আসসালামু আলাইকুম ওয়ারাহহমাতুল্লাহ
টিউনটি লিখতে বসেছি আজ পবিত্র মাহে রমজানের তৃতীয় দিন। ভাবুন যদি আপনি পবিত্র কোরআন এর দুটি আয়াত লিখে তার অনুবাদসহ অনলাইনে থাকা অন্য ভাইদের সাথে শেয়ার করেন। আর যদি সাওয়াব হাসিলের নিয়্যাত থাকে। অবশ্যই আপনি এর প্রতিদান মহান আল্লাহ তায়ালার কাছে পাবেন। চলুন তাহলে শিখে ফেলি How to type Arabic in your Computer.
আজকের পর্বে আরমা শিখব:
How to Type in Microsoft Office and other application without Illustrator or Graphics Software.
যেসকল সফটওয়্যারে Arabic True Type .ttf সাপোর্ট করে সেগুলোতে কিভাবে আরবি টাইপ, স্টাইল, ফরমেটিং করা যায় এগুলো শিখব।
সেরকম একটির Application হচ্ছে Ms. Word
তাহলে Ms. Word এ একটি Blank Page খুলুন।
আপনার Task Bar এর ডান পার্শে থাকা Language bar থেকে Arabic Saudia Arabia নির্বাচন করুন।
এবার Alignment ঠিক করুন। অর্থাৎ বাম এলাইন এ আছে এটাকে ডান এলাইনে করুন। সহজ পদ্ধতি হলো- Ctrl+left-Shift (প্রথমে Ctrl চেপে ধরে left Shift চেপে ছেড়ে দিন) ব্যাস হয়ে গেল।
Keyboard Layout:
Arabic Keyboard Layout টি ইংলিশ এর মত। এতে বাংলা বিজয়ের মত অতিরিক্ত অক্ষর নেই। যেমন আমরা বাংলায় দেখি J=ক/খ। নিম্নের চিত্রের মত Layout টি Practice করে শিখে নিন।
Arabic Typing প্রাক্টিস করার জন্য Arabic Typing Game টি আপনার সহযোগীতা করবে।
Arabic Typing Gameটি এখান থেকে Download করে নিন।
সাথে VC++ Redistribution 2010 সেটাপ করে নিতে হবে।
(সর্বমোট 14 MB)
Install করার পর Create এ ক্লিক করে User Login তৈরি করুন। এবার Login নাম আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। >> Typing >> Start তর পর স্ক্রীনে যে অক্ষরগুলো দেখছেন উপরের Arabic Layout অনুযায়ী টাইপ করতে থাকুন।
বেশ কিছুদিন এভাবে প্রাক্টিস করতে থাকুন।
You are invited to visit my Blog site
আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Illustrator এ কিভাবে আরবী টাইপ অথাব ওয়ার্ডে লিখে কিভাবে Illustrator এ নিয়ে যাবো? আমি ওয়ার্ডে লিখে নিয়ে কপি করলে এগুলো ভেঙ্গে যায়।