আসসালামু আলাইকুম ওয়ারাহহমাতুল্লাহ
টিউনটি লিখতে বসেছি আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। সারা দিন চিন্তা করছি একটি ভাল টিউন করব। অবশেষে বির্ধারণ করলাম আজকে Arabic Typing এর উপর টিউন লিখব। ভাবুন যদি আপনি পবিত্র কোরআন এর দুটি আয়াত লিখে তার অনুবাদসহ অনলাইনে থাকা অন্য ভাইদের সাথে শেয়ার করেন। আর যদি সাওয়াব হাসিলের নিয়্যাত থাকে। অবশ্যই আপনি এর প্রতিদান মহান আল্লাহ তায়ালার কাছে পাবেন। চলুন তাহলে শিখে ফেলি How to type Arabic in your Computer.
কাজ করার আমাদের Arabic Typing environment তৈরি করতে হবে। আমি এখানে চিত্রসহ দেখাব কিভাবে Arabic configuration করবেন।
সাধারণত আমরা তিন ধরনের Operating System ব্যবহার করি। যেমন Windows XP, 7, 8-10 প্রথমেই দেখে নিন যারা Windows XP ব্যবহার করছেন তারা কিভাবে আপনার Computer এ Arabic configuration করবেন।
আপনার Computer এ Start Menu হয়ে Control Panel এ যান >> নিচের চিত্রটি দেখুন
Regional and Language Option এ যান >> নিচের চিত্রটি দেখুন
অথবা এভাবেও থাকতে পারে Clock, Language and Region এবার Add a Language এ ক্লিক করুন।
Languages > Details >> Settings >>> Add
General >> Tab এ থাকাবস্থায় নিচের দিকে ডান পার্শে Add Button এ ক্লিক করুন।
Country সেট করে দিয়ে Arabic Saudia Arabia 101 নির্বাচন করুন।
সবশেষে Apply আর Ok দিয়ে বেরিয়ে আসুন। এবার আপনার Task Bar এর ডান দিকে Date and Clock এর বাপ পাশ্র্বে নতুন একটি Option পাবেন। যদি সব ঠিক থাকে তাহলে Arabic Saudia Arabia পাওয়া যাবে। আর যদি এই বারটি না দেখায় তাহলে বুঝতে হবে কোথাও ভুল হয়েছে তাই পুনরায় দেখে চেষ্টা করুন। প্রয়োজনে Computer Restart করে নিতে পারেন।
এবার চলুন দেখি কিভাবে Arabic Type করবেন। Ms. Word এ একটি Blank Page খুলুন। Task Bar থেকে Arabic Saudia Arabia নির্বাচন করুন। আর লিখুন >>
أعوذ بالله من الشيطان الرجيم ، بسم الله الرحمن الرحيم ، الحمد لله رب العلمين
আগামী পর্বে আমরা দেখার চেষ্টা করব কিভাবে সহজ পদ্ধতিতে Arabic Type করা যায়। আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
The post written by Me So not to claim যদি উপকারী হয় তাহলে আমার Blog এ ঘুরে আসার আমন্ত্রণ রইল।
আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খোব ভাল লাগল
আপনার ফেবু আইডি টা দেন এড দিব।
পরের পোস্টের জন্য অপেক্ষায় রয়লাম।