আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
সকল প্রসংশা মহান সত্তা আল্রাহ তায়লার জন্য যিনি আমাদের সুস্থ্য রেখেছেন। এরাবিক টাইপিং নিয়ে ধারাবাহিক টিউনের এটি চতুর্থ। সবাইকে আমন্ত্রন জানাচ্ছি আজকের বিষয়ে।
আমাদের আজকের বিষয়- ইলাস্টেটরে যেভাবে আরবি লিখবেন।
অনেকেই আমাকে টিউমেন্ট, মেইল এবং গ্রুপে রিকোয়েস্ট করেছেন যে, এ বিষয়ে একটি টিউন করার জন্য। তাই আজকে সে বিষয়ে একটু দিকনির্দেশনা দেয়ার চেষ্টা করব ইন শা আল্লাহ।
যদি আপনি Arabic Design এ Interested হন, তাহলে আমার ইতোপূর্বে টিউন করা টিউনগুলো দেখতে ভুলবেন না। কারণ সেগুলো যদি আপনি না জানেন তাহলে এ বিষয়টি অসুন্দর রয়ে যাবে।
পূর্বের টিউনগুলো দেখুন-
দুটি কথা: আমরা মুসলিম বিধায় আমি আশা করতে পারি যে, আপনার আরবির উপর সম্মুখ জ্ঞান থাকবে। সেটুকুন জ্ঞান কাজে লাগিয়ে আপনি হয়ে যেতে পারেন একজন এরাবিক ডিজাইনার।
Adobe Photoshop এর আরবি লেখা যায় সবাই জানেন। কিন্তু সে লেখা দিয়ে ডিজাইন করা যায় না। কারণ সেখানে ফন্টগুলো Background এর সাথে মিশে একাকার হয়ে যায়।
আপনি যদি ইলাস্টেটরে আরবি টাইপ শিখতে গিয়ে কখনো সময় ব্যয় করে থাকেন, তাহলে জেনে থাকবেন ইলাস্টেটরে আরবি সরসরি লিখার কোন অপশন নেই। যদি আরবি ডিজাইন করতে হয় তাহলে অন্য একটি টুল এর সাহায্য নিতে হবে। সেটি হলো Inpage যারা Arabic Designer তারা এটিই ব্যবহার করে। এর ব্যবহার Ms. Word এর মতই।
Inpage Software টি এখান থেকে ডাউনলোড করে নিন।
এটা নিয়ে আমি একটি ভিডিও টিউটরিয়াল করেছি। যদি বিষয়টি অস্পষ্ট মনে হয় তাহলে দেখতে পারেন। এখানে
এটা নিয়ে আমি একটি ভিডিও টিউটরিয়াল করেছি। যদি বিষয়টি অস্পষ্ট মনে হয় তাহলে দেখতে পারেন।
Video Link: https://youtu.be/XmA7suscTwQ
Than Welcome all-time to visit my blog
আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
جزاك الله خيرا