আসসালামুয়ালাইকুম...
আশাকরি আপনারা সবাই ভাল আছেন। টিউনার বাড়িতে আমি এক নতুন পাখি।
আপনাদের সহয়তা পেলে আশাকরি আরো ভাল কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারব।
সরাসরি মূল আলোচনায় চলে আসি। SSL error connection হচ্ছেঃ Secure Sockets Layer. যা Server Certificate নামেও পরিচিত। এস,এস,এল এরর হলে আপনি যে সমস্যায় পরবেন তা হলঃ আপনি বিশেষ কিছু সাইটে সরাসরি এন্টার করতে পারবেন না। অনেক সময় Process Anyway নামে একটা অপশন থাকে। ক্লিক করে দেখতে পারেন; আপনার কাংখিত সাইটে যাওয়া যায়কিনা! যদি না যায় কি করবেন? টেনশেনের করার কারন নাই। তার কারণ হল আপনার কম্পিউটার এর মাইক্রোসফট সার্টিফিকেট ভ্যান হয়ে গেছে। SECURE SOCKET LAYER (SSL) এর Certificate ৯০দিন এর জন্য ফ্রী পেতে পারেন এবং আপনি চাইলে এর আপগ্রেড ভার্সনও ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ http://www.instantssl.com/free-ssl-certificate.html/
ডাউনলোড করার পর সার্টিফিকেট গুলো ইন্সটল করে নিন। তারপর আপনার কম্পিউটার একবার রিস্টার্ট করে নিন। ব্যাস হয়ে গেল।
এর পরও যদি না হয় আর কি করা? সমস্যা যখন সৃষ্টি হল, সমাধান নিশ্চয় হবে! আমার আর একটা ট্রিক্স জানা আছে...নিশ্চিত কাজ দিবে।
আশাকরি আপনারা সবাই প্রক্সি সম্পর্কে জানেন। প্রক্সি ব্যবহার করেও আপনি আপনার কাংখিত সাইট গুলোতে প্রবেশ করতে পারেন। নিচে কয়েকটা Proxy Site এর অ্যাড্রেস দেওয়া হল।
আমার পোষ্টটি আপনাদের ভাল লাগলে কমেন্ট করতে ভুল করবেন না। কিন্তু আপনাদের সহয়তা আমাকে অনুপ্রেরণা যোগাবে। ভাল থাকবেন।
সবাইকে ধন্যবাদ।
প্রথম প্রকাশঃ http://toronggo.com/?p=112
আমি আসিফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
না জেনে শুনে পোস্ট করা উচিৎ না । এসএসএল সার্টিফিকেট এমন কিছু না যে সেটা আপনি আপনার কম্পিউটার এ ইন্সটল করবেন । এটা সার্ভার এ ইন্সটল করা হয় ডেডিকেটেড আইপির সাথে । আর আপনার কম্পিউটার এ যদি এসএস্এল সার্টিফিকেট এর ইরর দেখার তার দুটি কারন হতে পারে । আপনার কম্পিউটার এর তারিখ এবং সময় ঠিক নাই । এখনই তারিখ এবং সময় ঠিক করে নিন , এই সমস্যা আর দেখতে হবে না। দ্বিতীয় কারন হতে পারে আপনি যে ওয়েবসাইট ভিসিট করার চেষ্টা করছেন সেটার হয় এসএসএল সার্টিফিকেট নাই অথবা এক্সপায়ার হয়ে গেছে । দ্বিতীয় ক্ষেত্রে আপনার কিছুই করার নাই ।Show me anyway তে ক্লিক করে এগিয়ে যান ।