পিসি বা ল্যাপি কে রাখুন সুপার স্পীডী, অতিরিক্ত সফটওয়ার ছাড়াই বুদ্ধিতে কিছু সমস্যার সমাধান

আমাদের অনেকেরই কাছে পিসি বা ল্যাপটপ বা নোটবুক আছে, কিন্তু দেখা যায় বেশীরভাগেরই কনফিগারেশন ভালো না। ভারী কোনো সফটওয়্যার ব্যবহার করলেই ল্যাগ করা শুরু করে। যেমন ২ জিবি র্যামই বেশী দেখা যায়, ১ জিবি ওয়ালা পেন্টিয়াম 4 ব্যবহার কারীও কম নয়। ফটোশপ বা ব্লুস্ট্যাকস এর মতো সফটয়্যার গুলো ব্যবহার করলে  কিছুক্ষণ পর প্রচুর ল্যাগ করে। তাই চেষ্টা করতে হবে যতটা পারা যায় পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করতে হবে। কারন, পোর্টেবল সফটওয়্যার গুলো শুধুমাত্র ব্যবহারের সময় র্যাম ব্যবহার করতে পারে, অন্য সময় নয়।

তাই আপনি ভারী সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারছেন নির্বিঘ্নে। আবার সি ড্রাইভ ছাড়াই অন্য যে কোন ড্রাইভে  ইনস্টল দিতে পারছেন। পোর্টেবল সফটওয়্যার গুলোর লাইসেন্স জনিত সমস্যা বা একটিভেশন সমস্যা থাকে না। নিচে কিছু সমস্যার সধান দেয়া আছে যা আপনার র্যাম এর ব্যবহার অনেকটা বাচিয়ে দেবে।আর চাইলে আপনি ফাইল কপি করে পেনড্রাইভে করে অন্য যে কোন মাধ্যমে ব্যবহার করতে পারে, ফলে পাসওয়ার্ড জনিত সমস্যা যেমন থাকবে না তেমনি আপনিও থাকবেন সুরক্ষিত।

একাধিক ব্রাউজারের সমাধানঃ আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন না। ফায়ারফক্স আপনার অনেক পছন্দের। শুধু আপনারই নয়, অনেকেরই অনেক পছন্দের ফায়ারফক্স। আপনি আবার দরকারে ক্রোম ব্যবহার করেন। ফলে আপনার পিসিতে চাপ পড়ে অনেক বেশী। তাই আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করেন আর বাকী ক্রোম ব্রাউজার বা সাফারী বা অপেরা অথবা সী মানকি পোর্টেবল ব্যবহার করেন, তাহলে আপনার পিসির বা ল্যাপীর উপর চাপ পড়বে অনেক কম। সঙ্গে পাচ্ছেন লেটেস্ট ভার্সনে আপডেটের সুবিধা।

 

পিডিএফ রিডারঃ এমন কেউ কি আছেন, যার পিসিতে বা ল্যাপীতে পিডিএফ রিডার নেই? আশা করি এমন একজনকেও খুজে পাবো না। এটি একটি অত্যাবশ্যকীয় সফটওয়্যার। আর পিডিএফ রীডার মানেই আমরা অ্যাডোব রিডার কে বুঝি যা ইনস্টল করার পর ১২০+ এম্বি যায়গা দখল করে নেয়। এটি আমি মনে করি যেহেতু পড়া ছাড়া অন্য তেমন কোনো কাজে লাগে না, তাই এর জন্য এতোটা ভারী সফটওয়্যার না দিলেও চলে। এক্ষেত্রেও আমি বলবো পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করতে। অ্যাডোব ছাড়াও ফক্সিট রিডার অনেকেই ব্যবহার করেন, কিন্তু আমি সাজেস্ট করবো অন্য একটি রিডার।এটি হলো ‘সুমাত্রা’। এর পোর্টেবল ভার্শন আছে। সাইজ মাত্র ২ এম্বি আর ইন্সটল করার পর মাত্র ৫ এম্বী যায়গা দখল কর।

অফিস প্রোগ্রামগুলোর সমাধানঃ আপনার যদি মাইক্রোসফট অফিসে লেখালেখি ছাড়া সেরকম কোনো কাজ না থাকে তাহলে আমি বলবো আপনি, অফিস প্রোগ্রাম ৭,২০১০,২০১৩,২০১৬ ব্যবহার না করে অফিস ২০০৩ ব্যবহার করুন। কারণ এগুলো প্রচুর যায়গা দখল করে থাকে। কি, আমি কেনো এতোটা ব্যাকডেটেড চিন্তা করছি? আসলে অফিস প্রোগ্রামগুলো লেখালেখি ছাড়া অন্য কাজে আসছে না, তাই অফিস ২০০৩ এ ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট এর সাধারন কাজগুলো করা যায়, হয়তো ফিচার কম বা বেশী। সমস্যা নেই, আপনার যদি কোনো কাজে লেটেস্ট ফিচার এর প্রয়োজন হয় তার ব্যাবস্থাও আছে। মাইক্রোসফট অনলাইনেই আপনার জন্য লেটেস্ট অফিস এর ব্যাবস্থা রেখেছে। কোনো একাউন্ট ছাড়াই আপনি অফিস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ারপয়েন্ট এর কাজ অনলাইনেই বিনামূল্যে করতে পারবেন। তাহলে কেনো এতো ভারী সফটওয়্যার আপনার পিসিতে রাখবেন? অবশ্য কিছু পোর্টেবল সফটওয়্যার আছে বিকল্প হিসেবে, কিন্তু আমরা অফিস প্রোগ্রামে মাইক্রোসফট ছাড়া বুঝি না।, তাই সেগুল দিলাম না। কারো লাগলে টিউমেন্টে জানাবেন।

ওয়েব ডিজাইনার  বা ডেভেলপারদের জন্যঃ অনেকেই যথেষ্ট টাকা খরচ করে ওয়েব ডিজাইন শিখছেন, তাই হয়তো পিসিটাকে আপগ্রেড করা হয় নি। আপনি ও নিতে পারেন পোর্টেবল নোটপ্যাড++, কালার পিকার বা সার্ভারগুল যেমন ফাইলজিলা।

ইউটিলিটি সফটওয়্যারঃ পিসিতে বিভিন্ন ধরনের ইউটিলিটি সফটওয়্যার দরকার হয়, যেমন প্লেয়ার, কনভার্টার, ডাউনলোডার, অভ্র, ক্লিনার, আনইনস্টলার ইত্যাদি। এগুলো সবসময়ই পোর্টেবল পাওয়া যায়। তাই র্যাম কেনো নষ্ট করবেন, যতো পারেন র্যাম বাচান।

অনললাইনে সমাধানঃ কিছু কিছু ওয়েব সাইটে আমরা আমদের কাজগুলো করে নিতে পারি। যেমন আমি আগেই বলেছি মাইক্রোসফট তাদের ওয়েবে অফিস এর লেটেস্ট প্রোগ্রাম বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিচ্ছে। ছোটখাটো কিছু এডিটের কাজ করতে পারেন অনলাইনে। ইউটিউব থেকে ডাউনলোডের কাজ ও করেন অনেকেই অনলাইনে। কোনো কাজ অনলাইনে করতে চাইলে গুগলে সার্চের আগে লিখুন online…..  যেমনঃ online photo editor, online photo resizer, online youtube downloader, online video converter, online viewer, online logo designer, online favicon maker  ইত্যাদি, আশা করি আপনার কাংখিত ফলাফল পাবেন।

কোথায় পাবো আর কে দিবে পোর্টেবল সফটওয়্যারঃ জ্বী, এতোক্ষন তো অনেক গ্যাজাইলাম আপনার র্যাম বাচানোর বিভিন্ন উপায় নিয়ে,  কিন্তু কোথাও তো লিংক দিলাম না। কারন, সব সফটওয়্যার পাবেন এই পোর্টেবল এপ ডিরেক্টরীতে। উপরে বর্নিত সফটওয়্যার গুলো ছাড়াও ডিরেক্টরী থেকে খুজে নিন আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো। শুধুমাত্র ডাউনলোড করুন আর ইনস্টল করুন, অতিরিক্ত ঝামেলা থেকে বাচুন। ছবিতে ক্লিক করলেই আপনার কাংখিত ওয়েবসাইটে চলে যাবেন।

এই লম্বা টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। কোনো সমস্যা থাকলে বা অভিযোগ থাকলে টিউমেন্টে জানাতে পারেন।

চাইলে যোগ দিতে পারেন ফেসবুক গ্রুপে।

 

টিউনটি প্রথম প্রকাশ আমার নতুন ব্লগে, চাইলে ঘুরে আসতে পারেন।  

“আসুন সবাই কপি-পেস্ট বর্জন করি, আর প্রয়োজনে কপি-পেস্ট করলে যথাযথ ক্রেডিট দেই।”

 

 

 

 

Level 0

আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজিলা ডাউনলোড করলাম…….পোর্টেবল ব্যবহার করে দেথি কেমন হয়।

    ভালোই হবে, আমিও ব্যাবহার করি, কম ক্রাশ করে তুলনামূলক। প্রথম টামেন্টের জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবান আপনাকে ।মহা মূল্যবান টিউন আবারো ধন্যবান আপনাকে

Level 0

অ-নে-ক ধন্যবাদ…. জানা বিষয়টাকে আবারো মনে করিয়ে দেয়ার জন্য।

    আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু সময়ের স্রোতেও অনেক কিছু হারিয়ে যায়। টামেন্তের জন্য ধন্যবাদ, বেসিক আলী।

কাজের পোস্ট। অনেক ধন্যবাদ।

আগে কোথায় ছিলেন আপনাকে ই তো আমি খুজি অনেক কাজে লাগবে আপনাকে ধন্যবাদ দিতে হবে না দিলে হয় না

    ভালো লাগলো আপনার টামেন্ট, মাসুম ভাই। আসলে ব্যাপারটা অনেকের জানা, তাই ভাবলাম আবার টিউন করে আবার কেউ কপিরাইট আইনে যেনো না ফেলে। আপনাদের টামেন্ট আমার ভবিষ্যৎ টিউনের অনুপ্রেরণা।

Nice Tune.I am waiting for your next tune.

খুব ভালো লাগলো টিউন টা পড়ে

সুমাত্রা টা নিলাম, এই সম্বন্ধে আপনি যে কথাটা বলেছেন সেটা আমি বুঝলাম যে সত্যি পিডিএফ রিডার পড়াতেই লাগে আমার।

Bro, evabei notun kichu shikte amader help korben pls… ei tune’ti khubi valo hoyeche, thanks bro… favourite tune’a add kore raklam…