কেমন আছেন সবাই। বোধায় ভালোই। আপনার অ্যান্ড্রয়েড পুরাতন ? পুরাতন না হলেও ললিপপ অ্যান্ড্রয়েড ভার্শন এর মজা নিতে চান ? অসুবিধা নাই আপনার কম্পিউটারেই ইন্সটল করে নিন অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। চলুন শুরু করা যাক।
চাইলে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন এখান থেকে।
প্রথমেই এই ফাইল গুল ডাউনলোড করে নিন।
ডাউনলড হলে এবার "Unetbootin-windows-613.exe" ফাইলটি অন করে ছবিতে চিহ্নিত জায়গাটিতে ক্লিক করুন।
এবার আমার দিয়া android-x86-5.0alpha.iso টি সিলেক্ট করে open করুন।
এবার Type অপশনে গিয়ে Hard Disk সিলেক্ট করে OK সিলেক্ট করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন
Reboot Now সিলেক্ট করুন
এবার আপনার কম্পিউটার রিস্টার্ট হবে এবং অন হবার সময় এমন এক স্ক্রীন শো করবে।
UNetbootin সিলেক্ট করুন। Down Arrow বাটন এ চাপ মারলেই সাদা জিনিসটি UNetbootin এর অপর আসবে এবার Enter বাতন চাপ মারুন।
কাজ শেষ। এবার আপনি আপনার কম্পিউটার এ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ এর মজা নিন।
কোনো অসুবিধা হলে এই ভিডিও টি দেখতে পারেন।
ধন্যবাদ
New Features
আমি আমি যোনিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই ভার্সন টি Core 2 Due পিসিতে সাপোর্ট করবে?