অনেক সময় অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করা দরকার হয়ে পড়ে। কিন্তু এখন রিসাইকেল বিন থেকে রিমুভ করা, শিফট ডিলিট করা এমনকি ফরম্যাট করার পরও সেই ফাইল রিকভারি সফটওয়্যার এর সাহায্যে ফিরিয়ে আনা সম্ভব হয়।
তাহলে ফাইলের নিরাপত্তা কিভাবে দেবেন?
Data Shredder ব্যবহার করে ডিলিট করলে ঝুকি অনেক কমে যায়। কিন্তু এক্ষেত্রে আলাদা সফটওয়্যার প্রয়োজন হয় ফাইল ডিলিট করার জন্য।
তাই আজ দেখাব সহজ একটি পদ্ধতি। মজার ব্যাপার হচ্ছে এই পদ্ধতিতে ফাইলটি ডিলিট করার প্রয়োজনই হবে না। ফাইলটি তার যায়গায় রেখে ফাইলটির ভেতরে থাকা তথ্য গুলো মুছে দিন। ফাইলটি পরিনত হবে 0 Byte এর একটি ফাইলে। এরপর চাইলে সেটা ডিলিট করতেও পারেন না চাইলে নাও করতে পারেন। এভাবে ফাইল রেখে তার তথ্যগুলো ভেতর থেকে মুছে দিলে কেউ আর এই ফাইলের তথ্য পুনরুদ্ধার করতে পারবে না। এমনকি আপনিও না।
তাহলে দেখুন কাজটি কিভাবে করবেন।
সবাইকে ধন্যবাদ।
আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
darun. tips ta onek kajer. thankx