অ্যান্ড্রয়েড পুরাতন অসুবিধা নাই, কম্পিউটারে ইন্সটল করে নিন অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ

কেমন আছেন সবাই। বোধায় ভালোই। আপনার অ্যান্ড্রয়েড পুরাতন ? পুরাতন না হলেও ললিপপ অ্যান্ড্রয়েড ভার্শন এর মজা নিতে চান ? অসুবিধা নাই আপনার কম্পিউটারেই ইন্সটল করে নিন অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। চলুন শুরু করা যাক।

চাইলে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন এখান থেকে।

 

প্রথমেই এই ফাইল গুল ডাউনলোড করে নিন।

ডাউনলড হলে এবার "Unetbootin-windows-613.exe" ফাইলটি অন করে ছবিতে চিহ্নিত জায়গাটিতে ক্লিক করুন।

এবার আমার দিয়া android-x86-5.0alpha.iso টি সিলেক্ট করে open করুন।

এবার Type অপশনে গিয়ে Hard Disk সিলেক্ট করে OK সিলেক্ট করুন।

কিছুক্ষণ অপেক্ষা করুন

Reboot Now সিলেক্ট করুন

এবার আপনার কম্পিউটার রিস্টার্ট হবে এবং অন হবার সময় এমন এক স্ক্রীন শো করবে।

UNetbootin সিলেক্ট করুন। Down Arrow বাটন এ চাপ মারলেই সাদা জিনিসটি UNetbootin এর অপর আসবে এবার Enter বাতন চাপ মারুন।

কাজ শেষ। এবার আপনি আপনার কম্পিউটার এ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ এর মজা নিন।

কোনো অসুবিধা হলে এই ভিডিও টি দেখতে পারেন।

ধন্যবাদ

New Features

  • Silent mode added after missing on Android 5.0
  • General improvements in system stability
  • Improved RAM management
  • Fixes for sudden app closures
  • Improved battery management
  • Excessive consumption of network devices when used Wi-Fi fixed
  • Issues with wireless connections fixed
  • Problems with Okay Google function solved
  • Notifications problems solved
  • Some sound problems experience [sic] by certain devices fixed
  • Other improvements and changes
  • Changes in the Material Design color palette (after users complaints, possibly for a higher version though)

Level New

আমি আমি যোনিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ভার্সন টি Core 2 Due পিসিতে সাপোর্ট করবে?

প্রিয়তে নিলাম, কাজে লাগবে, ধন্যবাদ, সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য।

প্রিয়তে রাখলাম ভাই

আমার কিছু প্রশ্ন :
1। এটি কোন ড্রাইভে ইনষ্টল হবে??
2। এপিকে কিভাবে ইনষ্টল দিবো??
3। মডেম দিয়ে নেট চালানো যাবে কিনা??
আশা করি প্রশ্নগুলোর সমাধান দিবেন..

ভাইয়া আমি ডাউনলোডের অফশন পাই না।প্লিজ ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দিবেন

Ad fly তে স্কিপ এড দেয়ার পরে আর কিছু হয় না।প্লিজ একটা একটা করে ডাইরেক্ট লিঙ্ক দিবেন

modem use ta aktu details janale upokrito hotam.

ধন্যবাদ। প্রিয়তে নিয়ে নিলাম। পরে কাজে লাগবে।

আমি কিছুদিন পূর্বে ব্যবহার করেছিলাম। খুব ভালো লাগলো। তবে এইভাবে আপনি ইনস্টল দিলে আপনি আপনার পিসি তে হোয়াটসাপ, ইমু এরকম কিছু সফটওয়্যার সাপোর্ট করে না। তারপর ও ভালো লাগ্লো। ধন্যবাদ।

দয়া করে বলে, যে এত মেগাবাইট খরচ করে যেই জিনিসটা নামাবো, সেইটা bluestaks এর থেকে কতটা ভাল???

ডাউনলোড করে রাখলাম, পরে চেস্টা করবো 🙂

ভাই Android তো install দিলাম কিন্তু app তো install করতে পারছি না, হেল্প করুন।

ভাই Android তো install দিলাম কিন্তু app তো install করতে পারছি না, । কোন ফাইল ম্যানেজার ই তো আসে না, হেল্প করুন।

    Level New

    আমারও এই অবস্থা। ফাইল ম্যানেজার খুঁজে পাচ্ছিনা। কেও একটু সাহায্য করুন।