আস-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। যাই হোক,অনেকে অনেক ভালো ভালো টিউন করেছেন। আমার কাছে সবার টিউন ভালো লাগে। অনেক দিন পর ফিরে এলাম আমার তৃতীয় টিউন নিয়ে।আমার টিউন আপনাদের ভালো লাগবে কিনা জানিনা তবে সব সময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।আর ভুল হলে ক্ষমা করবেন।আর আমি বিশেষ ভাবে দু:খিত যদি টিউনি পূর্বে টেকটিউনসসে প্রকাশিত হয়ে তাকে।আর টিউনটি যারা জানেন না শুধু তাদের জন্য।
আজ আমি অাপনাদের সাথে যে বিষয় টি শেয়ার করব সেটা হল হাইবারনেট।হাইবারনেট বলতে আমি যা বুঝি, একটা কম্পিউটার রানিং অবস্থায় সাময়ীক বিরতি দিয়ে কোন প্রকার অ্যানার্জি (পাওয়ার) খরচ না করে পুনরায় কাজ করা যায় এমন ব্যবস্থা।
মনে করেন আপনার একটা কম্পিউটার আছে যেটা দিয়ে আপনি অনেক কাজকর্ম চালান। কেউ একজন আপনাকে 2000লাইনের একটা কোডের দায়ীত্ব দিল, অথবা আপনাকে বেশ বড় সড় একটা ব্যানার ডিজাইনের কাজ দিল, অথবা আপনাকে 10পৃষ্ঠার একটা লেখা কম্পোজ করতে দেয়া হল। আর আমার মত কম্পিউটার নির্যাতনকারীদের মত একজন। মানে যতটা প্রোগ্রাম থাকবে সবক’টা রানিং না করলে পেঠের ভাত হজম হয়না। হঠাৎ করে বিদ্যূৎ চলেগেলে আপনার সবক’টা ডকোমেন্ট সেভ করে ক্লোজ করতে গেলে UPS এর চার্য ফুরিয়ে যাবে এমতাবস্থায় আপনার কম্পিউটার এর ডাটা যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে আবার কম্পিউটার বন্ধ থাকবে, এই বন্ধ অবস্থাকে আমি হাইবারনেট বুঝি।
কিভাবে
আপনি Windows, বন্টু, পেঙ্গুইন যা কিছুই ব্যবহার করেন না কেন আপনি এই সুবিধা অবশ্যই পাবেন। একটু ধৈর্য ধরে আমাকে সময় দিন দেখি আপনার জন্য কিছু করতে পারি কি না।আর যারা টিউনটি ভাল ভাবে বুঝে উঠতে পারছেন না তাদের জন্য নিচে ভিডিও টিউটিরিয়াল দেওয়া হল দেখে নিবেন।
powercfg.exe /hibernate on
sudo pm-hibernateটিউনটি পূর্বে এই ব্লগে প্রকাশিত।
আমি নোমান আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবি প্রয়োজনীয় একটা পোষ্ট, ধন্যবাদ।
আপনার এই তথ্য প্রযুক্তি ঞ্জান শেয়ার করুন আমাদের সাথেও
http://e-mestori.com