আমাদের দেশের লেখকদের লেখা বাংলা বই (কম্পিউটার, ইন্টারনেট, ব্লগিং, ওয়েব ডিজাইন, এস ই ও, গ্রাফিক্স ইত্যাদি বিষয়)

টিউন বিভাগ কম্পিউটিং
প্রকাশিত
জোসস করেছেন

বাংলায় লেখা ভাল কম্পিউটার বিষয়ক বই বাজারে প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আবার সব বিষয়ের উপর বই লেখাও হয় না পাওয়াও যায় না। আর তাই তখন গুগল সার্চের শরনাপন্ন হতে হয়, খুঁজতে হয় বিভিন্ন ফোরাম বা ব্লগ/সাইট। বিভিন্ন সময় বিভিন্ন টিউন থেকে, সাইট থেকে, কেনা সিডি থেকে সংগ্রহ করা বেশ কিছু বাংলা বই ও টিউটোরিয়াল আর্টিকেল নিয়ে আমার আজকের টিউন। খুব সম্ভবতঃ এগুলোর সবই কপিরাইট মুক্ত আর বিতরণযোগ্য। বইয়ের বিষয়গুলো আমাদের সবার জন্য বেশ কাজের। তবে আসুন দেরি না করে শুরু করি, দেখি কি কি আছেঃ

বেসিক কম্পিউটার ও কম্পিউটিংঃ

কম্পিউটার ফান্ডামেন্টাল (মোঃ কামরুল হাসান বাপ্পি)

বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং (মোঃ শরিফুল ইসলাম লিংকন)

ইন্টারনেট এন্ড ইমেইল (মোঃ কামরুল হাসান বাপ্পি)

গুগলের কতটুকু ব্যবহার আমরা করি বা করতে জানি-গুগল সার্চের কিছু প্রয়োজনীয় টিপস (অদৃশ্য)

উবুন্টু লিনাক্স ৯.০৪ (জন্টি জ্যাকালোপ) সহায়িকা (বিএলইউএ ডকুমেন্টেশন টিম)

মাইক্রোসফটঃ

মাইক্রোসফট ওয়ার্ড (মোঃ কামরুল হাসান বাপ্পি)

মাইক্রোসফট পেইন্ট (মোঃ কামরুল হাসান বাপ্পি)

মাইক্রোসফট এক্সেল (৭ ও ১০) (মাইনুল হক হিরা)

ওয়েব ডিজাইনিং ও ব্লগিংঃ

HTML শিখুন (পর্ব ১ ও ২) (মোহাম্মদ আহসানুল হক শোভন)

HTML 4.0.1 ই-বুক (আবদুল্লাহ আল ফারুক)

এডভান্স ব্লগার-নিজে নিজে ব্লগার শেখার এক অন্যন্য পদ্ধতি (মোঃ ইফতেখার আলম)

জুমলা ইন বাংলা (পার্থ সারথি কর)

বাংলায় জুমলা! ২য় সংস্করণ (পার্থ সারথি কর)

ওয়ার্ডপ্রেস প্লাগ-ইন ডেভেলপমেন্ট (মোঃ লিটন আরেফিন)

ওয়ার্ডপ্রেস সিকিউরিটি (রিজোয়ান নিয়াজ রায়ান)

ওয়ার্ডপ্রেস থীম ডেভেলপমেন্ট (নাজমুল হাসান রূপক)

ওয়ার্ডপ্রেস টিউনিং (ট্রিপল এস)

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল (প্রাথমিক) (আরিফুল ইসলাম শাওন)

ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা (ফয়সাল শাহী)

অ্যাপাচি-পি এইচ পি-মাইএসকিউএল (হাসিন হায়দার)

গ্রাফিক্স ও পাবলিশিংঃ

অ্যাডোব ফটোশপ (মোঃ কামরুল হাসান বাপ্পি)

অ্যাডোব ইলাস্ট্রেটর ৯.০ (মোঃ কামরুল হাসান বাপ্পি)

কোয়ার্ক এক্সপ্রেস ৭.০ (মোঃ কামরুল হাসান বাপ্পি)

ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ (মোঃ কামরুল হাসান বাপ্পি)

অটোক্যাড (মোঃ কামরুল হাসান বাপ্পি)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ

গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (জাকারিয়া চৌধুরী ও পার্থ সারথি কর)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল (মোঃ রেজওয়ানুল আলম)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (মোঃ মিজানুর রহমান)

বিবিধঃ

কম্পিউটারের জাদুকর (আহমেদ শামসুল আরেফীন)

ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জন (বাংলা টিউটর)

ফ্রিল্যান্সার.কম-একটি পরিপূর্ণ "ফ্রিল্যান্সার" টিউটোরিয়াল গাইড (আরিফুল ইসলাম শাওন)

বাংলা উইিকিপিডয়া (রাগিব হাসান)

উইকিপিডিয়া সহায়িকাঃ দ্বিতীয় পাঠ (রাগিব হাসান)

ই-পৃথিবী (ম্যাগাজিন)-জুলাই ২০১১

প্রযুক্তি কথন (ম্যাগাজিন)-সেপ্টেম্বর ২০০৮

আশা করি বইগুলো আপনাদের সবার কাজে লাগবে। সবাই ভাল থাকুন।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বইগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

Download hoy na.

    @arif456: প্রতি বইয়ের নামে ক্লিক করলে আপনাকে copy.com এর পেজে নিয়ে যাবে, সেখানে স্ক্রিনের নিচে মাঝখানে Save দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

    @মো: আশরাফুল সরকার (ছাদ্দাম): আপনাকেও ধন্যবাদ

জোরে একটা ধন্যবাদ এগুলো শেয়ার করার জন্য।

    @Mosharaf Tanvir: আপনাকেও জোরে একটা ধন্যবাদ 🙂

Level 0

আপনাকে অঅঅনেক অনেক ধন্যবাদ! 🙂

Level 0

আমার জানা সবচেয়ে উত্তম ভাষায় আপনাকে জানাই অনেক. ধন্যবাদ।

    @mizan4: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

Level 2

কঠিনত ভাই

Level 2

প্রিয় টিউনসে যুক্ত কর নাইলে পস্তাইবা ভাই

অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিছু বই আমি খুজসিলাম।একজন এসব বুক নিয়ে টিউন করেছিল অনেকদিন আগে।আমি তারে মেইল করে বলেছিলাম লিঙ্কগুলো দিতে।সে আমাকে বলে ১০০ টাকা দিয়ে সব বই নিতে অথবা প্রতিটা বই ২০টাকা 🙁

খুব ভাল

Level 2

apnake oshonkho dhonnobad. eto sundor pdf collection dewar jonno.

Level 0

Vai…. book gular jonno thanks.

vai…. mikrotik er kono book thakle…plzzzzz share koren.

    @emoninfobd: ধন্যবাদ, আপাতত নেই। পেলে দেব।

Thank you Bro….
Shob Book to download korlam….
Dekhi porte pari naki….
But ai tune ta post korar jonno again thanks Bro…..

    @Cleaver Munna: আপনাকেও ধন্যবাদ মুন্না ভাই

onek valo valo boi pelam. dhonnobadh. apnake

নাহ জাযাকাল্লাহ আপনাকে।

ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ নাই তো কি লিঙ্ক দিছেন কাজ করে না ।