হ্যালো গাইজ,
আমার জানামতে টিটিতে অনেক কম্পিউটার প্রেমী আছেন যারা দিনে ১০ থেকে ১৮ ঘন্টা পিসির সামনে কাটান। আমি বা আপনি অনেকেই কিন্তু জানি না বর্তমান পৃথিবীর সবথেকে মুল্যবান কম্পিউটার কোনগুলো। আসেন আজ জেনে নেই।
বিশাল ! কি বলেন । হ্যা, এটি বর্তমান জমানার সবথেকে দামী কম্পিউটার। ডেক্সটপ বলবো নাকি ? না থাক। মোট ১৫ টি স্ক্রিন ব্যাবহার করে তৈরী করা জন্ত্রটার ক্ষমতা বারিয়ে নিয়ে ৩০ টি ডিসপ্লে ও অর্ডার করতে পারেন। আর এজন্য আপনাকে শুরুতেই খরচ করতে হবে ৮০ লক্ষ ডলার !!!!! কনফিগারেশন সম্পর্কে আমার কোন ধারনা নাই, দাম শুনে মাথা হ্যাং হয়ে গেছে।
টিউলিপ ইগো নামের নোটবুক টিতে ব্যাবহার করা হয়েছে ৮০ ক্যারেটের হোয়াইট গোল্ড যা কোন সম্ভ্রান্ত নারী অলংকার হিসেবে ব্যাবহার করতে পারলে বর্তে যাবেন। এর ভ্যালূ আরো বাড়িয়ে দিয়েছে ব্যাবহৃত সেরা মানের হীরে গুলো।
সাদা সোনা, হীরা এর দাম তো একটু বেশী হবেই। জী ৩৫৫,০০০ মার্কিন ডলার।
আমরা বাংলাদেশী রা হস্তশিল্পের দাম না দিলেও বাইরের দেশ গুলোতে এর কিন্তু অনেক দাম। বোঝা যায় ট্রুভিয়া ই পিসি নামের ডেক্সটপ কে দেখলে। জী, কিছু সুক্ষ পার্টস ছারা প্রায় সম্পুর্ন টাই হাতে তৈরী। দাম আগের গুলো থেকে অবশ্য কম। ৫৫,০০০ মার্কিন ডলার। মানে ৪৪,০০০০০ টাকা মাত্র।
১৬ গিগাবাইট র্যাম আর এক টেরা বাইট হার্ডডিস্ক এর দাম কেন এত তা আমার বোধগম্য হয়নি। তবু ক্ল্যাসিক আর ব্র্যান্ড বলে কথা। জী,টেক জায়ান্ট এ্যাপল এর তৈরী করা জি ফাইভ মডেলের এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট টির মুল্য ২৫,০০০ মার্কিন ডলার। ( বাবারে!!! ) অবশ্য এর বডি খুবি উচ্চমানের এ্যালুমিনিয়াম দিয়ে তৈরী।
৪ গিগাবাইট র্যাম আর ২ টেরাবাইট হার্ডডিস্ক , ডুয়েল কোর প্রসেসর নিয়ে তৈরী হবা সুপার স্ট্যান্ডার্ড আউটলুকের এই পিসির দাম ধরা হয়েছিলো ২৪০০০ ডলার।
( আমি এগুলো দেখে অনেক টাই অবাক। এত দাম দিয়েও কেউ কেনে এগুলো ? অবশ্য ভাই , যার যেমন সামর্থ্য তার তেমন ইচ্ছে। এ কারনেই হয়তো বসুন্ধরা সিটির ২ হাজার টাকা দামের গেঞ্জি আজিজ মার্কেটে ২০০ টাকায় পাওয়া যায়, দয়া করে কেউ গুনগত মান কি কোয়ালিটি ব্র্যাণ্ড নিয়া প্রশ্ন তুলবেন না । আমার জন্য ভালো জিনিষ ই ভালো। দেখতে সুন্দর কি দামী ব্র্যান্ড দেখতে দেখতে আজ আমাদের অবস্থা অতি করুন। }
লেখা টি এর আগে আমার ব্লগ ফাজলামী ডট কম এ প্রকাশিত।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
এখন জানলাম।