moa ভাইরাস কি?সেটা বোধহয় ভালো করেই জানেন।বিশেষ করে যারা এর কবলে পরেসেন তারা বুজে গেছেন যে,
এটা আপনাকে কতটা জামেলায় ফেলতে পারে।এ ভাইরাস এমন ভাবে প্রগ্রামিং করা,এটি যদি আপনার পিসি তে একবার
ডুকতে পারে তবে আপনার পিসির অডিও/ভিডিও ফাইল গুলো চায়না কোন সেটে শো করবেনা,কিন্তু মেমোরি লোড দেখাবে।
যারা মেমোরি লোড এর বেবসা করেন তারা মনে হয় এই জামেলায় পরেসেন ।জাক আমি আজকে দেখাব কিবাবে এই ভাইরাস
আক্রমন করা ফাইল গুলো আপনি ঠিক করতে পারেন।
প্রথমে attrivuite changes 7 মাত্র 3mb সফটওয়্যার টি নিছের লিঙ্ক হতে ডাউনলোড করুন।
এটি xp/win7 এ চলবে।সরাসরি লিঙ্ক দিতে সমস্যা হচ্ছে,তাই সাইট এর লিঙ্ক দিলাম
এবার সফটওয়্যার টি ইন্সতাল করুন।এবার আপনি আপনার পিসির কিছু অডিও/ভিডিও ফাইল সিলেক্ট করে মাউস এর
রাইট বাটন ছাপুন এরপর নিছের ছবির মত আসলে লাল মার্ক করা অপশন এ ক্লিক করুন
নিছের মত মত অপশন আসলে লাল মার্ক করা জায়গার ভিতর টিক গুলো উঠিয়ে দিন। এরপর ওকে দিন ।
এবার ফাইল গুলো আপনার চায়না সেটে শো করবে ।একটা কথা বলতে ভুলে গেসি সিলেক্ট করা ফাইল এর ভিতর জাতে কোন
ফোল্ডার সিলেক্ট না থাকে তাহলে টিক গুলো শো করবেনা।টিউন টি পরার জন্য ধন্যবাদ।
আমি মিঃ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।