কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা তৈরী করা হয়েছে যন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরণের কাজ আদায় করার জন্য। কম্পিউটার যেকোন কাজ করে
দুইটি অংশের সাহায্যে। হার্ডওয়্যার ও সফটওয়্যার। হার্ডওয়্যার হলো যন্ত্র আর সফটওয়্যার হলো একগুচ্ছ নির্দেশ।
কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার বা যন্ত্র হলো প্রসেসর। প্রসেসরের কাজ হলো এই নির্দেশগুচ্ছ থেকে একটির পর একটি নির্দেশ
পালন করা। কারণ প্রসেসর একসাথে একটি সফটওয়্যারের সব নির্দেশ পালন করতে পারে না। ঠিক যেমন আপনি লাঞ্চ বা ডিনারের সব খাবার
একসাথে মুখে পুরে দিতে পারেন না। এজন্য আপনি টেবিলে ও প্লেটে খাবারগুলো প্রথমে নিয়ে নেন। তারপর অল্প অল্প খাবার মুখের ভেতর পুরে
দেন।
একইভাবে টেবিল ও প্লেটের বদলে কম্পিউটার ব্যবহার করে র্যাম। র্যাম এর কাজ হলো সফটওয়্যারের সবগুলো নির্দেশ ধারণ করা। এবার
প্রসেসর তার প্রয়োজন অনুযায়ী র্যাম থেকে একটির পর একটি নির্দেশ নিয়ে পালন করতে থাকবে।
এই প্রক্রিয়াটি এতো দ্রুত ঘটে যে আপনি বুঝতেই পারেন না যে একটি কাজ করতে কম্পিউটার কে অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
আপনার হয়তো মনে প্রশ্ন জাঁগতে পারে, আচ্ছা র্যাম এই নির্দেশগুলো কোথা থেকে পাচ্ছে? আচ্ছা বলুন তো আপনি কোথা থেকে খাবার এনে
টেবিলে রাখছেন? কেন রান্নাঘর থেকে! একইভাবে র্যাম নির্দেশগুলো আনছে হার্ডডিস্ক থেকে।
হার্ডডিস্ক হলো রান্নাঘরের মতো ই বিশাল একটি ঘর যাতে নির্দেশগুলো স্থায়ীভাবে সঞ্চিত থাকে। নির্দেশগুচ্ছ বা সফটওয়্যারের পাশাপাশি আপনি
চাইলে যেকোন ছবি, গান, মুভি হার্ডডিস্কে স্থায়ীভাবে সঞয় বা সেইভ করে রাখতে পারেন। এখন এগুলো আর মুছে যাবে না।
খাবার খাওয়ার পর প্লেট ও টেবিল যেমন ফাঁকা হয়ে যায়, ঠিক তেমনি র্যাম এ রাখা সকল কিছু কম্পিউটার বন্ধ করার সঙ্গে সঙ্গেই মুছে যায়।
কঙ্কাল যেমন আমাদের দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গকে যুক্ত করে রেখেছে, ঠিক তেমনিভাবে মাদারবোর্ড কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একত্রে
যুক্ত করে রেখেছে। কঙ্কাল ছাড়া যেমন দেহ অচল, ঠিক তেমনি মাদারবোর্ড ছাড়া কম্পিউটার অসম্ভব।
আপনি যেমন চোঁখ, কান ও নাকের সাহায্যে বাইরের সকল কিছু দেহের অভ্যন্তরে নেন, একইভাবে মাউস ও কিবোর্ডের সাহায্যে কম্পিউটার
তাঁর সকল নির্দেশ গ্রহণ করে। শরীর ও মনের সকল অনুভূতি যেমন মুখমন্ডলে প্রকাশ পায়, ঠিক তেমনিভাবে কম্পিউটারে চলমান সকল
কিছু মনিটরে দেখা যায়।
আমরা মানুষেরা যেমন দেহ ও মনের একত্রে কাজ করার ফলে বেঁচে থাকি, ঠিক তেমনি হার্ডওয়্যার ও সফটওয়্যারের একত্রে কাজ করার ফলে
কম্পিউটার তাঁর সকল কাজ সম্পন্ন করে।
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
Download Links | ডাউনলোড লিংক
ডাউনলোড ভিডিও | সাইজ: 21 মেগাবাইট [720p]
ডাউনলোড অডিও | সাইজ: 3.5 মেগাবাইট [192 kbps]
ডাউনলোড PDF | সাইজ: 223 কিলোবাইট
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
আগের পর্বগুলো
কম্পিউটার শিক্ষা #১ কম্পিউটারের ধারণা | কম্পিউটার সম্পর্কে যারা কিচ্ছু জানে না তাদের জন্য এই ভিডিও
কম্পিউটার শিক্ষা #২ কম্পিউটার পরিচিতি | কম্পিউটার বিষয়ে যারা নতুন তাদের কাছে কম্পিউটারকে পরিচয় করাতে এই ভিডিও টিউন
কম্পিউটার শিক্ষা #৩ কম্পিউটারের পরিচয় ও গঠন
কম্পিউটার শিক্ষা #৪ কম্পিউটার কি?
কম্পিউটার শিক্ষা #৫ কম্পিউটারের ইতিহাস
কম্পিউটার শিক্ষা #৬ কম্পিউটার কেনার নির্দেশিকা | আপনি কি কম্পিউটার কেনার কথা ভাবছেন? তাহলে এই টিউনটি আপনার জন্য
আমি তাসনুভা রায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ata akta tune holo