কিছু দারুন অসাধারন গেমিং মাদারবোর্ড …………… পর্ব ১

আসস্লামু আলাইকুম

আশা করি সকলেই ভাল আছেন । মাদারবোর্ড একটি কম্পিউটারের মাতৃভুমি । মাদারবোর্ড এর মাধ্যমেই পার্সোনাল কম্পিউটার গঠন করা শুরু হয় । আর সেই মাদারবোর্ড যদি হয় আসাধারন তাহলে ত কোন কথাই নাই । আজ কিছু অসাধারন মাদারবোর্ড এর ছবি আপনাদের সাথে শেয়ার করব । খুব ই এক্সপেঞ্চিভ হলেও  মাদারবোর্ড গুলো যেমনি দেখতে ঠিক তেমনি পারফরমেঞ্ছে । এই পর্বে শুধু মাত্র ইন্টেলের মাদারবোর্ড নিয়ে লিখলাম ।

ইন্টেল চিপসেটের  মাদারবোর্ড ..........................................

                                                                                     ASUS B 85pro Gamer

ইন্টেল ৪র্থ জেনারেশন এর কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/ছেলেরন Processors ব্যবহার করা যাবে । ইন্টেল টার্বো বুসট ২.০ সাপোর্টেড । সকেট LGA ১১৫০ । র‍্যাম স্লট ৪ টি , DDR3 ৩২ জিবি ১৬০০ MHz সাপোর্টেড । ক্রস্ফায়ার এক্স সাপোর্ট করলেও এসএলআই সাপোর্ট করেনা । ৪ টি PCIe ও একটি PCI স্লট । ইউএসবি ৩.০ পোর্ট ২টি ও ২.০ পোর্ট ৪ টি । ps/2 পোর্ট ২ টি ।

দাম = ১১০০০ টাকা

 

                                                                                 ASUS Z87-PRO(V EDITION)

ইন্টেল ৪র্থ জেনারেশন এর কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/ছেলেরন Processors ব্যবহার করা যাবে । ইন্টেল টার্বো বুসট ২.০ সাপোর্টেড । সকেট LGA ১১৫০ । র‍্যাম স্লট ৪ টি , DDR3 ৩২ জিবি ৩৩০০ MHz সাপোর্টেড । ক্রস্ফায়ার এক্স ও এসএলআই সাপোর্ট করে । ৫ টি PCIe ও ২টি PCI স্লট । ইউএসবি ৩.০ পোর্ট ৬টি ও ২.০ পোর্ট ২ টি । ps/2 পোর্ট ১ টি ।

দাম = ২২০০০ টাকা

 

SABERTOOTH Z97 MARK 1

ইন্টেল ৪র্থ জেনারেশন এর কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/ছেলেরন Processors ব্যবহার করা যাবে । ইন্টেল টার্বো বুসট ২.০ সাপোর্টেড । সকেট LGA ১১৫০ । র‍্যাম স্লট ৪ টি , DDR3 ৩২ জিবি ১৬০০ MHz সাপোর্টেড । ক্রস্ফায়ার এক্স ও এসএলআই সাপোর্ট করে । ৪ টি PCIe ও একটি PCI স্লট । ইউএসবি ৩.০ পোর্ট ৬টি ও ২.০ পোর্ট ২ টি । ps/2 পোর্ট  টি ।

দাম = ১৯৩০০ টাকা

Rampage V Extreme

এটি এক্সট্রিম মাদারবোর্ড ।ইন্টেল ৪র্থ জেনারেশন এর কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/ছেলেরন Processors ব্যবহার করা যাবে । ইন্টেল টার্বো বুসট ২.০ সাপোর্টেড । সকেট LGA ১১৫০ । র‍্যাম স্লট ৮ টি , DDR3 এবং DDR4, ৬৪ জিবি ৩৩০০ MHz পর্যন্ত সাপোর্টেড । ক্রস্ফায়ার ও এসএলআই সাপোর্ট করে । ৪ টি PCIe ও একটি PCI স্লট । ইউএসবি ৩.০ পোর্ট ৮টি ও ২.০ পোর্ট ২ টি । ps/2 পোর্ট নেই । ডিসপ্লে ও এইচ ডি এমাই পোর্ট আছে । আসলে এর গুনাগুন বলে শেষ করা প্রায় অসম্ভব । আধুনিক সকল প্রজুক্তি ব্যবহার করা হয়েছে এটিতে ।

দাম = ৪৮০০০ টাকা

 

Gigabyte G1 Sniper Z6

ইন্টেল ৪র্থ জেনারেশন এর কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/ছেলেরন Processors ব্যবহার করা যাবে । ইন্টেল টার্বো বুসট নেই । সকেট LGA ১১৫০ । র‍্যাম স্লট ৪ টি , DDR3 ৩২ জিবি ৩০০০ MHz সাপোর্টেড । ক্রস্ফায়ার এক্স সাপোর্ট করলেও এসএলআই সাপোর্ট করেনা । ৪ টি PCIe ও ২টি PCI স্লট । ইউএসবি ৩.০ পোর্ট ২টি ও ২.০ পোর্ট ৪ টি । ps/2 পোর্ট ১ টি ।

দাম = ১৭৩০০ টাকা

 

Gigabyte G1 Sniper 3

ইন্টেল ৩য় জেনারেশন এর কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/ছেলেরন Processors ব্যবহার করা যাবে । ইন্টেল টার্বো বুসট ২.০ সাপোর্টেড । সকেট LGA ১১৫৫ । ক্র‍্যাশ l3 । র‍্যাম স্লট ৪ টি , DDR3 ৩২ জিবি ২৮০০ MHz সাপোর্টেড । ক্রস্ফায়ার এক্স ও এসএলআই সাপোর্ট করে । কিলার ল্যান ব্যবহৃত বোর্ড । ৭ টি PCIe ও কোন PCI স্লট নেই  । ডুয়েল বায়স ।  ইউএসবি ৩.০ পোর্টদু ৬  টি ও ২.০ পোর্ট নেই। ps/2 পোর্ট ১ টি ।

দাম = ১৬০০০ টাকা

 

Gigabyte G1 sniper 5

ইন্টেল ৪র্থ জেনারেশন এর কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/ছেলেরন Processors ব্যবহার করা যাবে । ২তি এইচডিএমাই ও ১ টি ডিসপ্লে পোর্ট । সকেট LGA ১১৫০ । র‍্যাম স্লট ৪ টি , DDR3 ৩২ জিরত৩০০০ MHz সাপোর্টেড । ক্রস্ফায়ার এক্স ও এসএলআই সাপোর্ট করে । ৭ টি PCIe ও কোন  PCI স্লট নেই । ইউএসবি ৩.০ পোর্ট ৬ টি ও ২.০ পোর্ট ২ টি । ps/2 পোর্ট ১ টি ।

দাম = ৩৮০০০ টাকা

 

Gigabyte Z97 X U

ইন্টেল ৪র্থ ও ৫ম জেনারেশন এর কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/ছেলেরন Processors ব্যবহার করা যাবে । ইন্টেল টার্বো বুসট ২.০ সাপোর্টেড । সকেট LGA ১১৫০ । র‍্যাম স্লট ৪ টি , DDR3 ৩২ জিবি ৩০০০ MHz সাপোর্টেড । ক্রস্ফায়ার এক্স ও এসএলআই সাপোর্ট করে । ৬ টি PCIe ও  কোন PCI স্লট নেই । ইউএসবি ৩.০ পোর্ট ৪ টি ও ২.০ পোর্ট ২ টি । ps/2 পোর্ট ১ টি । কিলার ল্যান ও উইন্ডোজ ৭ /৮ সাপোর্ট করে ।

দাম = ৪০,০০০ টাকা

 

MSI B75A G45 Gaming

ইন্টেল ২য় ও ৩য় জেনারেশন এর কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/ছেলেরন Processors ব্যবহার করা যাবে । মিলিটারি বায়স ৩ । সকেট LGA ১১৫৫ । র‍্যাম স্লট ৪ টি , DDR3 ৩২ জিবি ১৬০০ MHz সাপোর্টেড । ক্রস্ফায়ার এক্স সাপোর্ট করলেও এসএলআই সাপোর্ট করেনা । ৩ টি PCIe ও একটি PCI স্লট । ইউএসবি ৩.০ পোর্ট ২টি ও ২.০ পোর্ট ৪ টি । ps/2 পোর্ট ১ টি ।

দাম = ৯০০০ টাকা

আজকে এ পর্যন্তই আগামি পর্বে AMD  মাদারবোর্ড সম্পর্কে লিখব ইন্সা আল্লাহ ।

Level 2

আমি মাহফুজুর রহমান বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

@মাহফুজুর রহমান বিপ্লব, সুন্দর টিউন। প্রত্যেকটা মাদারবোর্ড এর সাথে দামটা অ্যাড করলে এবং একটার সাথে আরেকটার তুলনা করলে ভালো হত। তাহলে সহজেই বুঝা যেত দাম অনুযায়ী কোনটা বেস্ট।

    @joynal.abd: ভাই টিউমেন্ট এর জন্য ধন্যবাদ । দাম গুলো দিলাম কিন্তু তুলনা করা একটু কঠিন ভিধায় দিতে পারলাম না ।

Level 0

এক কথায় অসাধারন। কিন্তু প্রত্যেকটা মাদারবোর্ড এর সাথে দামটা অ্যাড করলে আরও ভালো হত। ধন্যবাদ এবং এরকম আরও Post ‍চাই।

Level 0

আর একটু বিস্তারিত লিখলে ভাল হত।

এত কম দামী কেন?

গেমিং মাদারবোর্ড গুলোর দাম বেশি হয়ে থাকে সচরাচর ।

আমার একটা ইনটেল কোর টু ডু ২.৯৩ প্রসেসর আছে আমি একটা ভাল মাদারবোড কিনতে চাই কোনটা কিনলে ভাল হবে

    @মিস্টার রাজু: গেমিং এর জন্য Intel DP45SG Extreme ( গ্রাফিক্স কার্ড আবশ্যক) দামঃ ৯০০০ টাকা, আর নরমাল ইউজ এর ক্ষেত্রে ইন্টেল dg41 সিরিজের মাদারবোর্ড দামঃ ৪৫০০ টাকা