কম্পিউটার শিক্ষা #৯ কম্পিউটার যেভাবে চালু হয়

কম্পিউটার শিক্ষা #৯ কম্পিউটার যেভাবে চালু হয়
কম্পিউটার শিক্ষা #৯ কম্পিউটার যেভাবে চালু হয়

কম্পিউটার কিভাবে চালু হয়? আপনি কিভাবে কম্পিউটার চালু করেন? কম্পিউটার চালু করতে আপনি, প্রথমে পাওয়ার কর্ডটি তে বিদ্যুৎ সংযোগ দেন তারপর কেসিংয়ের পাওয়ার বাটনে চাপ দেন। আর ওমনি কম্পিউটার নিজেই চালু হয়ে যায়।

কিন্তু আপনি যদি কম্পিউটার চালু হওয়ার গল্পটি একটু ভালো করে জানতে চান তাহলে শুনুন,

পাওয়ার কর্ডটি তে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর পাওয়ার সাপ্লাইয়ে বিদ্যুৎ চলে আসে। পাওয়ার সাপ্লাইয়ে বিদ্যুৎ আসা মাত্র পাওয়ার সাপ্লাই
মাদারবোর্ডে বিদ্যুৎ পাঠিয়ে দেয়। মাদারবোর্ডের সাথে কম্পিউটারের সকল যন্ত্র যুক্ত। তাই যখন আপনি কেসিংয়ের পাওয়ার বাটনে চাপ দেন
তখন মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই কে নির্দেশ দেয় যেন সে কম্পিউটার চালু করতে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ মাদারবোর্ড কে সরবরাহ করে।

মাদারবোর্ড বিদ্যুৎ পাওয়ার সাথে সাথে তা সকল যন্ত্রাংশে পাঠিয়ে দেয় ফলে সকল যন্ত্র চালু হয়। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর যে যন্ত্রটি প্রথম
কাজ করতে শুরু করে সেটি হলো প্রসেসর। প্রসেসর বায়োসে থাকা নির্দেশগুলো র‌্যাম এ নিয়ে আসে এবং একটির পর একটি নির্দেশ পালন
করতে থাকে।

প্রথম নির্দেশ টি হলো কম্পিউটারের সব যন্ত্র জায়গামতো আছে কি না তা চেক করা, যদি থাকে তাহলে এগুলো ঠিকঠাক কাজ করে তো? যদি
কোন যন্ত্রে গোলমাল থাকে তাহলে প্রসেসর বায়োসে দেয়া নির্দেশ মতো এটি মনিটরে প্রদর্শন করে এবং পরবর্তী নির্দেশ অনুসরণ করে।

যন্ত্র চেক করা হয়ে গেলে প্রসেসর সকল ড্রাইভ চেক করতে শুরু করে কোথায় বুটলোডার আছে। আর এক্ষেত্রে ও বায়োস বলে দেয় কোনটির
পর কোনটি চেক করতে হবে। বুটলোডার হলো একটি ক্ষুদ্র সফটওয়্যার, যাতে নির্দেশ থাকে কিভাবে প্রসেসর ডিস্ক ড্রাইভ যেমন হার্ডডিস্ক বা
পেনড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম কে র‌্যাম এ নিয়ে আসবে। বুটলোডারে দেয়া নির্দেশ অনুযায়ী প্রসেসর যখন অপারেটিং সিস্টেম কে র‌্যাম এ
নিয়ে আসে তখনই আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি।

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+

Download Links | ডাউনলোড লিংক

ডাউনলোড ভিডিও | সাইজ: 17 মেগাবাইট [720p]
ডাউনলোড অডিও | সাইজ: 2.5 মেগাবাইট [192 kbps]
ডাউনলোড PDF | সাইজ: 209 কিলোবাইট

 

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
আগের পর্বগুলো

কম্পিউটার শিক্ষা #১ কম্পিউটারের ধারণা | কম্পিউটার সম্পর্কে যারা কিচ্ছু জানে না তাদের জন্য এই ভিডিও
কম্পিউটার শিক্ষা #২ কম্পিউটার পরিচিতি | কম্পিউটার বিষয়ে যারা নতুন তাদের কাছে কম্পিউটারকে পরিচয় করাতে এই ভিডিও টিউন
কম্পিউটার শিক্ষা #৩ কম্পিউটারের পরিচয় ও গঠন
কম্পিউটার শিক্ষা #৪ কম্পিউটার কি?
কম্পিউটার শিক্ষা #৫ কম্পিউটারের ইতিহাস
কম্পিউটার শিক্ষা #৬ কম্পিউটার কেনার নির্দেশিকা | আপনি কি কম্পিউটার কেনার কথা ভাবছেন? তাহলে এই টিউনটি আপনার জন্য
কম্পিউটার শিক্ষা #৮ কম্পিউটার যেভাবে কাজ করে

Level 0

আমি তাসনুভা রায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apu 7 No. post kothai ?

    ভাইয়া, একটু সমস্যার কারণে পর্ব ৭ আসতে কয়েকদিন (সর্বোচ্চ এক সপ্তাহ) সময় লাগবে। আপনার আগ্রহ দেখে ভালো লাগলো। ধন্যবাদ।

কিছু টা ভাল লাগলো ……………।।

Level 0

সব ই ঠিক বাট ৭ নাম্বার পোস্ট ই নাই। 😛

তবে ভাল লাগলে যে এত দিন ভাইয়াদের কেই টিউন করতে দেখতাম, আজ কোনো আপু কে করতে দেখে ভালই লাগলো বেশ!

“KEEP IT UP” 😀

পর্ব ৭ আসতে কয়েকদিন (সর্বোচ্চ এক সপ্তাহ) সময় লাগবে। 🙂 ধন্যবাদ ভাইয়া আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

Level 0

আপু আপনার উদ্যোগ খুব ই ভাল,কিন্তু খুব সংক্ষেপ,আর বিস্তারিত ভাবে বিষয়গুলো বর্ণনা করা উচিত ছিল,আশা করি পরবর্তীতে খেয়াল রাখবেন।

    ভাইয়া, আমি অনেক সময় দিয়েছি কেবল কিভাবে খুবই অল্প কথায় ও সাধারণের/নবীসদের বোধগম্য শব্দ ব্যাবহার করে এ বিষয়গুলো তুলে ধরা যায় তার জন্য। আপনি ভিডিওটি দেখলে আশা করি বিষয়টি বুঝবেন। তারপরও এডভান্সড ইউজারদের জন্য এ বিষয়টির তথ্যবহুল টিউন করার ইচ্ছে আছে পরবর্তীতে। ধন্যবাদ ভাইয়া আপনার পরামর্শের জন্য।

ভালো উদ্যোগ চালিয়ে যান।আমরা আছি সাথে।

Level New

আপু আপনার কথাগুল আমার খুব ভালো লাগে শুনতে! ১০ থেকে ১৫ বার দেখে ফেলেছি আপনার ভিডিও! =D

আপু চালিয়ে যান …………

ও হাঁ ……..

একটা Help করেন PLS….

আমার Desktop এর Configuration

Processor : Intel core i7 4790k

MO Board : Asus Maximus VII Hero

Ram : Team 16 GB DDR3 2400 Bus Overclocking

Haddi : WD 2 TB Purple

Monitor : Asus 21.5′ VX229H

Case : NZXT Lexa S 3-01

SSD: Samsung 500 GB Evo

PSU : Thermaltake 730W Smart

UPS : Prolink 1200 VA Line

CPU Hydro Cooler : Corsair H60

এর সাথে আমি এখন একটা Graphics Card ADD করতে চাইছি । বাজেট ৫০০০০/= । আপনি কোনটা Suggest করবেন !!!!!!!!!

    nvidia ও AMD এই দুইটি প্রতিষ্ঠান ডেস্কটপ ও ল্যাপটপের গ্রাফিক্স কার্ডের চিপসেট তৈরীর জগতে শীর্ষে রয়েছে। কোনটি কার চেয়ে ভালো এ নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যাপার টা অনেক টা এরকম ম্যাক ভালো না উইন্ডোজ। আমি স্যাফায়ার ব্র‍্যান্ডের AMD কার্ড ব্যাবহার করছি। আমার কাছে এর পারফরম্যান্স ভালো না লাগায় AMD কে প্রথমেই বাদ দিয়েছিলাম। তারপরও দুই ঘন্টার বেশী সময় ধরে সার্ফিং করলাম দুটোর মধ্যে কোনটি ভালো তা বুঝতে। শেষে দেখলাম এনভিডিয়া ই ভালো হবে। আপনার জায়গায় আমি হলে আমি এনভিডিয়া জিটিএক্স ৯৮০ (NVIDIA GeForce GTX 980) কিনতাম, অন্য কোনটা না। যেহেতু আপনার বাজেটের সমস্যা নেই সেহেতু টাকা বাঁচাতে AMD না কেনাই মনে হয় ভালো। ভাইয়া যেহেতু আপনি আমার মতামত চেয়েছেন তাই আমার কাছে যেটি ভালো মনে হয়েছে সেটির কথাই বলেছি। কেনার আগে অবশ্যই নিজে যাচাই করে নেবেন।

      ঠিক আছে আপু। আমি ও তাই ই ভাবছিলাম । তবে কি !!!!!!

      ১। GTX 980 Ti
      ২। AMD R9 390X
      ৩। AMD R9
      ৪। GTX 980

      এই চার টার মধ্যে যে কোন একটি নিবই । আপনাকে ধন্যবাদ আপু 😀

        ভাইয়া আমারও first choice ছিলো GTX 980 Ti, কিন্তু আপনার বাজেট ৫০,০০০ থাকায় এটা দিইনি। আর হ্যা, রাতে সময় নিয়ে আপনার সমস্যা টা দেখবো

আপু আরও একটা বিপদে পরেছি । সমস্যা টি এই টিউন এ পোস্ট করেছিলাম । সমাধান দিতে পারলে খুবই উপকৃত হতাম । একটু কষ্ট করে দেখবেন PLS

http://www.techtunes.io/networking/tune-id/398735

apu apnake khub bhalo lage. . . kenu je ato bhalo lage bhuji na…

৭ নাম্বার পোস্ট এর অপেক্ষায় আছি তো……

    অপেক্ষা করুন ভাইয়া, নেক্সট পোস্ট হবে ৭ নাম্বার পোস্ট