আপনার কম্পিউটারে অবিশ্বাস্য দ্রুততার সাথে খুঁজে নিন যে কোন ফাইল :: এবার হারাবেনা কিছুই!!

সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজকে খুবই ছোট
একটি পোস্ট নিয়ে হাজির হলাম। তবে পোস্ট ছোট হলেও পোস্টটি দারুণ কাজের এবং অবশ্যই
আপনার উপকারে আসবে। আমি আজকে আপনাদের একটি দারুণ সফটওয়্যার উপহার দেব।

প্রথমেই আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি গুগল থেকে একটি সুন্দর কী বো্র্ডের
ছবি আমার কম্পিউটারে সেভ করে রেখেছিলাম। একসময় প্রয়োজন অনুভব করি সেই কী বোর্ডের
ছবিটির কিন্তু, আমি খুঁজে খুঁজে হয়রান অথচ ছবিটি খুঁজে পাচ্ছিনা। এমন সময় পরিচিত হলাম
আমার আজকের আলোচ্য সফটওয়্যারটির সাথে।

সফটওয়্যারটি বইন্সটল দিয়ে কীবোর্ড লিখে সার্চ দেয়ার সাথে সাথে আমার সামনে উপস্থিত
হলো সেই হারিয়ে যাওয়া কী বোর্ডটি।

image

আপনার বেলায় এমনও হতে পারে যে এমন গুরুত্বপূর্ণ একটি ট্যুল খুঁজছেন কিন্তু পাচ্ছেন না।
তবে আজকের পর থেকে এমনটি আর হবেনা কারণ আজকে আমি নিয়ে এসেছি এভরিথিং নিয়ে।
হ্যাঁ আমাদের আজকের মূল্যবাণ এই সফটওয়্যারটির নাম এভরিথিং যা আপনাকে আপনার
কম্পিউটারে থাকা ফাইল গুলো মুহূর্তের মাঝে খুঁজে বার করে দেবে।

আরো অবাক করার বিষয় সফটওয়্যারটির সাইজ মাত্র ৩৩৪ কেবি!!
তো আর অপেক্ষা না করে ঝট পট ইন্সটল করে নিন এভরিথিং সফটওয়্যারটি আর উপভোগ করুন
এবং সময় বাঁচান ফাইল খুঁজে পেতে।

ডাউনলোড করুন এখান থেকে

উপকৃত হলে অবশ্যই কমেন্টস করে একটি থ্যাংকস জানাবেন।

ধন্যবাদ

সর্বপ্রথম প্রকাশিত http://itprojukti.com

Level 2

আমি সজিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মারাত্নক জিনিষ! ধন্যবাদ ভাই! অনেকগুলা ধন্যবাদ!!

অসঙ্খ ধন্যবাদ

আমি ২ বছর ধরে ব্যবহার করছি!!!! দারুন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন