কিভাবে আপনার কম্পিউটার এর যে কোন ইমেইজ ভিডিও, অডিও ফাইল /ফোল্ডার/ হাইড করবেন এবং হাইড করা ফাইল শো করাবেন। লিখিত + ভিডিও টিউটোরিয়াল।

আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভাল আছি। প্রিয় ভিজিটর আমি আজকে আপনাদের দেখাব কিভাবে আপনার কম্পিউটার এর যে কোন ইমেইজ ভিডিও, অডিও ফাইল /ফোল্ডার/ হাইড করবেন এবং হাইড করা ফাইল শো করাবেন। এই পদ্ধতিতে আপনি ছাড়া আপনার ফাইল কেউ দেখতে পাবেনা। এটি একটি বেটার পদ্ধতি। তো চলুন শুরু করি।

computer tips
hide folder from computer
  • প্রথমে আপনি যেই ফাইল হাইড করা তে ছান সেই ফাইল এর উপর মাউস রেখে Right বাটানে ক্লিক করুন। >> properties সিলেক্ট করুন Hidden এ টিক দিয়ে apply তে ক্লিক করুন। এবার দেখু আপনার ফাইলটি হাইড হয়ে গেছে।
  • এবার দেখুন কিভাবে হাইড করা ফাইল শো করাবেন।
  • প্রথমে Strat মেনুতে ক্লিক করুন>> সার্চ করুন show hidden file এবং ক্লিক করুন
  • এখন দেখুন Don’t show hidden files, folder, or Drives লেখার পাশে ঠিক চিহ্ন দেয়া আছে। আপনি show hidden files, folder, or Drives এ টিক দিন। এখন দেখুন আপনার হাইড করা ফাইল আবার দেখাইতেছে।
  • এবার আগের মত করে ফাইল এর উপর ক্লিক করুন>> properties এ ক্লিক করুন। >> hidden থেকে টিক মার্ক তুলে দিয়ে apply করুন।
  • বুঝতে না পারলে ভিডিও দেখুন https://www.youtube.com/watch?v=pI10Yh1epLI
  • ব্যাস আপনার কাজ শেষ। এভাবে আপনি আপনার গোফন ছবি, ভিডিও, অডিও ফাইল অর ড্রাইভ হাইড করে রাখতে পারবেন।
  • টিউন পূর্বে প্রকাশিত http://www.seobanglabd.blogspot.com
  • আমার সকল ভিডিও এখানে পাবেন todycomputerandroidtips.blogspot.com
  • প্রিউ ভিজিটর আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে এই টিউন এখানেই শেষ করছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
  • ফেসবুক পেইজ http://www.facebook.com/seobanglabd
  • নিয়মিত ভিডিও আপডেট পেতে subscribe করুন ইউটিউবে।

Level 0

আমি মোঃ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস