আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভাল আছি। প্রিয় ভিজিটর আমি আজকে আপনাদের দেখাব কিভাবে আপনার কম্পিউটার এর যে কোন ইমেইজ ভিডিও, অডিও ফাইল /ফোল্ডার/ হাইড করবেন এবং হাইড করা ফাইল শো করাবেন। এই পদ্ধতিতে আপনি ছাড়া আপনার ফাইল কেউ দেখতে পাবেনা। এটি একটি বেটার পদ্ধতি। তো চলুন শুরু করি।
প্রথমে আপনি যেই ফাইল হাইড করা তে ছান সেই ফাইল এর উপর মাউস রেখে Right বাটানে ক্লিক করুন। >> properties সিলেক্ট করুন Hidden এ টিক দিয়ে apply তে ক্লিক করুন। এবার দেখু আপনার ফাইলটি হাইড হয়ে গেছে।
এবার দেখুন কিভাবে হাইড করা ফাইল শো করাবেন।
প্রথমে Strat মেনুতে ক্লিক করুন>> সার্চ করুন show hidden file এবং ক্লিক করুন
এখন দেখুন Don’t show hidden files, folder, or Drives লেখার পাশে ঠিক চিহ্ন দেয়া আছে। আপনি show hidden files, folder, or Drives এ টিক দিন। এখন দেখুন আপনার হাইড করা ফাইল আবার দেখাইতেছে।
এবার আগের মত করে ফাইল এর উপর ক্লিক করুন>> properties এ ক্লিক করুন। >> hidden থেকে টিক মার্ক তুলে দিয়ে apply করুন।
আমি মোঃ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।