কম্পিউটারে গুরুত্বপূর্ন কাজ করছেন, হঠাৎ বিদ্যূৎ চলে গেছে, আপনার সব কষ্ট মাটি হয়ে গেল, এই টিউন টি দেখুন আশা করি আপনার কষ্ট আর মাটি হবে না।

আস-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। যাই হোক,অনেকে অনেক ভালো ভালো টিউন করেছেন। আমার কাছে সবার টিউন ভালো লাগে। অনেক দিন পর ফিরে এলাম আমার তৃতীয় টিউন নিয়ে।আমার টিউন আপনাদের ভালো লাগবে কিনা জানিনা তবে সব সময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।আর ভুল হলে ক্ষমা করবেন।আর আমি বিশেষ ভাবে দু:খিত যদি টিউনি পূর্বে টেকটিউনসসে প্রকাশিত হয়ে তাকে।আর টিউনটি যারা জানেন না শুধু তাদের জন্য।

আজ আমি অাপনাদের সাথে যে বিষয় টি শেয়ার করব সেটা হল হাইবারনেট।হাইবারনেট বলতে আমি যা বুঝি, একটা কম্পিউটার রানিং অবস্থায় সাময়ীক বিরতি দিয়ে কোন প্রকার অ্যানার্জি (পাওয়ার) খরচ না করে পুনরায় কাজ করা যায় এমন ব্যবস্থা।

মনে করেন আপনার একটা কম্পিউটার  আছে যেটা দিয়ে আপনি অনেক কাজকর্ম চালান। কেউ একজন আপনাকে 2000লাইনের একটা কোডের দায়ীত্ব দিল, অথবা আপনাকে বেশ বড় সড় একটা ব্যানার ডিজাইনের কাজ দিল, অথবা আপনাকে 10পৃষ্ঠার একটা লেখা কম্পোজ করতে দেয়া হল। আর  আমার মত কম্পিউটার নির্যাতনকারীদের মত একজন। মানে যতটা প্রোগ্রাম থাকবে সবক’টা রানিং না করলে পেঠের ভাত হজম হয়না। হঠাৎ করে বিদ্যূৎ চলেগেলে আপনার সবক’টা ডকোমেন্ট সেভ করে ক্লোজ করতে গেলে UPS এর চার্য ফুরিয়ে যাবে এমতাবস্থায় আপনার কম্পিউটার এর ডাটা যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে আবার কম্পিউটার বন্ধ থাকবে, এই বন্ধ অবস্থাকে আমি হাইবারনেট বুঝি।

কিভাবে

আপনি Windows, বন্টু, পেঙ্গুইন  যা কিছুই ব্যবহার করেন না কেন আপনি এই সুবিধা অবশ্যই পাবেন। একটু ধৈর্য ধরে আমাকে সময় দিন দেখি আপনার জন্য কিছু করতে পারি কি না।আর যারা টিউনটি ভাল ভাবে বুঝে উঠতে পারছেন না তাদের জন্য নিচে ভিডিও টিউটিরিয়াল দেওয়া হল দেখে নিবেন।

Windows 7

আপনি যদি windows 7 ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে নীচের ধাপ গুলো অনুসরণ করতে হতে পারে। ষ্টার্ট মেনুতে ক্লিক করে CMD Administrtaor মোডে অপেন করে
powercfg.exe /hibernate on
লিখে এন্টার চাপুন ব্যাস আপনার কাজ শেষ এবার Exit করে বেরিয়ে আসুন। এবার পাওয়ার অপশনে দেখুন Hibernate নামে কোন অপশন পান কি না যদি পেয়ে থাকেন আপনার কপাল ভালো নতুবা আপনার মেশিনে ড্রাইভার গুলো একবার দেখে নিন, প্রয়োজন হলে আপডেট দিয়ে দিন।

Windows 8

আপনি যদি Windows 8, ব্যবহারকারী হয়ে থাকলে আপনাকে প্রথমে ঝামেলা করে নিতে হবে যাতে আর জামেলা পোহাতে না হয় প্রথমে MY Computer এ গিয়ে ফাকা জায়গায় রাইট ক্লিক করে Properties এ যেতে হবে তারপরে বামপাশের নীচের দিকে see Also এর আন্ডারে Performance information And Tools এ যেতে হবে, তারপরে উপরের বাম দিকে adjust Power Settings এ যেতে হবে, তারপরে উপরের বাম দিক থেকে Chose Whats the power Buttons do নামক অপশনে যেতে হবে তার পরে Change settings that are currently unavailable অপশনে ক্লিক করে নীচের দিক থেকে Hibernate অপশনটা মার্ক করে দিন। এবার পাওয়ার অপশনে দেখেনতো Hibernate নামে কিছু দেখতে পান কি না? যদি পেয়ে থাকেন তাহলে আপনি সফল, নতুবা আবার চেষ্টা করে দেখতে হবে।

Ubuntu

আপনি ডেবিয়ানের যে কোন ডিষ্ট্রো ব্যবহারকারী হয়ে থাকলে আপনাকে একটু পরিশ্রম করে টার্মিনালটা (CTRL+ALT+T) খুলতে হবে তারপরে লিখতে হবে
sudo pm-hibernate
তারপরে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলে হয়ে যাবে।

 ভিডিও

 বিঃ দ্রঃ টিউনটি ভাল করে বুঝার জন্য ভিডিও টি দেখবেন।

ভিডিওটি ভাল লাগলে চেনেলটি Subscribe করতে ভুলবেন না।

টিউনটি পূর্বে এই ব্লগে প্রকাশিত।

আমাকে পাবেন ফেইসবুকে।      “ধন্যবাদ”

 

Level 0

আমি নোমান আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবি প্রয়োজনীয় একটা পোষ্ট, ধন্যবাদ।
আপনার এই তথ্য প্রযুক্তি ঞ্জান শেয়ার করুন আমাদের সাথেও

http://e-mestori.com

10 এ হবেনা?

8.1 a ki vabe korboo

এমন একটা কিছু আমি খুজতেসিলাম কিছুদিন দরে..
ধন্যবাদ আমার উপকারে আসবে আপনার টিউন্টি। 🙂

আমার টাই বলছে এই সুবিধা নেই

ভাই ১০ এর ফিচারটা আমার জানা নেই।

ভাই ১০ এর নিয়ম টা আমার জানা নেই।