টিটির সবাইকে আসসালামু-আলাইকুম। আসাকরি সবাই ভালো আছেন। অভ্র নিয়ে বলার তেম ন কিছু নেই। বাংলা ভাষাভাষী যারা লিখালিখি করেন তাদের জন্য অভ্রর বিকল্প অভ্রই। আজকে আমি OmicronLab Inc. তাদের Avra Keyboard(portable) softwareটিকে একটু ভাবে উপ্সথাপন করেছি । এবার নিচের লিঙ্ক থেকে অভ্র ডাউনলোড করে নিন--- এখানে ক্লিক করুন
--
###যে ড্রাইভ বা ফোল্ডারে রাখতে চান সেখানে ডাউনলোড করা অভ্র রার ফাইলটি আনরার করতে হবে ।
Screenshot দেখে সহজেই বুঝতে পারছেন কি কি করতে হবে। অনেক সময় কম্পিউটারে অভ্র ইন্সটল করলে বিজয়ের সাথে কনফ্লিট করে এবং কম্পিউটারে বাংলা লিখা এলোমেলো দেখায়। তখন এই অভ্র দারুন কাজে আসে। বাঙ্গালিরদের জন্য বাংলা লিখা পড়া আরও সহজ হোক এই আসা রেখে শেষ করছি।
আমার ব্লগ(চেষ্টা করছি) http://mushriful.blogspot.com
আমি Mushrif Rana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।