আপনার ফাইলটি কপি এবং মুভ করুন খুব সহজে। ভিডিও টিউন :)

Copy To And Move TO

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। দোয়া করি আল্লাহর রহমতে সবার দিন ভাল কাটুক...

টেক্টিউনসে এটি বহু আগেই টিউন করা হয়েছে। তবুও ভিডিও টিউন টি মনে হয় আমি ই প্রথম করলাম।

আজকে একটি টিপস নিয়ে হাজির হলাম। টিপস টি হল  Copy And Move Your Data At Easy Way In Your Computer । এটা হয়ত অনেকেই আগে থেকে ই জানেন। যারা জানেন না এটা শুধু তাদের জন্য। ভাবছেন এটা আবার কি জিনিস? আসলে আমরা অনেক সময় আমাদের কম্পিউটার এর একটি ফাইল, গান , বা প্রয়োজনীয় জিনিস এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডার এ নিতে হয়। তখন কপি পেষ্ট করতে হয়। এখন আপনাদের এই কপি পেষ্ট এর ঝামেলা থেকে বাঁচানোর টিপস জানাব।

কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে Start Button থেকে Accessories এ গিয়ে Run এ ক্লিক করুন। তারপর যে উইন্ডোটি ওপেন হবে সেখানে লিখুন Regedit >> একটা নতুন উইন্ডো ওপেন হবে ওখান থেকে সিলেক্ট করুন Hkey_class_root >> allfilessystemobjects >> shellex >> contextmenuhandlers সিলেক্ট করুন।

তারপর contextmenuhandlers এ মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ তে গিয়ে কি তে ক্লিক >> দেখবেন একটা নিউ কি নামে ওপেন হবে, ওটা রিনেম করে দিন Copy To. আবার একি ভাবে রাইট বাটন ক্লিক করে নতুন কি নিন এবং রিনেম করে দিন Move To নামে। এবার Copy To সিলেক্ট করে তার ডান পাশে  ডিফল্ট এ ডাবল ক্লিক করুন। তারপর নিচের দেয়া কোড টুকু আলাদা আলাদা ভাবে Copy To এবং Move to এর Value তে দিয়ে দিন।

Code For Copy To And Move To

Copy to – {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13}

Move to - {C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13}

এটা নিয়ে আমার বানানো একটি ভিডিও দেখুন নিচ থেকে

ভাল থাকবেন আর ভাল রাখবেন সবাইকে।

Level 0

আমি মোঃ মহসিন উল হাসান। Proprietor, M/S Raaisa Trading House, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

শুধু মানুষ হতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

faul post…. copy paste er option cut paste o ase ta janena amon user techtunes e asar boyos hoyni,

or joggita asea o tune korce,apnar nai tai korte paren na,

apni parben altu faltu 3d class kotha bolte,
karon ai joggota apnar valoi asea. #hirpon