অনেক সময় আমাদের ব্যাবহারকৃত পেন্ড্রাইভ Write Protected হয়ে যায় বা দেখায়। এমন অবস্থায় এতে না করা যায় কিছু কপি করা আর না করা যায় কিছু পেস্ট করা। Write Protection অবস্থায় পেন্ড্রাইভ ফ্ল্যাশ দেওয়া ও যায় না। এর থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি।
তো নিচের স্টেপগুলো ঠিকঠাক মতো ফলো করুন।আশা করি আজ থেকে আপনিও পারবেন আপনার পেন্ড্রাইভের Write Protection কে ঝেটিয়ে বিদায় করতে 😀 নিচের ছবিটা লক্ষ্য করুন। পেন্ড্রাইভ Write Protection এ থাকলে এমনই একটা বার্তা প্রদর্শন করে।
এরপর Registry থেকে বের হয়ে কম্পিউটার রিস্টার্ট দিন। আপনার কাজ শেষ। এখন চেক করে দেখুন আপনি পেনড্রাইভের Write Protection কে পুরাই বিদায় করতে পেরেছেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ।
আমি সাকির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাদের জীবনটাই একটা ম্যাজিক এর Stage. হঠাৎ করে আমরা আসি আবার হঠাৎ করেই চলে যাই। এর মাঝে যতটা পারি অন্যকে চমকে দেয়ার চেস্টা করি।এমনই একটা ছোট্ট প্রয়াস আমারও.....
ধন্যবাদ শেয়ার করার জন্য ।