চোখ জোড়া এবার আনন্দে,বিষ্ময়ে আসলেই কি তাল গাছে উঠতে চলেছে...!!!
কম্পিউটারের কী বোর্ড আর মাউস এই মহামূল্যবান ইনপুট ডিভাইস ২টারে ছু-মন্তর করে গায়েব করতে চলছে HP। তারা নিয়ে আসছে ২০ ইঞ্চি প্রজেক্টেড টাচপ্যাড যাকে HP আদর করে ডাক নাম দিয়েছে ট্যাচ ম্যাট। যা real and virtual, অ্যানালগ ও ডিজিটাল জগতের মাঝের ব্যাবধান কে আরো পাতলা করবে। থাকছে হাই-রেজুলেশন ক্যামেরা সাথে থ্রিডি-স্ক্যানার, যা আপনাকে সহজেই কোনো কিছু আপলোড করতে সাহায্য করবে শুধুমাত্র ঐ ম্যাটের উপর রেখে।
video দেখতে ক্লিক করুন এখানে
এই all-in-one PC তে যা পাবেন, modern Core i7 CPU, 8GB of RAM, a 23-inch touchscreen, Windows 8.1 অপারেটিং সিস্টেম. ২০ ইঞ্চি টাচপ্যাড( supports 20-point multitouch)যা একাধিক ব্যাক্তিকে একসাথে ব্যাবহারের সুযোগ দিবে। ম্যাটে 3D objectতৈরির জন্য ৩টি সিস্টেমের সমন্বয় ঘটানো হয়েছে, রয়েছে ১টি Intel Real Sense 3D camera, ১টি 14.6-megapixel camera এবং ১টি HP DLP projector আরও আছে LED desk lamp। মজার ব্যাপার হলো এই টাচ্প্যাড তৈরি করা হয়েছে এমন বিশেষ উপাদান দিয়ে( HP নাম প্রকাশে অনিচ্ছুক), ক্যামেরাগুলোর কাছে দৃশ্যত স্বচ্ছ বা অদৃশ্য।
HP মননিত কিছু ব্যাবহারকারিরা বেশ পজেটিভ কমেন্টসই করেছেন। HP Sprout কে তুলনা করেছেন Swiss Army Knife সাথে। কারন আপনি এতে পাবেন সৃজনশীলতা ও প্রচলিত অফিস ওয়ার্ক সম্পন্ন করার সুবিধা।
আমাদের ১০ আঙ্গুল চালিত প্রচলিত কী-বোর্ড কম্পিউটার পরিবর্তন করে HP’s Sprout নেয়ার ইচ্ছা থাকলে আপনাকে গুনতে হবে $1900
পূর্বে প্রকাশিতঃ এখানে
টেকটিউনস মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। আমাদের প্রানের প্রিয় টেকটিউনস কে স্প্যাম হতে রক্ষা করুন। যেখানে টেকটিউনস পড়ে আর apply করে আমার ফেসবুকের চেয়ে বেশি সময় কাটত...কিন্তু এখন আমাকে, আমাদের বলতে হয়, "আগেই তো ভালো ছিল"...!! কেন আরও ভালো না হয়ে মান নিম্নমুখি হচ্ছে???
আমি মেহেদী জাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jossssss 😀