ডাউনলোড অডিও | সাইজ: 2.5 মেগাবাইট [192 kbps]
ডাউনলোড PDF | সাইজ: 209 কিলোবাইট
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
আগের পর্বগুলো
কম্পিউটার শিক্ষা #১ কম্পিউটারের ধারণা | কম্পিউটার সম্পর্কে যারা কিচ্ছু জানে না তাদের জন্য এই ভিডিও
কম্পিউটার শিক্ষা #২ কম্পিউটার পরিচিতি | কম্পিউটার বিষয়ে যারা নতুন তাদের কাছে কম্পিউটারকে পরিচয় করাতে এই ভিডিও টিউন
কম্পিউটার শিক্ষা #৩ কম্পিউটারের পরিচয় ও গঠন
কম্পিউটার শিক্ষা #৪ কম্পিউটার কি?
কম্পিউটার শিক্ষা #৫ কম্পিউটারের ইতিহাস
কম্পিউটার শিক্ষা #৬ কম্পিউটার কেনার নির্দেশিকা | আপনি কি কম্পিউটার কেনার কথা ভাবছেন? তাহলে এই টিউনটি আপনার জন্য
কম্পিউটার শিক্ষা #৮ কম্পিউটার যেভাবে কাজ করে
আমি তাসনুভা রায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Apu 7 No. post kothai ?