কম্পিউটারে বহুল ব্যাবহারিত কিছু প্রয়োজনীয় সফটওয়্যার

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন, আজ আমরা আপনাদের সামনে আপনার কম্পিউটারের ব্যাবহারিত কিছু প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে আলোচনা করব। যে গুলো দিয়ে আপনি অনেক কাজ করে থাকেন আপনার কম্পিউটারে। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে আসি ঝটপট সেই সফটওয়্যার গুলো

অফিস প্রোগ্রাম

হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা আপনার পিসির অফিস প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। কম্পিউটারে আফিস প্রোগ্রামে ব্যাবহারিত সফটওয়্যার এর ভিতর আছে Microsoft Office, OpenOffice.org, AbiWord, Jarte, Notepad++ , EditPad Lite সাধারনত আমার জানা মতে কম্পিউটারে এই অফিস  সফটওয়্যার গুলো ব্যাবহার হয় যে গুলো দিয়ে আপনি নানা ধরনের কাজ করে থাকেন

কম্পিউটার সিকিউরিটি

বন্ধুরা আপনি যদি আপনার কম্পিউটারকে ক্ষতিকর ভাইরাস থেকে মুক্ত রাখতে চান তাহলে অবশ্যই আমার মনে হয় আপনি কম্পিউটার সিকিউরিটি ব্যাবহার করে থাকেন। নানা ধরনের কম্পিউটার সিকিউরিটি বাজারে পাওয়া যায় এর ভিতর আছে  avast! 4 Home Edition, AVG Anti-Virus, Comodo Firewall, McAfee SiteAdvisor, SpyCatcher Express, StartupMonitor, SuperStorm Freeware, Windows Defender, HijackThis, Zone Alarm বন্ধুরা এইসব কম্পিউটার সিকিউরিটি দ্বারা আপনি আপনার কম্পিউটার কে নিরাপদ রাখতে পারবেন

ডেস্কটপ ম্যানেজমেন্ট

ডেস্কটপ ম্যানেজমেন্ট বলতে আপনার পিসির সকল কিছু সিস্টেম অনুযায়ী চালানো করা আপনি আপনার ডেস্কটপকে নানা ভাবে চালাতে পারেন কিছু দরকারি সফটওয়্যার দিয়ে যেমন এর ভিতর আছে Google desktop, Yahoo Desktop, TweakUI, Pretty run, RoboForm, AutoHotkey, Keepass safe, Clipomatic সহ আরো বেশ কিছু ডেস্কটপ ম্যানেজমেন্ট সফটওয়্যার

ব্রাউজার

আপনার কম্পিউটারে যখন ইন্টারনেটে ব্যাবহার করবেন নানা কিছু জানবার কিংবা করার জন্য তখন আপনাকে অবশ্যই অনেক অনেক ওয়েবসাইটে যেতে হবে জানার জন্য আর এর জন্য আপনাকে একটা না একটা ব্রাউজার ব্যাবহার করতে হবে, আর ইন্টারনেট জগতে আছে বেশ কিছু ওয়েব ব্রাউজার এর ভিতর আছে Internet explorer, Mozilla Firefox, google chrome, Opera, Crazy browser সহ বেশ কিছু ইন্টারনেট ওয়েব ব্রাউজার

ভিডিও এবং অডিও প্লেয়ার

কম্পিউটার এ যখন আপনি মাল্টি মিডিয়ার কাজ করবেন তখন আপনাকে বেশ কিছু এই রিলেটেড সফটওয়্যার ব্যাবহার করতে হবে। আপনার কম্পিউটারে ভিডিও দেখার এবং অডিও শুনার জন্য যে সকল সফটওয়্যার আছে তার ভিতর উল্লেখ যোগ্য হল, Audacity এটা একটা রেকর্ডিং এবং সাউন্ড এডিটিং সফটওয়্যার, Media Monkey এটা একটা মিউজিক ম্যানেজার, CDex এটা একটা রেকর্ড অডিও ট্র্যাকর, Winamp এটা একটা মাল্টিমিডিয়া প্লেয়ার

বন্ধুরা যে সকল সফটওয়্যার আপনার কম্পিউটারে আপনি ব্যাবহার করবেন সেগুলো নানা ধরনের হয়ে থাকবে যে গুলো আপনার প্রয়োজন হবে সে গুলো আপনি ব্যাবহার করবেন যে গুলো এখানে আমি উল্লেখ করলাম এ গুলো বহুল ব্যাবহারিত আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আর নয় আগামিতে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন

ধন্যবাদ !

Level 0

আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস