টেকটিউনস এর আমি একজন নিরব ভিসিটর। খুব একটা টিউন করা হয়ে ওঠেনা। কিন্তু আজ অনেকটা বিরক্ত হয়েই টিঊন করলাম। যদি কারোর উপকার হয়...
ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণঃ
১ - টিউনার ও ভিসিটরদের প্রতি টেকটিউনস অ্যাডমিন প্যানেলের অবহেলা।
২ - আমাদের অতি লোভ। যার কারণে আমরা আনট্রাস্টেড সফটওয়্যার ইন্সটল দেই।
যারা আক্রান্ত হয়েছেনঃ
যারা জিপি ফ্রি নেটের আশায় এই টিউন টা অনুসরণ করেছেনঃ https://www.techtunes.io/internet/tune-id/387234
আজ আমার পুরা ৩ ঘন্টা ব্যয় হয়েছে। হোসনে মোবারক (সম্ভাবত ফেক নাম, ইউসার নেমঃ tasmirkhan) 👿 👿 👿 ভাইকে এখন গালাগাল দিব না ধন্যবাদ দিব তা ঠিক করতে পারতেছিনা, যদিও সারাদিন গালাগাল দিয়েছি। তবে এজন্য আজ কিছু শিখলাম। (সব কিছুরই কিছু ভাল দিক আছে 🙂 🙂 :-))।
আক্রান্ত হওয়ার লক্ষনঃ
১ - "ফায়ার ফক্স" ও "ইন্টারনেট এক্সপ্লরার" এর হোম পেজ একটি প-র্ণ সাইটের মাধ্যমে পরিবর্তন হওয়া (প্রতি স্টার্ট আপ এ)।
২ - প্রতি ৪ মিনিট পরপর ডিফল্ট ব্রাউজারে ৫ টি ট্যাবে প-র্ণ সাইট ওপেন হওয়া।
প্রতিকারঃ
আমি সাধারনত এন্টিভাইরাস ব্যবহার করিনা, কম্পিউটার স্লো হয়ে যায়। তার পরও সমস্যায় পরার পর Kasparsky ইন্সটল দিয়েছি, যদি সমাধান হয়। কিন্তু এন্টিভাইরাস এটা ধরতে পারেনা।
পরে অনেক চেস্টা করার পর সমাধান পেলাম। এখন আমাদের যা করতে হবেঃ
১ - প্রথেমে "C" ড্রাইভে (মানে যেখানে উইন্ডোজ ইন্সটল দেয়া আছে) যেয়ে উইন্ডোজ ফল্ডারের মধ্য থেকে নিচে উল্লেখিত ৪ টা ফাইল ডিলেট করতে হবে।
** update.bat, ** checkdisk.bat, ** regedit.bat এবং **04 - Don 2 - Dushman Mera [www.DJMaza.Com].mp3
*** শেষের ফাইল ট সম্ভাবত একটা গান, শুনে দেখতে পারেন। 😆 😆 😆
২ - তারপর cmd.exe ওপেন করে (অবশ্যই Run as administrator) নিচের কমান্ড গুলো পর্যায়ক্রমে অ্যাপ্লাই করতে হবে। (cmd অন করতে স্টার্ট মেনুতে cmd লিখে সার্চ করুণ)। (স্টার চিনহ বাদ দিতে হবে)।
** schtasks /delete /tn "Windows Error Reporter" /f
** schtasks /delete /tn "SystemUpdate" /f
** schtasks /delete /tn "System Check" /f
প্রত্যেক ক্ষেত্রে একটি সাকসেস মেসেজ দিবে, ব্যাস কাজ শেষ।
বিদ্রঃ উল্লেখিত টিউন টাতে টিউমেন্ট ক্লোজ করা। এবং ওইটা এখনো হোম পেজে ঝুলতেছে। টেকটিউনস এর লেজি আডমিনরা এর কোন বাবস্থা নিবে বলে মনে হয় না। তাই নিজেদের সাবধান হতে হবে।
*** সর্বশেষে নিজে যাচাই না করে টিউন করা থেকে বিরত থাকুন। এতে নিজেদেরই ক্ষতি।
এখন আর টেকটিউনস এ আসতে মনে চায় না। আসি শুধু কিছু মান সম্মত টিউনার এর জন্য। (এর কারন সবারই জানা)
কোন সমস্যায় পরলে টিউমেন্টে জানাবন। সমাধান দেয়ার চেস্টা করব।
আমি SyedMaruf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার তো সমস্য হয়েছিল। সিস্টেম ব্যকআপ সেটাপ দিয়ে ছিলাম এখন আর নেই। আমার সাইট http://inboxok.com