পাওয়ারবাটন ছাড়াই কীবোর্ড দিয়ে কম্পিউটার চালু করুন | না দেখলে চরম ১টা মিস করবেন ।।

আমি মাঝে মাঝে টেকটিউনে আসি কিন্তু কমেন্ট করা বা লগইন করা হয় না। আমার কাছে টিউন করার মতো অনেক কিছুই আছে কিন্তু টিউন করা হয় না ।

এখন কাজের কথায় আসি। আমরা সবাই জানি CPU চালু করতে হলে পাওয়ার বাটন প্রেস করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়।সেক্ষেত্রে আমরা পাওয়ার বাটন পরিবর্তন করি। কিন্তু আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি। আসুন তাহলে জেনে নিই কীভাবে কাজটা করা যায়

  • # প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন ( কোন কোন কম্পিউটারে F2 বাটন ) চেপে Bios-এ প্রবেশ করুন।
  • # Power Management Setup নির্বাচন করে Enter চাপুন।
  • # এখন Power on my keyboard নির্বাচন করে Enter দিন।
  • # Password নির্বাচন করে Enter দিন। Enter Password-এ আপনি যে সুইচ চেপে কম্পিউটার চালু করতে চান সেইটি Set করে নিন। তারপর থেকে আপনি ঐ সুইচটি প্রেস করলেই আপনার কম্পিউটার চালু হবে।

*** কোন কোন মাদারোর্ড এটি সাপোর্ট নাও করতে পারে। তবে বেশীর ভাগ ক্ষেত্রেই এটি কার্যকরী ***।***

My FaceBook ID : Masud Rana

ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্য।
আশা করি মন্তব্য করবেন।

Level 0

আমি মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি \"মাসুদ রানা\"। আমি 13 ঘন্টা 55 মিনিট আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পরীক্ষা করে দেখি.. :p কাজ হইলে তো ভালই… :p

কাজ করলে থেংক্স

    @সোহাগ আব্দুল্লাহ্: ভাই আপনাকে অনেক ধন্যবাদ টিউন টি পড়ার জন্য

উইন্ডোজ ৮.১ এ তো এমনিতেই হয়।

    Level 0

    Kivabe Bhai Ektu Janaben……@Md. Abdulla Al Mamun:

Level 2

কি দরকার???

Level 2

সব মাদারবোর্ড এই ফিচার সাপোর্ট করে না। তাই টিউন করার আগে কোন বিষয় ভালভাবে জেনে টিউন করবেন। যেটা যেটা সাপোর্ট করে সেই ব্র্যান্ড এবং মডেল উল্লেখ করবেন। তিন লাইন লিখেই একটা টিউন হয় না। এর জন্য পরিশ্রম করতে হয়।

    @harun24hr: ভাই টিউন টা আগে ভাল ভাবে পড়েন ।। দেখেন শেষের দিকে কি লেখা আছে ।। আর পোস্ট টা যদি ২ লাইন এর বা নাকি ৩ লাইন এর হয় তাতে আপনার কি।। এরকম তেরামি কথা বলেন কেন [ তিন লাইন লিখেই একটা টিউন হয় না ]

      Level 2

      @মাসুদ রানা: @মাসুদ রানা: ভাই টিউনার, নিচের “নীলোৎপল বেদী” ভাইয়ের কমেন্ট দেখুন, তার মাদারবোর্ড এ এই অপশন নেই। সে আপনার টিউনপড়ে শুধু শুধু সময় নষ্ট করেছে। এখন আপনি যদি একটু পরিশ্রম করে কোন কোন মাদারবোর্ড এই ফিচারটা সাপোর্ট করে বলে দিতেন তাহলে উনারমত অনেকেরই সময় নষ্ট হত না। তাই আমি বলেছি কোন পোষ্ট করার আগে সেই বিষয়ে বিস্তারিত জেনে নির্দীষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র টিউনের সংখ্যা বাড়ানোর জন্য টিউন করবেন না। আপনি যে বিষয়ে টিউন করেছেন সেটা শুধুমাত্র গিগাবাইট এবং অন্য আর একটা দুইটা মাদারবোর্ড সাপোর্ট করে। বেশিরভাগ মাদারবোর্ডই সাপোর্ট করে না।

Power Management Setup এ Power on my keyboard অপশন নেই ।

ভা্ই PST key Board ছাড়া হয় না।

sabbir vy ar kata tik asa pst key board sara hoy na………

আমার একটি প্রশ্ন ছিল; যদি আমি Bios option এ গিয়ে Keyboard select করি তবে কি চালু করার সময় পাওয়ার বাটন আর কাজ করবেনা?
মানে আমি বঝাতে চাচ্ছি আমি কি তখন পাওয়ার বাটন ও কি-বোর্ড উভয় ইউজ করে চালু করতে পারবো নাকি শুধু কি-বোর্ড ইউজ করেই করতে হবে??

    আপনি যা ভাবতেছেন তা না …। দুটোই কাজ করবে … আপনি try করে দেখতে পারেন

      @href=”#comment-555170″>মাসুদ রানা: সেই জিনিস ভাই। কাম করিচে বিদ্যুৎ বেগে 😉

Valo laglo Pore Try korbo