যেভাবে আমি কোন প্রকার I Agree, Next এ ক্লিক না করেই মাত্র এক ক্লিকে ২৫ টি সফটওয়্যার ইন্সটল করি

এক এক করে I Agree আর Next বাটনে ক্লিক করে  সফটওয়্যার ইন্সটল করার ভয়ে কম্পিউটার সেট-আপ দিতে ভয় লাগত। এমন প্রায় ২০ টির বেশি সফটওয়্যার আছে যেগুলি আমার সব সময় প্রয়োজন হয়। তাই কম্পিউটার এ অপারেটিং সিস্টেম ইন্সটল করার পর, সর্ব প্রথম প্রয়োজনীয় সব Drivers আর System Updates গুলি ইন্সটল করতাম।

আর এর পরেই আসতো সেই বিরক্তিকর সময়, সফটওয়্যার ড্রাইভে থাকা সব ফোল্ডার খুজে প্রয়োজনীয় সেই সব সফটওয়্যার বাবাজীদের ইন্সটল করা। Double click > I Agree / Accept > Next > Next > Next > Finish > Start এই বাটন গুলির সাথে অনেক সময় পার করার পর, মাউস এ ক্লিক করতে ও একধরনের আলসতা বোধ করতাম।

একটা সময় এই সমস্যা থেকে মক্তি পেতে খুজতে শুরু করলাম কিভাবে  খুব সহজে ও আরামদায়ক ভাবে প্রয়জনীয় সব সফটওয়্যার ইন্সটল করা যায়। অনেক সফটওয়্যার ট্রাই ও করলাম কিন্তু মনের মত হচ্ছিলনা। যেমন একটা সফটওয়্যার আছে নাম Ninte।

Ninte দিয়ে আপনি আপনার পছন্দের সফটওয়্যার গুলি নির্বাচন করে একটা ইন্সটলার ডাউনলোড করে নিতে পারবেন

ninje select apps

Ninte Installer টি রান করলে আপনার নির্বাচন করা সেই সব সফটওয়্যার গুলি স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যাবে এবং নতুন কোন আপডেট আসলে আপডেট হয়ে যাবে।

Ninte দিয়ে ও আমার চলে যেত কিন্তু দুইটা সমস্যা ছিলঃ

১) ইন্টারনেট নির্ভর ইন্সটলার তাই সফটওয়্যার গুলি ইন্সটল করতে অবশ্যই ইন্টা্রনেট সংযোগ থাকতে হবে।

২) আমার প্রয়োজনীয় অনেক সফটওয়্যারই নেই। যোগ করার কোন উপায় ও নেই।

আপনার প্রয়োজনীয় মোটামুটি যদি বেশ কয়েকটা সফটওয়্যার থেকে থাকে আর সব সময় ইন্টারনেট সংযোগ থাকে তাহলে Ninte ইন্সটলার ডাউনলোড করে নিতে কোন প্রকার চিন্তা ভাবনার প্রয়োজন নেই।

Ninte দিয়ে কাজ মিটলো না তাই আশা ছাড়লাম না। এক সময় মাথায় একটা বুদ্ধি এলো Silent Install ফাইল তৈরি করতে পারলে বিষয়টির একটা সমাধান হবে। যেই ভাবা সেই কাজ গুগোলে সার্চ করে অনেক কয়টা সফটওয়্যার ডাউনলোড করলাম। সেগুলি নিয়ে ইক্সপেরিমেন্ট করার পর একটা সফটওয়্যার দিয়ে আমার কাজ মিটলো ঠিক যেমনটি আমি চাচ্ছিলাম।

pcfilehippo software bundle
PCFileHippo Software Bundle

সফটওয়্যারটির নাম Silent Install Builder

Download Silent Install Builder [626 KB]

Silent Install Builder ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করে নিন।

1-install silent install builder
Silent Installer Builder ইন্সটলেশন

Silent Install Builder ইন্সটল করার পর, চালু করুন। Create New Package এ ক্লিক করুন। আমি দেখিয়েছি কিভাবে CCleaner এর এক ক্লিক ইন্সটলার বানিয়েছি।

ছবিটি ফুল সাইজে দেখতে এখানে ক্লিক করুন

CCleaner (Silent Install Parameters)
CCleaner (Silent Install Parameters)

এর মাধ্যমে InstallShield, Wise, Nullsoft (NSIS) ইন্সটলার দিয়ে বানানো সব সফটওয়্যার এর কমান্ড এটাতে দেওয়া আছে তাই আপনাকে Automation script ব্যবহার না করলে ও হবে। কিন্তু আমার মতে Automation script ব্যবহার করে ইন্সটল রেকর্ড করে নেওয়াটাই ভাল মনে হয়, কারন একটা সফটাওয়্যার ইন্সটল করার সময় আমরা কিছু কিছু ফিচার আনচেক করতে চাই।

ছবিটি ফুল সাইজে দেখতে এখানে ক্লিক করুন

Ccleaner (Automation Script)
Ccleaner (Automation Script)

Automation Script রেকর্ড করতে Ctrl চেপে রেখে মাউস ক্লিক করবেন তাহলে আপনার ওই কমান্ডটি Installation Script এ যোগ হয়ে যাবে। রেকর্ড হয়ে গেলে Ctrl ছেড়ে শুরু মাউস ক্লিক করুন এবং পরের স্টেপ এ আবার Ctrl চেয়ে রেখে মাউস ক্লিক করে রেকর্ড করে নিন।

CCleaner এর জন্য যে 1 Click ইন্সটলার তৈরি করলাম সেটা এখন শুধু চালু করে Install এ ক্লিক করলেই ইন্সটল হলে যাবে। Say Good bye to I Agree and Next>Next>Next>Finish.

CCleaner 1 Click
CCleaner 1 Click

আমি দেখালাম একটা সফটওয়্যার দিয়ে, আপনারা একাকিক সফটওয়্যার দিয়ে আপনাদের 1 click Installer বানিয়ে নিন। আপনি যতগুলো সফটওয়্যার যোগ করবেন তার ওপরে নির্ভর করবে সফটওয়্যারটির টোটাল সাইজ। তাই বড় আর জটিল সফটওয়্যার গুলো বাদ দিয়ে ছোট সফটওয়্যার দিয়ে বানানোই ভাল হবে, যেমনঃ Microsoft Office, Photoshop etc. কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো Silent Installation সাপোর্ট করেনা যেমনঃ Daum Pot Player.

কষ্ট হয়ে গেলে আমার সফটওয়্যার বান্ডলটি ডাউনলোড করে নিতে পারেন। প্রয়োজনীয় ২৫ টা সফটওয়্যার আছে।

Download PCFileHippo Software Bundle

এইটা অনেক আগে থেকেই ব্যবহার করছি, কিন্তু শেয়ার করা হয়নি। আর এই বিষয়টি নিয়ে সেরকম কোন পোস্ট ও দেখলাম না তাই শেয়ার করে দিলাম। আমার যত টুকু ক্ষমতা সেটা ব্যবহার করে এর বেশি সহজ করে লিখতে পারলাম না তাই দুঃখিত।

ভাল লাগলে শেয়ার কইরেন। ও আর কোথাও আটকে গেলে কমেন্ট এ বইলেন।

Level 2

আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক দিন পর :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks. এটা দিয়ে সব সফট এবং গেমস ই তো ইনস্টল দিতে পারব , তাইনা ?

thanks… Onek kajer ekta soft dilen..

অনেক দিন পর আপনার কাজের একটি টিউন ।

খুব সুন্দর

thanks. eta aro aage dorkar chilo.

Level 0

tik ache, but software install-er somoy onek option(Recommendated/customized) golo dekhe neya uchit na bhai-jan

    পরিবর্তন করতে চাইলে Automation Script ব্যবহার করে ইন্সটলার বিল্ড করুন। mana:

ভাই ইন্সটল এর সময় কথায় ইন্সটল হবে তা সেট করে দেয়া যাবেনা ?

স্বাভাবিকভাবে C\Windows\Program Files এ ইন্সটল হবে। লোকেশন পরিবর্তন করতে চাইলে Automation Script ব্যবহার করে ইন্সটলার বিল্ড করুন।

খুব সুন্দর টিউন রনি। আশা করি সামনে আরও পাবো। এখন কি বাসায় নাকি?

এটাই তো খুজছিলাম এতদিন!!! আপনি ছিলেন কই এতোদিন????? বেরি বেরি থাঙ্কুউউউউউউউউউউ…………

Nice tune Bro?

Nice tune Bro? Sorsori priote nilam

Level 0

Boss Thank you for your tune. আমি আপনার টিউনে http://www.silentinstall.org/download/SibSetup.exe উক্ত লিঙক থেকে silent install builder 4.4.0 সফটয়ার ডাউনলোড করেছি। যার size 3.3 MB কিন্তু টিউনে Download Silent Install Builder size [626 KB] ছিল। আমি জানতে চাচ্ছিলাম আপনি কোন ভার্সন টি ব্যবহার করছেন এবং সেইটির ডাউনলোড লিংক দিলে বড়ই উপকৃত হব। কারণ silent install builder 4.4.0 সফটয়ার টি দিয়ে কাজ হচ্ছে ঠিকই কিন্তু ঘন্টা খানেক পর যে সফটোয়ার আমি Silent Install Builder দিয়ে তৈরি করছি সেটি আর কাজ করে না। তাই আমি আপনার নিকট স্মরণাপন্ন হইলাম। সমাধান দিলে চিরকৃতজ্ঞ থাকিব। অনুরোধে ০১৯১৮-০৮৮৯৯৬
০১৭১৮-৭৬৭২১৪
[email protected]