প্রথম পর্ব
বানিয়ে ফেলুন মাল্টিবুট পেন ড্রাইভ আর হয়ে যান কম্পিউটার এর বস পর্ব- ০১। (মেগা টিউন+ ভিডিও)
সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাল্টি বুট সেকেন্ড পর্ব আরম্ভ করসি। এর আগের পর্বে আমরা কি ভাবে মাল্টি বুট পেন ড্রাইভ রেডি করতে হয় তা দেখেছিলাম। আজ আমরা এর ব্যবহার দেখবো।
1. C Drive File back Or Copy করা।
2. administrator Password ব্রেক করা।
3. Windows Image GHO File Create and ইন্সটল করা।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
০১.প্রথমে আমাদের পেন ড্রাইভ টা USB পোর্ট এ লাগিয়ে বুট মেনু বুট হিসাবে পেন ড্রাইভ সিলেক্ট করতে হবে। নরমালি বুট সেটআপ করা আমার কম্পিউটার স্ক্রীন শর্ট দিলাম।
০২.আমাদের পেন ড্রাইভ টা আসল কথা রান করাতে হবে।যখন আমাদের পেন ড্রাইভ রান করবে ঠিক এ রকম স্ক্রীন দেখতে পাব। এই তিনটা মেনু কীবোর্ড Aero দিয়ে উপরে নীচে করে সিলেক্ট করতে পারবেন।নিচের চিত্র এর মত।
(A) প্রথমে যে লাইন টা ড্রাগ করা সেটা উইন্ডোজ ডিফল্ট অপশন মানে আপনি আপনার লাইভ OS রান করাতে ওটা সিলেক্ট করে এন্টার দিন তাহলে আপনার ডিফল্ট উইন্ডোজ রান হবে। কিন্তু মনে রাখবেন আপানার উইন্ডোজ আগে থেকে নষ্ট বা ওপেন না হয়ে থাকে তবে রান হবে না।
(B) Directly Bootable Iso রান করে আপনি Symantec Ghost স্ক্রীন পাবেন। সেটা এ রকম আপনি আপনার Ghost or image ফাইল create অথবা ইন্সটল দিতে পারবেন ( File extension .GHO) ।পরে ভিডিও তে দেখতে পারবেন।
(C) আপনি যদি আরও iso ফাইল অ্যাড করেন সেগুলো নিচে আসবে। আপনি উইন্ডোজ ৭,৮,৮.১ অনন্য Os ইন্সটল দিতে পারবেন।
Directly Bootable Iso সিলেক্ট করলে এমন চিত্র পাব। Symantec Ghost use করে ইমেজ ফাইল ব্যাকআপ নিতে ও Partition restore করতে পারব।
Other Operating System & tools সিলেক্ট করে ক্লিক করলে স্ক্রীন হবে এরকম।
কীবোর্ড Aero দিয়ে উপরে নীচে আপনি Mini Windows Xp সিলেক্ট করে রান করান আপনি ডস প্রোগ্রাম রান করলে ডস মুডে কমান্ড লেখা লাগবে তাই Mini Windows xp রান করবো একটু সময় পরে আমরা এবার যে স্ক্রীন পাব সেটা ঠিক এ রকম।
এবার HBCD Menu হতে বিভিন্ন Operation চালাব । বাকিটা ভিডিও টিউটোরিয়াল দেখলে পারবেন আসা করসি। প্রবলেম হলে কমেন্ট করবেন। ভুল গুলো মাফ করে দিবেন ।
ভিডিও লিঙ্ক
সীমাবদ্ধাতা
০১.Boot Menu তে স্ক্রীন শর্ট নিতে পারি নাই।
০২.ভালো ক্যামেরা নাই তাই রেজুলেশান ভালো হই নাই। (৫.০০ Symphony w 72 Used)
০৩.এক হাতে মোবাইল এবং এক হাতে মাউস কীবোর্ড নিয়ে কাজ করতে হয়েছে তাই ভিডিও কাঁপছিল।
০৪.ভিডিও পরে অডিও রেকড করা তাই Voice এর সাথে ভিডিও হয়ত মিল হই নাই।
০৫.আমার সময়ই খুব কম তাই অল্প সময়ে শেষ করতে হইসে কিছু ভুল থাকা স্বাভাবিক তার পর ও ভিডিও Upload করলাম।
আমি অনক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ