আপনি জানেন কি? মাইক্রোসফটের রয়েছে DVD এবং USB বুটেবল করার জন্য নিজস্ব টুলস! আজেবাজে সব সফটওয়ারকে কে এবার ঝেড়ে ফেলুন! সাথে নিয়ে নিন Valid ISO ফাইল তৈরীর সবচাইতে সেরা সফটওয়ারটিকে

টিউন বিভাগ কম্পিউটিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ -

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

আমি জানি টেকটিউনসে এই ব্যাপারে অনেক টিউন আছে। কিন্তু মাইক্রোসফটের এই টুলস নিয়ে কোন টিউন আমার চোখে পড়েনি। যদি কেউ এ ব্যাপারে টিউন করে থাকেন তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে পেনড্রাইভ বুটেবল করার জন্য অন্য একটা সফটওয়ার ব্যবহার করতাম। সেসব সফটওয়ারে ঝামেলা এবং সময় দুটোই খুব বেশি পরিমানে লাগতো।

অবশেষে বছর খানেক হলো ব্যবহার করছি মাইক্রোসফটের এই টুলসটি। এতে কোন ঝামেলা নেই, শুধুমাত্র ফাইল সিলেক্ট করুন, ডিভাইস সিলেক্ট করুন আর বুটেবল করুন। তো চলুন শুরু করা যাক। ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। [নতুনদের জন্য]

ডাউনলোড Windows 7 USB/DVD Download Tools

নাম দেখে আবার কেউ ভাববেন না যে এটা দিয়ে শুধু ডাউনলোড করা যায় এবং শুধু উইন্ডোজ ৭ এর জন্য। আসলে এটা মাইক্রোসফটের নতুন যে কোন সংস্করনে চলে (এক্সপির ব্যাপারটা আমি জানিনা)। যাদের শুধু টুলসটি দরকার তারা ডাউনলোড করে নিন। সাইজটা কিন্তু বিশাল, ভালো ভাবে সাইজ খেয়াল করুন তারপর আপনার সাধ্যের মধ্যে থাকলে ডাউনলোড করুন! ব্যবহার জানলে ব্যবহার বিধি না দেখলেও হবে।

Microsoft USB/DVD Tools | Size: 2.54MB

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে ডাউনলোড করা ফাইলটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন এবং যথারীতি ওপেন করুন। আমি প্রত্যেকটি ধাপ একটির পর একটি দেখিয়ে দিচ্ছি, কোন সমস্যা হবেনা।

প্রথম ধাপঃ টুলসটি ওপেন করুন তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন

দ্বিতীয় ধাপঃ এখন Browse অপশন থেকে আপনার ISO ফাইলটিকে সিলেক্ট করুন এবং Next বাটন চাপুন। তাহলে নিচের মতো উইন্ডো আসবে।

তৃতীয় ধাপঃ এখন আপনি যদি USB ডিফাইস বুটেবল করতে চান তাহলে USB device বাটন প্রেস করুন।

চতূর্থ ধাপঃ আপনার USB ডিভাইস সিলেক্ট করে Begin Copying বাটনটি প্রেস করুন। তাহলে কপি শুরু হয়ে যাবে। ছবি দেখলেই বুঝতে পারবেন।

পঞ্চম ধাপঃ সব কাজ যদি ভালো ভাবে করে থাকেন তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন। তারমানে আপনার কাজ হয়ে গেছে।

শেষ ধাপঃ আর যদি DVD বুটেবল করতে চান তাহলে তৃতীয় ধাপে গিয়ে DVD সিলেক্ট করুন বাকি কাজ একই ভাবে করুন।

টিউনের এ পর্যন্ত আমরা দেখলাম একটি ISO ফাইলকে কিভাবে USB / DVD তে বুটেবল করতে হয়। কিন্তু এই ISO ফাইলটিকে কিভাবে তৈরী করবেন সেটা এখনো আপনাদের জানানো হয়নি। তাহলে চলুন জেনে নিই কিভাবে ISO ফাইল তৈরী করতে হয়।

যেভাবে তৈরী করবেন Valid ISO ফাইল

আপনি যখন ইমেজ ফাইল তৈরী করবেন তখন অনেক সময় সেটাতে সমস্যা থাকে। যা মাইক্রোসফটের এই টুলটি সাপোর্ট করেনা। এ কারনে এই টুলটি দিয়ে কোন কিছু বুট করতে হলে আপনার ISO ফাইলটিকে অবশ্যই Valid হতে হবে। আমি ISO ফাইল তৈরী করার জন্য অনেক সফটওয়ার ব্যবহার করেছি। কিন্তু তার মধ্যে Image Burn কে আমার সেরা মনে হয়েছে। এর কারন এটি অপারেটিং সিস্টিম ফাইল সনাক্ত করে স্পেশালভাবে ইমেজ ফাইল তৈরী করে। তো আর দেরি কেন? নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন।

Download Image Burn | 3.30MB

ব্যবহার করার জন্য আপনি যে ফাইলগুলোকে ISO এ রূপান্তরিত করতে চান তাদের কে একটা ফোল্ডারে রাখুন এবং ফোল্ডার টু ইমেজ ফাইল সিলেক্ট করে Burn করে ফেলুন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার সব সময় নাকে তেল দিয়ে ঘুমান।

বিঃদ্রঃ আপনি যে শুধু ফোল্ডার থেকেই ইমেজ বার্ন করতে পারবেন এরকম কিছুনা। তবে আমি দেখেছি ফোল্ডার থেকে ইমেজ বার্ন করাতেই বেশি সুবিধা। তবে আপনারা চাইলে চিত্রে দেখানো যে কোন সোর্স থেকে ইমেজ ফাইল অথবা সিডি বার্ন করতে পারবেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।

সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্ন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার এইটাই দরকার ছিল।

Level 0

ধন্যবাদ। প্রিয়তে নিয়ে রাখলাম।

    @Raju: আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজু ভাই, আমার টিউন আপনার প্রিয়তে স্থান পেয়েছে জেনে ভালো লাগছে।

ফাহাদ ভাই, সহজ বিষয় সহজ ভাবে উপস্থাপনের জন্য ধন্যবাদ । আসলে আপনার পোস্ট পড়ে আমার সহজ মনে হয়েছে।

    @আশ্রাফ: ধন্যবাদ আশরাফ ভাই, আমি সব সময় চেষ্টা করি আমার টিউনগুলো সব ধরনের টিউডারের সহজভাবে বোধগম্য করার জন্য।

Level 0

ভাই আমি তো Xp ব্যাবহার করি win7 দিলে আমার ব্যাবসার কাজ করা হয় না। Xp এর জন্য থাকলে দিবেন। আর আমি বুটেবল করার জন্য হিরেনবুট ইউস করি। হিরেন বুটের চেয়ে এটা কি ভাল। যদি ভাল হয় একটু বলবেন।

    @masud147: টিউমেন্টের জন্য ধন্যবাদ মাসুদ ভাই। আমি বলিনি যে এটা এক্সপিতে চলবেনা। আমি এক্সপি ব্যবহার করিনা বলে এক্সপিতে চলবে কিনা বলতে পারছিনা। আপনি এক্সপিতে ব্যবহার করে দেখতে পারেন। তাছাড়া এটা শুধু হিরেন বুট না অন্য যেকোন সফটওয়ারের চেয়ে ভালো এবং দ্রুত কাজ করে। মাইক্রোসফটের প্রডাক্ট বলে কথা।

Level 2

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।
ইমেজ ফাইল সফটের লিঙ্ক থেকে ডাউনলোড হচ্ছে না, লিঙ্ক টা আপডেট করে দিয়েন

    @Rohan: ধন্যবাদ রোহান ভাই আপনার টিউমেন্টের জন্য। সব লিংক ঠিক আছে, আমি এইমাত্র চেক করলাম। আপনি ইমেজ বার্ন এর জন্য ইমেজ বার্ন লেখা ছবিটিতে ক্লিক করুন। কাজ হয়ে যাবে।

Level 0

ধন্যবাদ ফাহাদ ভাই দেখি কাজ করে কি না।

Level 0

Bhai, sondor tune-r jonno donnobad,

Bhai, amar experience take bolchi Microsoft USB/DVD tool maximum ISO Files(downloaded from Net, sometimes Burn iso) k invalid/corrupted dekhai,

Tai, onekta badho hoye Rufus use kori

    @mana: আমার টিউনে আমি আপনার সমস্যার কথা উল্লেখ করেছি। মাইক্রোসফটের এই টুলসটি Valid ISO ফাইল ছাড়া বার্ন করেনা। এই ক্ষেত্রে সমাধান হলো আপনার ISO ফাইল (যেটা আপনার কাছে ছিল) এক্সট্রাক্ট করে কোন একটা ফোল্ডারে রাখুন। তারপর টিউনে আমার দেওয়া Image Burn সফটওয়ার দিয়ে সেটাকে পুনরায় Valid ISO ফাইলে রূপান্তরিত করুন। মাইক্রোসফটের প্রডাক্ট বলে এটি যেমন তেমন ISO ফাইলকে বুটেবল করেনা। এই টুলসটি ব্যবহার সবচেয়ে নিরাপদ। ধন্যবাদ আপনার টিউমেন্টের জন্য।

Shundor tune. Microsoft er eta diye sob ISO bootable kora jay na. pendrivelinux.com theke (YUMI or Universal usb installer) diye kaj korun onek moja paben. Ar YUMI kintu multiboot support kore.

    @Nazmul Haque: আমি টিউনে খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে এটা Valid ISO ফাইল ছাড়া বুট করেনা। এবং কিভাবে Valid ISO ফাইল তৈরী করবেন সেটাও বলেছি। সুতরাং এটা নিয়ে দ্বিধায় থাকার কোন সুযোগ নেই। যে ISO ফাইল বুট হবেনা সেটাকে এক্সট্রাক্ট করে পুনরায় Image Burn সফটওয়ার দিয়ে বার্ন করে বুট করেন। ১০০% কাজ হবে। এবং ISO ফাইলটি শতভাগ Valid ISO ফাইল হিসাবে সারাজীবন কাজ করবে। টিউমেন্টের জন্য ধন্যবাদ নাজমুল হক ভাই।

সত্যি ই দারুন টিউন এবং কাজের সফট ।

95% হওয়ার পর আর হয় না । দেখায় (we are unable to copy your files )

imgburn সফট টা অফিসিয়াল সাইট এ ৩.২ এমবি এর মত সাইজ দেখায় বাট আপনারটা ৫ এমবি কেন ???

iso burner ta to download hocchena

    @Nadim Shemborno: ডাউনলোডে সাময়িক সমস্যা হওয়ার কারনে আমি অত্যন্ত দুঃখিত। লিংক আপডেট করে দিয়েছি। এবার ডাউনলোড করুন। টিউমেন্টের জন্য ধন্যবাদ নাদিম ভাই।

Level 0

vi tune onak valo hoyasa. But microsoft usb/dvd tool windows 8 and 8.1 version support kora na .windows Xp and 7 bootable kora jai .

    @shahintaj: কিন্তু আমিতো এটা উইন্ডোজ ৮.১ এ টেস্ট করেছি। ভালোই কাজ করে। আপনার বেলায় কেন হলো না বুঝতে পারছিনা। গুগলে সার্চ করে দেখেন ৮.১ এর স্পেশাল ভার্সন আছে কিনা। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

টেঁকি ভাইেরা… কেউকি আমাকে linux Install এবং এর পাশাপাশি windows ইউজ করার উপায় বলতে পারেন…? Partion, dual booting

    @প্রযুক্তির মায়াজাল: লিনাক্স ইনস্টলের পাশাপাশি উইন্ডোজ ইনস্টল না করে উইন্ডোজের পাশাপাশি লিনাক্স চালাতে পারেন। এর জন্য লিনাক্স মিন্ট ১৫ (অলিভিয়া) ডাউনলোড করে যে কোন সফটওয়ারের মতো করে সেটাপ দিন। পরে পিসি বুট হওয়ার সময় যেকোন একটা সিলেক্ট করে চালাতে পারবেন।

অনেকদিন থেকেই ব্যবহার করছি এবং খুবই কাজের একটা জিনিস।

    @প্রবাসী: ধন্যবাদ প্রবাসী ভাই, আমি বিশ্বাস করকে পারছিনা যে আমার টিউনে আপনি কমেন্ট করেছেন। আমি সব সময় চাতকের মতো আপনার টিউনের অপেক্ষায় থাকি।

thanks

সানিম মাহবীর ফাহাদ@ :জটিল একটা সফটওয়্যার শেয়ার করেছেন,যদিও অনেক আগে থেকে ব্যাবহার করছি ধন্যবাদ আপনাকে নিয়মিত টিউন করার জন্য।

আপনাকেও ধন্যবাদ রিদম দত্ত। আপনারা নিয়মিত আমার টিউন পড়েন বলেই তো নিয়মিত লিখতে পারি।

ata die wondows xp setup dea jay na…..tobe akta soft die sob dhoroner windows set up dea jay…seta holo..rufus…ata onek easy……ami..onek frnder note book..laptop ata die setup diesi….kono problem hoy nai..akhono…..tobe ai software ta kharap na…….jete die koren na keno..age apnake iso banate hobe dvd theke…….Thanks all…

ধন্যবাদ ।

ধন্যবাদ আপনাকে,
শিখে নিলাম ।

To make bootable disk/drive
“Rufus” is the best software out there.

Windows:সানিম মাহবীর ফাহাদ ভাই, আমি যখন নিজে আমার Laptop এ Windows দেই তখন অনেকটা Slowly কাজ করে But যখন আবার Computer কোন Shop থেকে Windows দিয়ে আনি তখন অনেক দ্রুত হয় বা কাজ করে।anyway, প্রশ্ন হল:আমি পরিপূর্ণ ভাবে বা Latest ভাবে Windows দেওয়া শিখতে চাই।
Pendrive or Disk দিয়ে।help plz.