USB Not Recognized ??? সমাধান জেনে রাখুন_কাজে লাগবেই

Level 2
ফ্রিল্যান্সার, মেন্টর, ট্রেইনার, উদ্যোক্তা, টপ রেটেড ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, সিরাজগঞ্জ

আজ আমার ২য় টিউনস ...

USB device not recognized ম্যাসেজের সমাধান করুন

কম্পিউটারে USB ব্যবহার করেছেন অথচ উপরের মেসেজটি পাননি এরকম মানুষ খোজেঁ পাওয়া যাবেনা। ইন্টেলের হাত ধরে USB এর আগমন হলেও মাইক্রোসফট তার উইন্ডোজের মাধ্যমে একে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। তবে এর সহজ ব্যবহারের জন্য এটি জনপ্রিয় হলেও কিন্তু উপরের মেসেজটি সবাইকে ঝামেলার মধ্যে ফেলে দেই। তার মধ্যে আমি একজন। আশ্রয় নিলাম মাইক্রোসফট আর গুগলের। মাইক্রোসফট আর বিভিন্ন ফোরামের বিশিষ্টজনদের মতে সমস্যাটা উইন্ডোজের চাইতে মাদারবোর্ডের বেশি। উইন্ডোজ বরং মেসেজটা দিয়ে ইউজারের উপকারই করে। এর সমাধান পাওয়া কিছু টিপস এর আলোচনা নিচে করলাম।

১. মাইক্রোসফট যা বললঃ

  • Start>Run এ গিয়ে Devmgmt.msc লেখেOK করুন। Device Manager window আসবে।
  • “Universal Serial Bus controllers”এর + এ ক্লিক করুন।
  • USB Root Hub এ রাইট click করে Properties এ যান। USB Root Hub Properties dialog box আসবে।
  • Power Management tab এ Click করুন।
  • “Allow the computer to turn off this device to save power check box” থেকে ঠিক মার্ক তুলে দিয়ে OKকরুন।
  • যতটা “USB Root Hub” আছে (সম্ভবত ৫টি) সবগুলোতে ৩ থেকে ৫নং কাজগুলো করুন।
  • এবার Action menu তে গিয়ে Scan for hardware changes এclick করুন। কাজ হলে ডিভাইস মেনেজার বন্ধ করুন।

২. মাইক্রসফট এবং ফোরামের বিশেষজ্ঞরা যা বললেনঃ

মাদারবোর্ডে প্রত্যেকটা ডিভাইসকে পরিচালনা করার জন্য রয়েছে “মাইক্রোপ্রসেসর” যেখানে ইউসবি একটি। যখন ইউএসবি পিসিতে প্লাগইন করা হয় তখন মাইক্রোপ্রসেসর USB ও এর প্রয়োজনীয় ড্রাইভারগুলো রিলোড করে, যেটাকে মাদারবোর্ডের একপ্রকার ইন্টার্নাল রিস্টার্টই বলতে পারেন। রিস্টার্টের পর এটি ইউএসবি পোর্টকে Recognize করার চেষ্টা করে। আর এ কাজটি করতে পারলে আমরা মেসেজ পাই ইউএসবি কাজ করার জন্য Ready। কিন্তু অনেক সময় “মাইক্রোপ্রসেসর” রিস্টার্টই নেওয়ার সময় এর ড্রাইভারগুলো ঠিকভাবে কাজ করেনা। আর তখন আমরা শিরোনামে লেখা দুঃসংবাদটা (দুঃসংবাদ না বলে মৃত্যূ সংবাদ বলাই ভাল) পাই।

এর সমাধান হিসেবে তাঁরা বলেছেন-প্রথমে পিসি থেকে পাওয়ার কেবল খুলে ফেলতে হবে যাতে মাদারবোর্ডে কোন পাওয়ার না যায়। তবে আমি বলব আপনি সঠিক নিয়মে পিসি অফ করে তার পরই পাওয়ার কেবল খুলুন। আর কাজটা করার আগে অবশ্যই আপনার মুল্যবান ডাটা সেভ করে করবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কেউ বলেছেন এককাপ চা খাওয়ার জন্য, আর কেউ বলেছেন বাথরুম থেকে ঘুরে আসার জন্য (বাথরুমে আপনার কাজ না থাকলে আমি কি করব)। \ত। এর পর পিসি রান করুন আর কাজ করুন। এ পদ্ধতিতে সমাধান পাওয়া সদস্যদের সংখ্যাই বেশি ফোরামে।

৩.মাইক্রসফট আরো বলেছে পিসি Standby or Hibernet Option থেকে যখন রান হয় তখনও এ মেসেজ আসতে পারে। এ অবস্থায় রিস্টার্ট দিলে কাজ করবে।

৪. কয়েকজন (এক্সপি) ব্যবহারকারী বলেছেন তাদের C:\WINDOWS\inf ঠিকানায় usbstor.inf and usbstor.pnf (হিডেন) ফাইলগুলো মুছে গিয়েছিল। ফলে তাদের পিসি কোনভাবেই ইউএসবি পেতনা। পরে তারা ঐ ফাইলগুলো অন্য জায়গা থেকে কপি পেষ্ট করে দিয়েছেন। এতে তারা সমাধান পায়।

৫. ভাইরাসের আত্রমণ, এন্টিভাইরাসের স্ক্যান, নতুন প্রোগ্রাম ইন্সটল করার কারণে অনেক সময় Windows এর গুরুত্বপূর্ণ ফাইল Replace,Upgrade বা Delete হয়ে যায়। ফলে এ মিসিং ফাইলটিও ৪ নং এর মত উক্ত সমস্যা সৃষ্টি করতে পারে। এরকম ফাইল মিস হওয়ার সম্ভাবনা থাকলে উইন্ডোজ রিপেয়ার বা নতুন ইন্সটল করলে কাজ হতে পারে। তবে রিপেয়ার বা নতুন ইন্সটলের চাইতে নিম্মের ৬ নং কাজটি আরো কার্যকর।

৬. মাইক্রোসফট আরো সমাধান হিসেবে আপডেট সার্ভিস প্যাক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

৭. কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন ইউএসবি পোর্ট এ ধূলাবালি লেগেও এই সমস্যাটা ঘটতে পারে। তাই ইউএসবি পোর্টসহ পুরো মাদারবোর্ড মাঝেমধ্যে ভালভাবে পরিষ্কার করতে হবে।

ধন্যবাদ,ভাল থাকবেন সবাই

Level 2

আমি সুজন কুমার দে। ফ্রিল্যান্সার, মেন্টর, ট্রেইনার, উদ্যোক্তা, টপ রেটেড ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, সিরাজগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm Sujon Kumar Dey, I'm Certified Full Stack Web Developer. Working as a developer, freelancer, mentor, trainer as well as an entrepreneur. I'm Top Rated Freelancer on Upwork, Rising talent on Fiverr, also doing remote jobs, some international projects, local projects too.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

helpful tune….

Level New

Favoriteপ্রিয় টিউনস এ রাখলাম । ধন্যবাদ । 🙂

ধন্যবাদ

Level 0

valo

এটাই খুঁজছিলাম ।ধন্যবাদ

আমি ইউ এস বি হাব কিনে এই প্রবলেম এ পরছিলাম

Level 0

জটিল। ভাই তুমি এই ট্রিক টা দিয়ে খুব সাহায্য করলে।

Level 2

টিউনটার প্রয়োজন ছিল।ধন্যবাদ!

Very very helpful. I will try when I will face this problem. I added this tune to favourite.

ভাই আপনার এই ট্রিক টা দিয়ে খুব সাহায্য করলে। আমি অনেক দিন যাবত এই সমস্য ভোগ করচিলাম thank you

ধন্যবাদ ভাই ।

আপনাদেরও ধন্যবাদ

    @রেজওয়ানুল জান্নাত: @রেজওয়ানুল জান্নাত: @সুজন কুমার দে: ভাই আমার নতুন ল্যাপটপ ১৫ দিন আগে কিনেছি । এটার ও একই সমস্যা । রংপুরে রায়ান্স থেকে কিনেছি । এরকম সমস্যা হওয়ার পর অফ অন করলে ঠিক হয় আবার অনেক সময় অন অফ করলেও ঠিক হয় না । আমি সার্ভিসে দিছি কলকে ওরা আমাকে আজকে ফোন দিলে বলল যে ঢাকা পাঠাতে হবে । আমি বলেছি যে ঈদের পর দিব । এখন কথা হচ্ছে যে এটা কী সিরিয়াস কোন সমস্যা এবং ওরা কী সমস্যা সমাধান করে দিতে পারবে ? রিপলে দিলে খুশি হব

আমি জানালা-৭ ইউজার।বাংলালাওন ইওস করি।কিছুদিন আগে দেখলাম আমি কোন software বা কোন e-book download করার সময় download কমপ্লিট হওয়ার একটু আগে download failed দেখায়। এছাড়া গুগল বা কোন ওয়েবসাইট এর পিকচার ফুল আসেনা।আসলেও করাপ্টেড দেখায়। পিকচার ডাউনলোড করলেও একি অবস্থা থাকে।এছাড়া ইউটিউব আর ভেডিও ডাউনলোড হলেও তা ওপেন হয়না।আমি উইন্ডোজ ইন্সটল দেওয়ার পরো তা ঠিক হয়নি।
বিঃদ্রঃ আমি mp3 ডাউনলোড করতে পেরেছি।আমি avira internet security suite ব্যাবহার করি জা কিনে নিয়েছিলাম।
এখন দয়া করে আমাকে help করবেন।এখন আমার কি করা উচিত plz জানাবেন………

Level 2

Tune pore dill khush hoe gese.
Purai Osthir tune.

Level 0

9c vai ami jokhon cable use kori tokhon amar modem canection sere dey er ki kuno somadan ase thakle plz den
cable 10m

Level 0

Ami recent Lenovo laptop kinechi. Tate Win 8 OS ache original. Kintu Ami jokhn Win 7 setup dicchi tokhn Winndows starting asar por e Blue Screen chole asche. Ki korle etar solve hobe ektu keo janale khub valo hoto

এই সমসা্টা আমার একমাত্র শত্রু হয়ে দাড়িয়েছিল-Thanks