আগেই বলে রাখি এই টিউনটি আমার প্রথম টিউন। যদি ভুল হয়ে যাই ক্ষমা করে দিবেন। টেকটিউনস কে অনেক ধন্যবাদ। বাস্তব জীবনে কম্পিউটারে কাজ করতে করতে অনেক সময় আমাদের অপারেটিং সফটওয়্যার কাজ করে না। অনেক সময় আমাদের সি ড্রাইভ এ গুরুত্বপূর্ণ ফাইল থাকে যা অপারেটিং সফটওয়্যার বুট না হবার কারনে অনেক সময় নষ্ট হয়ে যাই।
তাই আজ আমি আপনাদের দেখবো কি ভাবে হিরেন বুট সিডি দিয়ে মিনি এক্সপি ওপেন ও উইন্ডোজ ৭, ৮, ৮.১ ইন্সটল করে হই এবং Symantec Ghost দিয়ে উইন্ডোজ ব্যাকআপ ফাইল ৫ মিনিতে ইন্সটল করে।
প্রথমে পেন ড্রাইভ কম্পিউটার এর সাথে ইউএসবি পোর্ট এ লাগে লাগাতে হবে। চলুন তার আগে দেখে নেয় কিভাবে আমাদের দরকারি সফট কিভাবে ডাউনলোড করা যাই।
http://www.hirensbootcd.org/download/
ক্লিক করে নিচের দিকে গেলে স্ক্রলবার টানলে এ রকম স্ক্রীন পাব।
৫৯২.৫ এমবি ফাইল টা ডাউনলোড করব। আপনি ইচ্ছা করলে ১৫.১ 4share হতে ডাউনলোড করে use করতে পারবেন। নেক্সট আমরা YUMI ডাউনলোড করব।
http://www.pendrivelinux.com/yumi-multiboot-usb-creator/
ক্লিক করলে এ রকম স্ক্রীন পাব। প্রবলেম হলে 4share হতে পুরাতন ভার্সন ডাউনলোড করে use করতে পারবেন।
তারপর Symantec.Ghost.11.5.Corporate আর জন্য http://search.4shared.com/q/CCAD/1/Symantec.Ghost.11.5.Corporate
ক্লিক করব। তাহলে পাব এ রকম স্ক্রীন আথবে 4shared.com সার্চ করলে পাব এই স্ক্রীন।
মোটামুটি ডাউনলোড ওকে। উইন্ডোজ ৭, ৮ ডিভিডি হতে iso করে নিতে পারেন অথবা iso ডাউনলোড কর যেতে পারে।
আশাকরি। প্রথমে আমরা পেন ড্রাইভ লাগানো আসে কি না দেখি
আমরা পেন ড্রাইভ Anok নামে দেখা যাই। যাই হক আপনার পেন ড্রাইভ সেট করে Yumi.exe ডাবল ক্লিক তারপর আমরা পাব এ রকম স্ক্রীন।
নেক্সট I Agree
Show all drive ক্লিক করে পপ আপ মেনু হতে আপনার পেন ড্রাইভ লেটার select করতে হবে।
আমার পেন ড্রাইভ এল ড্রাইভ তাই আমি L ড্রাইভ সিলেক করেছি আপানার পেন ড্রাইভ যে ড্রাইভ আপনি সে ড্রাইভ সিলেক করে we Will FAT32 format টিক মার্ক দেন। পপ আপ মেনু হতে হিরেন বুট সিডি 15.x Select করুন। তাহলে নিচের উইন্ডো পাবেন।
Browse করে আপনার ডাউনলোড করা Hiren's.BootCD লোকেশান দেখিয়ে দিন। এরপর Create বাটন ক্লিক করুন। নিচের উইন্ডো পাবেন। ইয়েস করুন।
নিচের মত উইন্ডো পাব। তারমানে আমাদের Hiren's.BootCD পেন ড্রাইভ ইন্সটল হতে আরম্ভ হল।
এই প্রসেস শেষ হতে ১৫- ২০ মিন সময় লাগতে পারে।
এখন আমাদের উপরে উইন্ডো ১.১০ Min reaming দেখাই।
শেষ হবার পরে উপরে স্ক্রীন পাব। Next button ক্লিক করব। নিচের উইন্ডো পাব।
আমরা যদি অনলি হিরেন বুট সিডি ইন্সটল করি তাহলে N0 করে Finish করব। কিন্তু আমরা যেহেতু Symantec.Ghost ও ইন্সটল তাই আবার Yes বাটন ক্লিক করব।
Yes বাটন ক্লিক করার পর নিচের উইন্ডো মত উইন্ডো। মানে এবার দেখেন আগের মত একটা উইন্ডো এবার কিন্তু Format ড্রাইভ টিক দিবেন না। খালি দেখুন পেন ড্রাইভ লেটার ড্রাইভ সিলেক্ট আসে কি না। নরমাল ভাবে ঠিক থাকে।
স্ক্রল বার টেনে Symantec Ghost জন্য Try An Untitled iso সিলেক্ট করুন ঠিক নিচের উইন্ডো এর মত।
Browse করে Symantec.Ghost.11.5.Corporate iso লোকেশান সিলেক্ট করে দিন। Create button ক্লিক করুন। একটু পরে ঠিক নিচের উইন্ডো পাব।
Next ক্লিক করব। আমরা Next করে No করব কারন আমরা কোন iso add করতে চাই না।
নেক্সট করে No করার পর ফিনিশ করুন। আপনি যদি উইন্ডোজ ৭, ৮ ইন্সটল করতে চান তবে Yes করে windows Vista/7.8 installer সিলেক্ট করে ISO ফাইল Browse করে দেখেয়ি দিন পরে Next করে No করে Finish করুন।
লক্ষ্য করলে দেখতে পাই মাই পেন ড্রাইভ Anok প্রবর্তিত হয়ে multiboot Show করে। আমাদের সব কাজ শেষ এবার আপনার পেন ড্রাইভ Use করতে পারবেন। Boot Setup Pendrive Select করে use করুন। আজ শেষ করসি বাকিটুকু অন্যদিন লিখব।
প্রয়োজনে ভিডিও টিউটোরিয়াল দেখুন। সবাইকে ধন্যবাদ।
ভিডিও লিঙ্ক
আমি অনক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুভ সূচনা। উপস্থাপনা খুবই ভালো হয়েছে। তোমাকে নিয়মিত টিউনার হিসেবে দেখতে চাই। শুভকামনা থাকলো ।