একটি ভাইরাস সমস্যার সমাধান (যারা জিপি নেট এর টিউন থেকে আক্রান্ত হয়েছেন তাদের জন্য)

টেকটিউনস এর আমি একজন নিরব ভিসিটর। খুব একটা টিউন করা হয়ে ওঠেনা। কিন্তু আজ অনেকটা বিরক্ত হয়েই টিঊন করলাম। যদি কারোর উপকার হয়...

 

ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণঃ

১ - টিউনার ও ভিসিটরদের প্রতি টেকটিউনস অ্যাডমিন প্যানেলের অবহেলা।

২ - আমাদের অতি লোভ। যার কারণে আমরা আনট্রাস্টেড সফটওয়্যার ইন্সটল দেই।

 

যারা আক্রান্ত হয়েছেনঃ

যারা জিপি ফ্রি নেটের আশায় এই টিউন টা অনুসরণ করেছেনঃ https://www.techtunes.io/internet/tune-id/387234

আজ আমার পুরা ৩ ঘন্টা ব্যয় হয়েছে। হোসনে মোবারক (সম্ভাবত ফেক নাম, ইউসার নেমঃ tasmirkhan) 👿 👿 👿 ভাইকে এখন গালাগাল দিব না ধন্যবাদ দিব তা ঠিক করতে পারতেছিনা, যদিও সারাদিন গালাগাল দিয়েছি। তবে এজন্য আজ কিছু শিখলাম। (সব কিছুরই কিছু ভাল দিক আছে 🙂 🙂 :-))।

আক্রান্ত হওয়ার লক্ষনঃ

১ - "ফায়ার ফক্স" ও "ইন্টারনেট এক্সপ্লরার" এর হোম পেজ একটি প-র্ণ সাইটের মাধ্যমে পরিবর্তন হওয়া (প্রতি স্টার্ট আপ এ)।

২ - প্রতি ৪ মিনিট পরপর ডিফল্ট ব্রাউজারে ৫ টি ট্যাবে প-র্ণ সাইট ওপেন হওয়া।

 

প্রতিকারঃ

আমি সাধারনত এন্টিভাইরাস ব্যবহার করিনা, কম্পিউটার স্লো হয়ে যায়। তার পরও সমস্যায় পরার পর Kasparsky ইন্সটল দিয়েছি, যদি সমাধান হয়। কিন্তু এন্টিভাইরাস এটা ধরতে পারেনা।

পরে অনেক চেস্টা করার পর সমাধান পেলাম। এখন আমাদের যা করতে হবেঃ

১ - প্রথেমে "C" ড্রাইভে (মানে যেখানে উইন্ডোজ ইন্সটল দেয়া আছে) যেয়ে উইন্ডোজ ফল্ডারের মধ্য থেকে নিচে উল্লেখিত ৪ টা ফাইল ডিলেট করতে হবে।

** update.bat,   ** checkdisk.bat,   ** regedit.bat  এবং **04 - Don 2 - Dushman Mera [www.DJMaza.Com].mp3

*** শেষের ফাইল ট সম্ভাবত একটা গান, শুনে দেখতে পারেন। 😆  😆  😆

২ - তারপর cmd.exe ওপেন করে (অবশ্যই Run as administrator) নিচের কমান্ড গুলো পর্যায়ক্রমে অ্যাপ্লাই করতে হবে। (cmd অন করতে স্টার্ট মেনুতে cmd লিখে সার্চ করুণ)। (স্টার চিনহ বাদ দিতে হবে)।

**  schtasks /delete /tn "Windows Error Reporter" /f

** schtasks /delete /tn "SystemUpdate" /f

** schtasks /delete /tn "System Check" /f

প্রত্যেক ক্ষেত্রে একটি সাকসেস মেসেজ দিবে, ব্যাস কাজ শেষ।

 

বিদ্রঃ  উল্লেখিত টিউন টাতে টিউমেন্ট ক্লোজ করা। এবং ওইটা এখনো হোম পেজে ঝুলতেছে। টেকটিউনস এর লেজি আডমিনরা এর কোন বাবস্থা নিবে বলে মনে হয় না। তাই নিজেদের সাবধান হতে হবে।

*** সর্বশেষে নিজে যাচাই না করে টিউন করা থেকে বিরত থাকুন। এতে নিজেদেরই ক্ষতি।

এখন আর টেকটিউনস এ আসতে মনে চায় না। আসি শুধু কিছু মান সম্মত টিউনার এর জন্য। (এর কারন সবারই জানা)

 

কোন সমস্যায় পরলে টিউমেন্টে জানাবন। সমাধান দেয়ার চেস্টা করব।

Level 0

আমি SyedMaruf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার তো সমস্য হয়েছিল। সিস্টেম ব্যকআপ সেটাপ দিয়ে ছিলাম এখন আর নেই। আমার সাইট http://inboxok.com

    আমিও এই সমস্যা মুখোমুখি হয়েছিলাম। আমার Laptop Windows দেওয়ার পর সমাধান হয়েছে। আর কোন সমস্যা নেই। কাউকে টাকা না দিয়ে অথবা সময় নষ্ট না করে Windows দেন ১০০% সমস্যা সমাধান হবে।

Vy,,amr to windows dte hoice..!!!!!!!!!……..

আমার ও সমস্যা হয়েছিল। নিজেই ঠিক করেছি। ভাবছিলাম টিউন করবো। ভালই হল

টিউন : https://www.techtunes.io/windows/tune-id/387334
ভাই উপরোক্ত টিউনে একজন ভাই নাম তার রেজাউল করিম সে কমেন্ট করেছে :
”হেহেহে… যারা যারা এইটা করবেন তাঁদের PC’র সব ড্রাইভ ফরমেট করা হবে। :3 আর এইটা করেও লাভ নাই। Malware Bios এ ইঞ্জেক্ট করা হইসে। Windows সেটাপ দিলেও সমস্যা থাকবে। 🙂

সমাধান এর জন্য ইমেইল করুনঃ [email protected]

এটার মানে বুঝলাম না????

    মোঃ রাশেল ভাই এর ইমেইল দেয়ার উদ্দেশ্য টাকা ইনকাম করার। এজন্য এরকম লিখেছে । এতই যদি পারত তাহলে আমার আগে রেজাউল করিম টিউন করত। এরা আসলে টিটিএর ভাইরাস লোক । আপনি SyedMaruf এর টিউন দেখতে পারেন হতেও পারে । আমি ট্রাই করি নাই । আমি যে টিউন করেছি সেভাবে আমি 100% সমাধান পেয়েছি ।আমার টিউন ও দেখতে পারেন । এটা আপনার ইচ্ছে

আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক দিন আগে থেকে এই সম্যসায় ভুগছিলাম।আমি এই ভাইরাসে আক্রান্ত হইয়েছিলাম TrickBD থেকে।তাই আপনার পোষ্টটা TrickBD দিলাম কিছু মনে করেন না।

    Level 0

    সমস্যা নেই, কিছু মনেও করবনা। তবে ক্রেডিট টা দিয়েন।

SyedMaruf vai post ta dakhe aste paren kamon hoyese.. http://trickbd.com/window-pc/35821

    হেহেহে… যারা যারা এইটা করবেন তাঁদের PC’র সব ড্রাইভ ফরমেট করা হবে। :3 আর এইটা করেও লাভ নাই। Malware Bios এ ইঞ্জেক্ট করা হইসে। Windows সেটাপ দিলেও সমস্যা থাকবে। 🙂

    আরেকটা কথা, এইটা আমার Malware প্রজেক্ট না। এইটা just অটোসার্ফ প্রজেক্ট। টেকটিউনস এর ৭০% মানুষ আমার অন্য একটা ম্যালওয়্যার এ আক্রান্ত। আমি যেইসব একাউন্ট থেকে পোস্ট করি সেইগুলাও হ্যাকড। xD আমার নাম তাসমির খান না, Rezaul Karim ও না, আমি আবাল না in fact. :3

    Have a good day. 🙂

Level New

system restore dilei clean hoya jaibo……..হোসনে মোবারক (tasmir khan)….ekta bastard….orma cilo prostitute.

    btw, tumare kivabe shayesta kora jay seita ami dekhbo. 🙂 Alright?

      Level 0

      উপরের গালিটা আপনার জন্য একবারে পারফেক্ট। নিজে যে গাধা এইটা বারবার প্রমান করার কি আছে। নিজেকে প্রটেক্ট করে তারপর অন্য জনের টা দেখেন……… যতোসব………

যদি আপনি সেই হন ।তাহলে রেযাউল কারিম আপনি একটা গাঁদা । জানি এটা আপনার আসল নাম না ।তাও আপনি একটা বলদ ।জানি আপনি এই কমেন্ট না ও পরতে পারেন তাও আপনি একটা আবুল ।জানি নিজেকে আনেক বড় মানের কি জানি মনে করেন তাও আপনি একটা মফিজ । 🙂

thanks Maruf vy. tune ta onk upoker korlo.

Level 0

SyedMaruf vai, apnke onek onek dhonnobad. onek opokar korlen. thanks.

এইজন্যেই এইসব আবালীয় ফ্রি নেট টাইপের পোস্ট সবসময় এড়িয়ে যাই। অতি লোভ বিপদজনক। এছাড়া ভিজিটরেরা যদি ওই স্প্যামারের দেওয়া সফটগুলো ভাইরাসটোটালে স্ক্যান করে নিতো, তাহলে মনে হয়না এই সমস্যায় পড়তে হতো।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টা নিয়ে টিউন করার জন্য।আমি অনেক চেষ্টা করার পরেও এই সমস্যার সমাধান করতে না পারায় শেষে(মনে মনে শত শত বাংলা গালা গালি দিয়া) windows septup করে দিসি তবে future এ কাজে লাগবে।আর জারা এই ধরনের ফাইল সেয়ার করে তাদের জন্য তিব্র নিন্দা জানাই আর সাথে টিটির এডমিন এবং মডারেটর দেরকেও।এদের সকলের জন্যই টিটি এখন ফালতু একটা সাইটে পরিনত হচ্ছে এবং হয়ে গেচে।

যারা ভাইরাস ছড়ায় এই গুলারে পিটিয়া টিটি থেকে বাহির করে দেওয়া উচিত।