তাসনুভা রায়া'র পক্ষ থেকে আপনাকে স্বাগতম।
এই ভিডিওতে কম্পিউটার কি তা খুবই সহজভাবে বর্ণনা করা হয়েছে। এটি হলো কম্পিউটার শিক্ষা কোর্সের চতুর্থ পর্ব।
মূল স্ক্রীপ্ট:
~~~~~~~~~~~~~~
কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা তৈরী করা হয়েছে যাতে করে মানুষ তাঁর প্রয়োজনীয় কাজ যন্ত্রের সাহায্যে আদায় করতে পারে। যন্ত্রের সাহায্যে কাজ আদায় করার জন্য মানুষ যন্ত্রকে এমনভাবে একটির পর একটি নির্দেশ দেয় যাতে করে যন্ত্র তা বুঝতে পারে এবং সঠিকভাবে নির্দেশিত কাজ সম্পন্ন করতে পারে।
একটি কাজ করার জন্য যন্ত্রকে অনেকগুলো নির্দেশ দেয়া লাগে। এই কাজটি যখন আবারো করতে হয় তখন আবারো যন্ত্রকে একই রকম অনেকগুলো নির্দেশ দেয়া লাগে। তাই মানুষ ভাবলো একই কাজ করার জন্য বারবার এতগুলো নির্দেশ না দিয়ে সবগুলো নির্দেশকে একটির পর একটি সাজিয়ে লিখে এই সাজানো নির্দেশগুচ্ছকে যন্ত্রে সেইভ করে রাখলে একই কাজ করার জন্য বারবার আর কষ্ট করে নির্দেশগুলোকে লিখতে হয় না। এবার একই কাজ করতে কেবল সাজানো নির্দেশগুচ্ছ যন্ত্রকে দিয়ে দিলেই হলো, ব্যাস। যন্ত্র একটির পর একটি নির্দেশ পালন করবে।
এই সাজানো নির্দেশগুচ্ছ কে বলা হয় সফটওয়্যার বা অ্যাপিক্যাশন। আর যন্ত্রকে বলা হয় হার্ডওয়্যার। হার্ডওয়্যার ও সফটওয়্যার এই দুইয়ে মিলে কম্পিউটার। হার্ডওয়্যার ব্যাতীত সফটওয়্যার যেমন অচল ঠিক তেমনিভাবে সফটওয়্যার ব্যাতীত হার্ডওয়্যার নিষ্প্রাণ।
অপারেটিং সিস্টেম হলো একটি কম্পিউটারের প্রধান সফটওয়্যার। এটি ছাড়া কম্পিউটার চলতে পারে না। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স হলো সর্বাধিক জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
অপরদিকে প্রসেসর হলো কম্পিউটারের প্রধান যন্ত্র, যা কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ। তাছাড়া রয়েছে মাদারবোর্ড, র্যাম ও হার্ড ডিস্ক। এই চারটি হলো কম্পিউটারের মূল যন্ত্র। মাদারবোর্ড হলো একটি সার্কিট বোর্ড যাতে কম্পিউটারের সকল যন্ত্রাংশ যুক্ত থাকে।
র্যাম ও হার্ডডিস্কের কাজ হলো তথ্য ধারণ করা। যতক্ষন কম্পিউটার চালু থাকে, ঠিক ততক্ষনই র্যাম তথ্য ধারণ করে। কম্পিউটার বন্ধ হলে র্যাম এ সঞ্চিত তথ্য মুছে যায়। কিন্তু হার্ডডিস্ক এ তথ্য সঞ্চিত থাকে স্থায়ীভাবে। অর্থাৎ হার্ডডিস্ক এ সঞ্চিত তথ্য কখনো মুছে যায় না।
মনিটর দেখতে অনেকটা টেলিভিশনের মত। কম্পিউটারে চলমান সকল কিছু মনিটরে দেখা যায়। কিবোর্ড ও মাউস ব্যাবহৃত হয় হার্ডওয়্যারকে নির্দেশ দেয়ার কাজে।আজকাল আঙুল এর স্পর্শ, মুখনি:সৃত শব্দ এবং চোখের ইশারায় হার্ডওয়্যারকে নির্দেশ দেয়া হচ্ছে।
বিভিন্ন আকার ও আকৃতির কম্পিউটার রয়েছে। যেমন- স্মার্টফোন, ট্যাবলেট, ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার ও সুপার কম্পিউটার। এরা সবাই একই শরীরে ভিন্ন ভিন্ন চেহারা মাত্র। আর্থৎ স্মার্টফোন যা ট্যাবলেটও তা, ডেস্কটপ যা ল্যাপটপও তা, পার্থক্য শুধু চেহারায় মানে আকার ও আকৃতিতে এবং কার্যক্ষমতায় তথা শক্তিতে।
কম্পিউটার আজকাল আমাদের জীবনকে এমনভাবে প্রভাবিত করছে যা হয়তো মানুষ কখনো কল্পনা ও করেনি।
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
Download Links | ডাউনলোড লিংক
ডাউনলোড ভিডিও | সাইজ: 22 মেগাবাইট [1080p]
ডাউনলোড অডিও | সাইজ: 4 মেগাবাইট [256 kbps]
ডাউনলোড PDF | সাইজ: 226 কিলোবাইট
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
আমি তাসনুভা রায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদিও শিক্ষামূলক টিউন কিন্তুু এখন কিন্তুু সবাই advance level এ 😛