লিনাক্স বনাম অন্যান্য অপারেটিং সিস্টেম

সহজ কথায় বলতে গেলে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। আপনারা উইন্ডোজ যেভাবে আপনার কম্পিউটর বা ল্যাপটপে ব্যবহার করেন ঠিক তেমনিভাবে লিনাক্সও ডেস্কপট এবং ল্যাপটপে ব্যবহার করা যায়। তবে হ্যা, লিনাক্স এর বেশ কিছু বৈশিষ্ট আছে যা এটাকে অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে আলাদা করে রেখেছে। নিচে অন্যান্য অপারেটিং সিস্টেম এর সাথে লিনাক্স এর কিছু মিল দিলাম।

* অন্যান্য অপারেটিং সিস্টেম এর মত লিনাক্সেও ডেস্কটপ এবং সার্ভার ভার্সন আছে।

* এখানেও মুভি দেখা যায়, গান শোনা যায়, ছবি বা ভিডিও এডিট করা যায়, ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েণ্ট এর কাজ করা যায়।

* এখানেও ফাইল শেয়ারিং, বাংলা টাইপিং, বাংলা প্রিন্টিং, স্ক্যানিং, নরমাল ফাইলকে পিডিএফ সহ অন্যান্য দৈনন্দিন কাজ করা যায়।

* এখানেও মজিলা ফয়ারফক্স, অপেরা বা ক্রোম ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্রাউজিং, মজিলা থান্ডারবার্ড দিয়ে ইমেইল, ষ্কাইপ, ড্রপবক্স, গুগল ড্রাইভ, টিম ভিউয়ার ইত্যাদি বেশ মজা করেই ব্যবহার করা যায়।

সর্বোপরি উইন্ডোজ এর প্রায় সমস্ত কাজই এখানে করা যায়। তাহলে প্রশ্ন আসতেই পারে, যদি সব একই হয় তাহলে কেন লিনাক্স ব্যবহার করব? আসুন নিচে কিছু উত্তর দেখে নেই:

* যদিও উইন্ডোজ আপনি পাচ্ছেন ফ্রিতে বা ৩০টাকা দামের সিডিতে, আসলে এটা একটা চুরি করা মাল। (শুনতে খারাপ শোনালেও এটাই সত্যি!)

* উইন্ডোজ এ আপনি যা ব্যবহার করেছেন সবগুলি সফ্টওয়্যারই আপনি ফ্রিতে পেলেও সবগুলোই আসলে চুরি করা মাল।

* কোন সফ্টওয়ার পেলেই আপনার খোজেন এইটার crack কোথায় পাব? ইংরেজীতে সুন্দর একটা শব্দ  'crack' যার আসল কাজ হচ্ছে চুরি।

তাহলে আপনি আজ পযর্ন্ত যতগুলি সফ্টওয়্যার ব্যবহার করেছেন সবগুলিই আসলে চুরি করা সফ্টওয়্যার। তারমানে কি আপনি একটা মহাচোর???

অত্যন্ত দু:খের সাথে বলতে হচ্ছে উত্তরটা হবে 'হ্যা'। আপনার কাছে যুক্তি থাকতে পারে 'আমি তো আর চুরি করিনি, আমি ৩০ টাকা দিয়ে কিনেছি'। উত্তর আসতে পারে চুরি করা মাল টাকা দিয়ে কিনলে কি জায়েজ হয়ে যায়? আপনার সন্তানকে যদি কেউ চুরি করে বিক্রি করে দেয় তাহলে কি সে অন্য লোকের সন্তান হয়ে যায়।?

যাই হোক এইবার আসুন লিনাক্স এর কিছু সুবিধা নিয়ে আলোচনা করি।

* প্রথমত এই পুরোপুরি ফ্রি এবং আসলেই ফ্রি। আপনি আপনার পছন্দমত ভার্সন ডাউনলোড করে ইনষ্টল করে নিন, ব্যাস হয়ে গেল আপনার সম্পত্তি।

* এর অধিকাংশ সফ্টওয়্যার ই ফ্রি তাই কোন কিছু চুরি করতে হয় না বা চুরির দায় কাধে নিতে হয় না।

* আপনাকে কোন এ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে না কারন লিনাক্স এ ভাইরাস বা ট্রোজেন এ্যাটাক করতে পারে না।

* অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে আপনার প্রয়োজনীয় ফাইল ব্যকআপ করা নিয়ে বিরাট টেনশন করতে হবে না কারন এতে হোম পার্টিশন আলাদা করা যায়। এবার আপনার হাজারবার অপারেটিং সিস্টেম পরিবর্তন করুন, আপনার ফাইল এর কিছু হবে না।

* উইন্ডোজ এর জনপ্রিয় অধিকাংশ সফ্টওয়ার লিনাক্স এ ফ্রি পাওয়া যায় যেমন: পুরো অফিস প্যাকেজ, পিডিএফ, ফাইলজিলা, সমস্ত ব্রাউজার, থান্ডারবার্ড, VLC প্লেয়ার, ফটোশপের মতই 'ক্রিতা', অটোক্যাডের মত ড্রাফ্টসাইট, ওপেনশট ইত্যাদি আরও শত শত প্রোগ্রাম যা আপনি প্রতিদিন ব্যবহার করেন।

এই রকম আরও প্রচুর সুবিধা পাবেন লিনাক্স এ। নিজে ব্যবহার করা শুরু করুন দেখবেন এক সময় একে ছাড়তে পারবেন না।

আমার ফেইসবুক পেজ : https://www.facebook.com/bdlinux.org

আমার ব্লগ: http://www.bdlinux.org/

 

Level 0

আমি এ্যাপাচি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্স অবশ্যি একটি ভালো অপারেটিং সিস্টেম। আমি Windows 8.1 এর পাশাপাশি লিনাক্স ব্যবহার করি। কিন্তু আপনার সবগুলো ব্যাপারের সাথে আমি এক মত নই।
১। উইন্ডোস এর সবগুলো সফটওয়ার চুরি করা এটি তো ঠিক না। আমি যতটুকু মনে করি টাকা দিয়ে কিনতে হয় এমন প্রত্যেকটি সফটওয়ার এর বিকল্প ফ্রীওয়ার ভার্সন আছে।
আপনার Libre office উইন্ডোস এর জন্য আছে এছাড়াও ওপেন অফিস, কিংসফট অফিস।এরকম প্রায় প্রত্যেক সফটওয়ার এর ফ্রীওয়ার আছে। Adobe photoshop এর কাজ যেমন gimp দিয়ে করা গেলেও দুধের সাধ ঘোলে মেটানোর অবস্থা, এরকম উইন্ডোজ এর অনেক সফটওয়ার আছে।
২। আপনি বলেছেন প্রত্যেক উইন্ডোজ চুরি করা। ব্যবহারকারীদের ১০০ জনে ১০০ জনই চুরি করা উইন্ডোজ ব্যবহার করলেও ১০০০ জনে কিন্তু নয়। কারণ আপনি জানেন এখন অনেকে ল্যাপটপ এর সাথে বিল্ট ইন উইন্ডোজ সহ কেনেন। সে ক্ষেত্রে কিন্তু উইন্ডোজ টা জিনুইন থাকে। আর কম্পিউটার সেলস সেন্টার এ কিনার সময় যে উইন্ডোজ দেওয়া হয় আমি যতটুকু জানি সেটা জিনুইন থাকে।
৩। একেবারেই কম হলেও এখন কিন্তু লিনাক্স এও ভাইরাস এটাক হয়।
৪। এছাড়াও কিছু কিছু সফটওয়ার লিনাক্সে ব্যবহার করা যায় না।
যেমন- আমি গ্রামীণ এর মডেম (E1588) লিনাক্স এর কয়েকটি ভার্সন এ ট্রাই করেও ইন্সটল করতে পারি নাই, যদিও এটি লিনাক্স Compatible.

    Level 0

    @তুহিন: Vhai…amio ubuntu…windows 8.1 duelboot e use kori……

    ami shob dik theke…ubuntu kei point beshi dibo….ami windows only gamming er jonno use kori…..

    r apni linux er ja vhol bollen…tao thik……..kono OS e nikhut na……tobe linux oboshoi…..shob dik theke agia ase…….i mean……amader moto development country er jonno……free tai…vhalo……

    @তুহিন: ১। gmp না krita দেখুন, অনেক উপকার পাবেন।
    ২। ১ লাখের নিচে কোন কম্পউটারই অরিজিনিাল দিয়ে কেউ কেনে না। দেশে কত % ল্যাপটপ আছে এর দাম ১ লাখ এর বেশী? বিশ্বাস না হয় সেলস সেন্টার থেকে ল্যাপটপ নিয়ে অনলাইন আপডটে দিয়েই দ্যাখেন।
    ৩। “লিনাক্স এও ভাইরাস এটাক হয়” চমতকার জোকস। ভাইয়ের ব্যাকগ্রাউন্ড কি?
    ৪। আপনার আমার কথাটাই বলেছেন। আমি বলেছি গ্লাসটি অর্ধেক র্ভতি আর আপনি বললেন গ্লাসটি অর্ধেক খালী। আমি বললাম প্রায় সব কাজ করা যায় আর আপনি বলছেন কিছু কাজ করা যায় না।
    গত ছয় বছরে আমি এমন কোন গ্রামীন মডেম পাইনি যেটা আমি লিনাক্স এ ব্যবহার করতে পারি নাই।

      @এ্যাপাচি:
      ১। যাহোক আমি লিনাক্স সেইভাবে ব্যবহার করিনা। তাই অত কিছু জানিনা। ক্রিটা সম্পর্কে আমি জানতামনা। এখন দেখবো।
      ২। ৫৩ হাজার টাকার মধ্যে HP এর উইন্ডোজ সেভেন সহ ল্যাপটপ আছে, মডেল এখন আমার মনে নেই। BCS Computer City-তে আপনি দেখতে পারেন। উইন্ডোজ ছাড়া যেটার দাম ৪৭ হাজার টাকা। আমি রায়ান কম্পিউটারসহ কয়েকটাতে দেখেছি কয়েকমাস আগে। আর তাছাড়া এখন দেশের বাইরে থেকে যে ল্যাপটপ আসে তাঁর ৮০% বিল্ট ইন উইন্ডোজ।
      ৩। লিনাক্স এ ভাইরাস বা ম্যালওয়ার এটাক হয় এরকম আপনার মতই কোন লিনাক্স বোধ্যার কাছ থেকেই শুনেছিলাম। আমার কখনো এটাক হয়নি।
      ৪। আচ্ছা মানলাম এটা লিখে আমি খুব গর্হিত অপরাধ করে ফেলেছি।
      ৫। আমি লিনাক্স ঠিক মত বুঝে উঠতে পারিনাই বলে আমার কাছে এখনো উইন্ডোজ ভালো লাগে। আপনার মত যখন বুঝতে পারবো তখন পুরোপুরি লিনাক্স ব্যবহার করব।
      ওহ হে আমার উইন্ডোজ জিনুইন তবে সফটওয়ার অফিস আর ফটোশপ ছাড়া বাকিগুলো ফ্রীওয়ার। সেটা বড় কথা না যেহেতু উইন্ডোজ ব্যবহার করি অবশ্যই চুরি করা সফটওয়ার ব্যবহার করি।
      আপনার সাহায্য দরকার আমার গ্রামীণ মোডেম ইন্সটল দেওয়ার জন্য। আপনার Facbook or email ID দিলে আমি স্ক্রীনশট সহ ডিটেইল দিতাম।

        @তুহিন:
        ১। ধন্যবাদ
        ২। ব্রাদার, আমি বলেছি কত% লোকে কেনে? প্রতিটা ল্যাপটপেরই অরিজিনাল উইন্ডোজ ছাড়া একটা দাম থাকে এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে সেইটাই চয়েজ করি। কারন আমাদের দেশে এত টাকা দিয়ে ল্যাপটপ কিনতে এমনিতেই কষ্ট হয়, ৫০০ টাকা কমানোর জন্য আইডিবি থেকে এলিফ্যান্ট রোড পযর্ন্ত এক সপ্তাহ দৌড়াদৌড়ী করি তার উপর আবার ৬ হাজার টাকা বেশী দিয়ে অরিজিনাল??? আরও জানিয়ে রাখি, ৮০% নয় ২০% এর কম ল্যাপটপে অরিজিনাল ওএস থাকে।
        ৩। অপমানিত বোধ করলাম। আমাকে এমন কারও সাথে তুলনা করেছেন যে বলে, “লিনাক্স এও ভাইরাস এটাক হয়”।
        ৪। মোটেও না। অহেতুক মাইন্ডে নিয়া ঘুম নষ্ট কইরেন না। আপনার উত্তরগুলি আপনি শুধু লিখেছেন, কিন্তু এউডা হাজার লোক দেখেছে যাদের অনেকের একই রকম প্রশ্ন ছিল। আপনার উসিলায় তারাও উত্তর পাবে আশা করছি।
        ৫। ধন্যবাদ। আশায় থাকলাম এক সময় আপনিও আমার মত পোষ্ট দিবেন সবাইকে লিনাক্সএ উদ্বুদ্ধ করার জন্য।

        আপনার উপরের এত কুতুর কুতুর করার পর আমার লাভটা কি হয়েছে জানবেন? আপনার ঐ লাইনটি “১। যাহোক আমি লিনাক্স সেইভাবে ব্যবহার করিনা। তাই অত কিছু জানিনা। ক্রিটা সম্পর্কে আমি জানতামনা। এখন দেখবো” যখন আপনাদের মত ছেলেরা লিনাক্স এর ব্যবহার শুরু করবে লিনাক্স সিমাবদ্ধতা অনেক কমে আসবে।

        আপনার লিনাক্স এর ডিস্ট্রিবিউশন এর নাম এবং মডেম এর মডেলটা দিয়েন।

          @এ্যাপাচি: ZTE MF193A
          আমি Linux Mint 15 Olivia ব্যবহার করি।
          আমি নিম্নলিখিত ডিস্ট্রিবিউশন এ ট্রায় করেছি কিন্তু আমার জ্ঞ্যান স্বল্পতায় বলতে পারেন হয় নি।
          1. Netrunner
          2. Zorin
          3. Fedora
          4. Ubuntu
          5. Linux mint
          এর মধ্যে লিনাক্স মিন্ট ভালো লাগায় এটি ব্যবহার করি। এটাতে কিভাবে মডেম ইন্সটল করব বললে ভালো হয়। মডেম এর ভিতর ফাইল এ যেভাবে সেটআপ দিতে বলেছে তাতে ইনভেলিড দেখায়। এমনিতে কম্পাইল করার চেষ্টা করেছি কিন্তু No File Valid বলে।

          আপনি ভাইরাসের বিষয়ে যে মন্তব্য করেছিলেন সেটি অপমান সূচক ছিল তাই এভাবে বলেছি। Sorry…

          @এ্যাপাচি:

          মিন্ট এ প্লাগ আন করার পর দেখবেন অটো মাউন্ট হবে এবং ফ্লাশ ড্রাইভের মত দেখাবে। ভিতরে যান একটা টার ফাইল পাবেন PCL_Bengal_GP.tar.gz নামে। ঐটাকে আনটার করেন। এর ভিতরে install.sh file পাবেন। রুট মোডে গিয়ে ./install.sh রান করান। ইনষ্টল হয়ে আপনার ডেস্কটপে উইন্ডোজ এর মত একটা আইকন আসার কথা। এরপর সব উইন্ডোজ এর মতই।

          আর হ্যা, ৬৪বিট এ কাজ করবে না। গ্রামীনফোন ৬৪ বিট এর জন্য কাজ করছে, রিলিজ হলে তখন পারবেন। অন্য কোন মডেল ইনষ্টল থাকলে অবশ্যই আনইনষ্টল করে নিবেন। উইন্ডোজ মত অটো রিমুভ হবে না। আনইনষ্টল টুল ঐ ফোল্ডারে গ্রামীনফোন নামক ফোল্ডারের ভিতরে পাবেন।

          @এ্যাপাচি: তাহলে তো ভালো মুস্কিল হলো আমি তো সব ডিস্ট্রো ৬৪ বিট ডাউনলোড করি। এখনতো ইন্টারনেট এর জন্য ৩২ বিট ডাউনলোড করতে হবে। যাহোক আপনাকে ধন্যবাদ ইনফর্মেশন টি জানানোর জন্য।

        @তুহিন: আমি আজকেও জিপির সাথে কথা বলেছি, কিন্তু ওদের মতিগতি বিশেষ ভাল মনে হচ্ছে না। কয়েকদিনের মধ্যে গিয়া রুমির গলা চিইপা ধরতে হবে। তবে আপনারা কল সেন্টারে অভিযোগ দিয়েন তাহলে আমার সুবিধা হবে।

যুক্ত হোন বাংলাদেশের সবচেয়ে বড় এবং ফেসবুকের বিপরীতে সাইট Eshoha.com এ

    @টিউনার বিডি.নেট: ফেউসবুক ফিভার থেকে মুক্ত হলে অবশ্যই আপনারটাতে যুক্ত হব।

আমি ওপেন সোর্স সফটওয়্যার এর বিরুদ্ধে কথা বলবনা , তবে আমার মনে প্রশ্ন আসছে আপনি তো পাইরেটেড উইন্ডজ ইউজারদের চোর বললেন বুঝলাম।কিন্তু আপনি কি সব মুভি হলে গিয়ে দেখেন ? যখন অবৈধভাবে মুভি ডাউনলোড করেন তখন কি সেটা চুরির পর্যায়ে পরবেনা ?

    @মুন্না: 🙂

    Level 0

    @মুন্না: সহমত

    @মুন্না: চোর বলাতে গায়ে লাগল নাকি অন্য চুরির উদাহরন এই চুরি জায়েজ বানানোর চেষ্টা করছেন? আমাকে উত্তর দিতে হবে না, নিজেকে উত্তর দিন তাহলেই হবে। আর উত্তর দিতে না চাইলেও সমস্যা নাই। মাত্র ৫টি বছর অপক্ষা করুন, মাইক্রসফ্ট যখন আপনাদের ঘরে ঘরে গিয়ে র্সাচ করবে তখন তাদের ঐ যুক্তি দিয়েন। আর মাক্রসফ্টকে ঐ অধিকার আপনাদের সরকার চুক্তি করেই দিয়ে দিয়েছে।

ভাইরে চুরি তো কেউ ইচ্ছা কইরা করতে চায় না। কিন্তু সত্যি হল, লিনাক্স এখনও পুরোপুরি উইন্ডোসের বিকল্প হইতে পারে নাই। উইন্ডোসের চেয়ে লিনাক্সে কমান্ড টুল বেশি ব্যবহার করা লাগে যা খুবই বিরক্তিকর। আর লিনাক্সে উইন্ডোসের মত অফলাইনে সফটওয়্যার ইন্সটল করা যায়না। ফটোশপের মত অনেক প্রফেশনাল সফটওয়্যার যে লিনাক্সে নাই তা আর নাইবা বললাম।

    Level 0

    @অর্ধশূন্য: ekmot….. linux er aro time lagbe windows er equivalent hote..

    @অর্ধশূন্য: যারা মিডিয়াম পর্যায়ের এডিটিং করেন তাদের জন্য ক্রিতা অনেক ভাল সফ্টওয়্যার। আর যারা প্রফেশনাল তাদের কিনে ব্যবহার করা উচিত। আর যদি বলেন অটোক্যাডের কথা, ব্রিক্সক্যাড এবং ড্রাফ্টসাইটে কমান্ডসহ মিলে যায়।

    @এ্যাপাচি: ফটোশপে প্রফেশনাল কাজ করি। কিনে ব্যবহার করতে চাইলেও লিনাক্সে কি আর সেই উপায় আছে?

      @অর্ধশূন্য: না ফটোশপ লিনাক্স এ সাপোর্ট করবে না। তবে krita কেমন এডিটিং করে তার উদাহরণ হচ্ছে বাংলাদেশের মিনা র্কাটুন ২০১৪ এর দুইটি পর্বের কাজ করা হয়েছে ওটা দিয়ে।

Level 0

জনাব এ্যাপাচি, চুরির কথা যখন আসলই তখন আপনাকে একটা প্রশ্ন করি। আপনি বলছেন “যদিও উইন্ডোজ আপনি পাচ্ছেন ফ্রিতে বা ৩০টাকা দামের সিডিতে, আসলে এটা একটা চুরি করা মাল” আরও বলেছেন “এর অধিকাংশ সফ্টওয়্যার ই ফ্রি তাই কোন কিছু চুরি করতে হয় না বা চুরির দায় কাধে নিতে হয় না।” ভাল কথা।

তা আপনার ও এস খাটি আর এর এপস গুলো খাটি। তা এই খাটি ও এস আর খাটি এপস গুলো দিয়ে আপনি যে মুভি দেখেন আর গান শুনেন সেইগুলো কতখানি খাঁটি। জীবনে কয়টা মুভি আপনি অরিজিনাল কিনেছেন?? আর কয়টা গানের অরিজিনাল এ্যালবাম আছে আপনার ??

আমার প্রশ্ন গুলোর সমর্থক (পজিটিভ) উত্তর যদি আপনার কাছে থাকে তবে আপনাকে ধন্যবাদ জানাই ভাল জিনি বইধভাবে ব্যাবহার করার জন্য (ও এস, এপস, গানের এ্যালবাম, মুভি )।

আর যদি থাকে তবে আপনাকে পরামর্শ দেব অন্য কোথাও যেয়ে আপনার তথাকথিত চুরি আর ফ্রি র গান গাইতে। এখানে আপনার গান ভাল বিক্রি হবে না।

আর হ্যাঁ আগেয় নিজের সবকিছু জেনুইন করে নেন তারপর অন্নেরা কন জিনিশ কিভাবে ব্যাবহার করে সেটা নিয়ে মাথা ঘামাইয়েন এর আগে না। ধন্নবাদ।।

    @newboy: চোর বলাতে গায়ে লাগল নাকি অন্য চুরির উদাহরন এই চুরি জায়েজ বানানোর চেষ্টা করছেন? আমাকে উত্তর দিতে হবে না, নিজেকে উত্তর দিন তাহলেই হবে। আর উত্তর দিতে না চাইলেও সমস্যা নাই। মাত্র ৫টি বছর অপক্ষা করুন, মাইক্রসফ্ট যখন আপনাদের ঘরে ঘরে গিয়ে র্সাচ করবে তখন তাদের ঐ যুক্তি দিয়েন। আর মাক্রসফ্টকে ঐ অধিকার আপনাদের সরকার চুক্তি করেই দিয়ে দিয়েছে।

    @newboy: ভাই একটা ভাল পরামর্শ দেই, আপনি আমার পোষ্ট দেখলে avoid কইরেন। ধন্যবাদ।

@Tahmid Hasan: আপনার রিপ্লাই দেখে কষ্ট পেয়েছি। আমি আসলে ঐভাবে বলিনি। তবে অনুরোধ থাকবে ব্লগারদের টাকা দিয়ে মূল্যায়ন করবেন না।
আমি অবশ্যই আপনার ব্লগেও লিখব। তবে আরও কথা, আপনার পেজটি যথেষ্ট স্লো, আরও একটু বেশী দ্রুত লোড হলে ভিজিটর বেশী হবে।

দুইটা ধ্রুব সত্য কথা-
১। আমরা চোর (আমি সহ)
২। লিনাক্স এখনও পর্যন্ত personal user লেভেল এ পুরোপুরি উইন্ডোসের বিকল্প হইতে পারে নাই। আরও টাইম লাগবে

এগুলা নিয়া আর বিতর্কের কোন কারন দেখি না

    @অর্ধশূন্য: ধন্যবাদ। তবে ২য় পয়েন্টা কিন্তু বেশ জোরে শোরেই এগুচ্ছে। ১০ বছর আগের সুসি বা ম্যানড্রেক যেরকম ছিল এখনকার উবুন্টু বা লিনাক্সমিন্ট কিন্তু অনেক বেশী ভাল এবং কার্যকরি। newboy দের মত কিছু অকালপক্ক জ্ঞানপাপী কোন কিছু না বুঝে শুধু একটা বিতর্ক তৈরী করছে। এদের সবার বোঝা উচিৎ যে আপনারা যদি সবাই ব্যবহার শুরু না করেন তবে এই ডিস্ট্রিবিউশনে এর সীমাবদ্ধতা নিয়ে কেউ মাথা ঘামাবে না এবং এর সেই পর্যায়ে উন্নয়নও হবে না। সরকার টিফফা চুক্তি করার কারনে মাইক্রসফ্ট অধিকার পেয়েছে যে সে চাইলেই আপনার ল্যাপটপ চেক করতে পারে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। আমাদের পক্ষে আগামী ৫০ বছরেও অতিরিক্ত ৫০ হাজার টাকা খরচ করা লাইসেন্স করা সফ্টওয়্যার সম্ভব না। তাই এখন থেকেই বিকল্প শুরু করতে হবে।

লিনাক্স রক্স!! আমি উবুন্টু ১২.০৪ ভার্সন ব্যবহার করছি। বেশ চলছে। 😀 তবে মিন্ট-এর আউটলুকিং বেশি সুন্দর। সমস্যা একটাই মিন্টে অভ্র ইন্সটল করতে পারি নাই 🙁 তাই উবুন্টু ১২.০৪ ব্যবহার করছি। এখন স্মুথলি সব চলছে 😀

    @মিহিদানা: ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেন, অনেকের উপকার হবে।