গোপনীয় ফাইল ডিলিট করার আগে নষ্ট করে নিন, রিকভারি সফটওয়্যারের ভয় থাকবে না

অনেক সময় অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করা দরকার হয়ে পড়ে। কিন্তু এখন রিসাইকেল বিন থেকে রিমুভ করা, শিফট ডিলিট করা এমনকি ফরম্যাট করার পরও সেই ফাইল রিকভারি সফটওয়্যার এর সাহায্যে ফিরিয়ে আনা সম্ভব হয়।

তাহলে ফাইলের নিরাপত্তা কিভাবে দেবেন?

Data Shredder ব্যবহার করে ডিলিট করলে ঝুকি অনেক কমে যায়। কিন্তু এক্ষেত্রে আলাদা সফটওয়্যার প্রয়োজন হয় ফাইল ডিলিট করার জন্য।

তাই আজ দেখাব সহজ একটি পদ্ধতি। মজার ব্যাপার হচ্ছে এই পদ্ধতিতে ফাইলটি ডিলিট করার প্রয়োজনই হবে না। ফাইলটি তার যায়গায় রেখে ফাইলটির ভেতরে থাকা তথ্য গুলো মুছে দিন। ফাইলটি পরিনত হবে 0 Byte এর একটি ফাইলে। এরপর চাইলে সেটা ডিলিট করতেও পারেন না চাইলে নাও করতে পারেন। এভাবে ফাইল রেখে তার তথ্যগুলো ভেতর থেকে মুছে দিলে কেউ আর এই ফাইলের তথ্য পুনরুদ্ধার করতে পারবে না। এমনকি আপনিও না।

তাহলে দেখুন কাজটি কিভাবে করবেন।

  • প্রথমে notepad ওপেন করুন।
  • এবার notepad এ আপনি যে ফাইলটি নষ্ট করতে চাইছেন সেটি ওপেন করুন।
  • অথবা সরাসরি করতে চাইলে যে ফাইলটি নষ্ট করতে চাইছেন সেই ফাইলের উপর রাইট ক্লিক করে open with অপশনের মাধ্যমে ফাইলটি notepad এ ওপেন করুন।
  • যেকোন ফাইলই notepad এ ওপেন হবে। অসংখ্য হিজিবিজি লেখা আর প্রতীক দেখতে পাবেন।
  • Ctrl+A চেপে সব কিছু সিলেক্ট করুন।
  • Delete বা Backspace key চেপে সব লেখা ও প্রতীক মুছে দিন।
  • এবার Ctrl+S চেপে বা মেনুবার থেকে ফাইলটি সেইভ করুন।
  • তারপর notepad থেকে বেরিয়ে যান।
  • এবার ফাইলের properties দেখুন। যত বড় ফাইলই হোক না কেন দেখবেন ফাইলটি 0 Byte এর একটি ফাইলে পরিণত হয়েছে। অর্থাৎ ফাইলের ভেতরে থাকা সকল তথ্য মুছে গিয়েছে।
    এখন ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করুন। দেখবেন ওপেন হচ্ছে না। এটি আর কখনোই ওপেন হবে না। এই ফাইলের সকল ডাটা চিরতরে মুছে গিয়েছে।
  • এখন আপনি চাইলে ফাইলটি ডিলিট করতে পারেন না চাইলে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

darun. tips ta onek kajer. thankx

পুরনো কৌশল…….তবে বহুদিন পর দেখে মনে পড়ে গেল… 🙂

ভাই আপনি জটিল কৌশল শিখালেন। আপনাকে অনেক ধন্যবাদ

আপনাদের কাজে লাগলে ভাল লাগবে।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

ব্যাপারটা জানতাম বাট আইডিয়া টা মাথায় আসেনি ।

Onek dhonnobad.

নাইছ হইছ হইছে মামা।

Level 0

ধন্যবাদ ভাই। জটিল টিপস দিয়েছেন।

Valo Laglo…Chalay Jan.

Level 0

Exceptional…thankz

awsm bro thanks..