সহজ কথায় বলতে গেলে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। আপনারা উইন্ডোজ যেভাবে আপনার কম্পিউটর বা ল্যাপটপে ব্যবহার করেন ঠিক তেমনিভাবে লিনাক্সও ডেস্কপট এবং ল্যাপটপে ব্যবহার করা যায়। তবে হ্যা, লিনাক্স এর বেশ কিছু বৈশিষ্ট আছে যা এটাকে অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে আলাদা করে রেখেছে। নিচে অন্যান্য অপারেটিং সিস্টেম এর সাথে লিনাক্স এর কিছু মিল দিলাম।
* অন্যান্য অপারেটিং সিস্টেম এর মত লিনাক্সেও ডেস্কটপ এবং সার্ভার ভার্সন আছে।
* এখানেও মুভি দেখা যায়, গান শোনা যায়, ছবি বা ভিডিও এডিট করা যায়, ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েণ্ট এর কাজ করা যায়।
* এখানেও ফাইল শেয়ারিং, বাংলা টাইপিং, বাংলা প্রিন্টিং, স্ক্যানিং, নরমাল ফাইলকে পিডিএফ সহ অন্যান্য দৈনন্দিন কাজ করা যায়।
* এখানেও মজিলা ফয়ারফক্স, অপেরা বা ক্রোম ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্রাউজিং, মজিলা থান্ডারবার্ড দিয়ে ইমেইল, ষ্কাইপ, ড্রপবক্স, গুগল ড্রাইভ, টিম ভিউয়ার ইত্যাদি বেশ মজা করেই ব্যবহার করা যায়।
সর্বোপরি উইন্ডোজ এর প্রায় সমস্ত কাজই এখানে করা যায়। তাহলে প্রশ্ন আসতেই পারে, যদি সব একই হয় তাহলে কেন লিনাক্স ব্যবহার করব? আসুন নিচে কিছু উত্তর দেখে নেই:
* যদিও উইন্ডোজ আপনি পাচ্ছেন ফ্রিতে বা ৩০টাকা দামের সিডিতে, আসলে এটা একটা চুরি করা মাল। (শুনতে খারাপ শোনালেও এটাই সত্যি!)
* উইন্ডোজ এ আপনি যা ব্যবহার করেছেন সবগুলি সফ্টওয়্যারই আপনি ফ্রিতে পেলেও সবগুলোই আসলে চুরি করা মাল।
* কোন সফ্টওয়ার পেলেই আপনার খোজেন এইটার crack কোথায় পাব? ইংরেজীতে সুন্দর একটা শব্দ 'crack' যার আসল কাজ হচ্ছে চুরি।
তাহলে আপনি আজ পযর্ন্ত যতগুলি সফ্টওয়্যার ব্যবহার করেছেন সবগুলিই আসলে চুরি করা সফ্টওয়্যার। তারমানে কি আপনি একটা মহাচোর???
অত্যন্ত দু:খের সাথে বলতে হচ্ছে উত্তরটা হবে 'হ্যা'। আপনার কাছে যুক্তি থাকতে পারে 'আমি তো আর চুরি করিনি, আমি ৩০ টাকা দিয়ে কিনেছি'। উত্তর আসতে পারে চুরি করা মাল টাকা দিয়ে কিনলে কি জায়েজ হয়ে যায়? আপনার সন্তানকে যদি কেউ চুরি করে বিক্রি করে দেয় তাহলে কি সে অন্য লোকের সন্তান হয়ে যায়।?
যাই হোক এইবার আসুন লিনাক্স এর কিছু সুবিধা নিয়ে আলোচনা করি।
* প্রথমত এই পুরোপুরি ফ্রি এবং আসলেই ফ্রি। আপনি আপনার পছন্দমত ভার্সন ডাউনলোড করে ইনষ্টল করে নিন, ব্যাস হয়ে গেল আপনার সম্পত্তি।
* এর অধিকাংশ সফ্টওয়্যার ই ফ্রি তাই কোন কিছু চুরি করতে হয় না বা চুরির দায় কাধে নিতে হয় না।
* আপনাকে কোন এ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে না কারন লিনাক্স এ ভাইরাস বা ট্রোজেন এ্যাটাক করতে পারে না।
* অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে আপনার প্রয়োজনীয় ফাইল ব্যকআপ করা নিয়ে বিরাট টেনশন করতে হবে না কারন এতে হোম পার্টিশন আলাদা করা যায়। এবার আপনার হাজারবার অপারেটিং সিস্টেম পরিবর্তন করুন, আপনার ফাইল এর কিছু হবে না।
* উইন্ডোজ এর জনপ্রিয় অধিকাংশ সফ্টওয়ার লিনাক্স এ ফ্রি পাওয়া যায় যেমন: পুরো অফিস প্যাকেজ, পিডিএফ, ফাইলজিলা, সমস্ত ব্রাউজার, থান্ডারবার্ড, VLC প্লেয়ার, ফটোশপের মতই 'ক্রিতা', অটোক্যাডের মত ড্রাফ্টসাইট, ওপেনশট ইত্যাদি আরও শত শত প্রোগ্রাম যা আপনি প্রতিদিন ব্যবহার করেন।
এই রকম আরও প্রচুর সুবিধা পাবেন লিনাক্স এ। নিজে ব্যবহার করা শুরু করুন দেখবেন এক সময় একে ছাড়তে পারবেন না।
আমার ফেইসবুক পেজ : https://www.facebook.com/bdlinux.org
আমার ব্লগ: http://www.bdlinux.org/
আমি এ্যাপাচি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিনাক্স অবশ্যি একটি ভালো অপারেটিং সিস্টেম। আমি Windows 8.1 এর পাশাপাশি লিনাক্স ব্যবহার করি। কিন্তু আপনার সবগুলো ব্যাপারের সাথে আমি এক মত নই।
১। উইন্ডোস এর সবগুলো সফটওয়ার চুরি করা এটি তো ঠিক না। আমি যতটুকু মনে করি টাকা দিয়ে কিনতে হয় এমন প্রত্যেকটি সফটওয়ার এর বিকল্প ফ্রীওয়ার ভার্সন আছে।
আপনার Libre office উইন্ডোস এর জন্য আছে এছাড়াও ওপেন অফিস, কিংসফট অফিস।এরকম প্রায় প্রত্যেক সফটওয়ার এর ফ্রীওয়ার আছে। Adobe photoshop এর কাজ যেমন gimp দিয়ে করা গেলেও দুধের সাধ ঘোলে মেটানোর অবস্থা, এরকম উইন্ডোজ এর অনেক সফটওয়ার আছে।
২। আপনি বলেছেন প্রত্যেক উইন্ডোজ চুরি করা। ব্যবহারকারীদের ১০০ জনে ১০০ জনই চুরি করা উইন্ডোজ ব্যবহার করলেও ১০০০ জনে কিন্তু নয়। কারণ আপনি জানেন এখন অনেকে ল্যাপটপ এর সাথে বিল্ট ইন উইন্ডোজ সহ কেনেন। সে ক্ষেত্রে কিন্তু উইন্ডোজ টা জিনুইন থাকে। আর কম্পিউটার সেলস সেন্টার এ কিনার সময় যে উইন্ডোজ দেওয়া হয় আমি যতটুকু জানি সেটা জিনুইন থাকে।
৩। একেবারেই কম হলেও এখন কিন্তু লিনাক্স এও ভাইরাস এটাক হয়।
৪। এছাড়াও কিছু কিছু সফটওয়ার লিনাক্সে ব্যবহার করা যায় না।
যেমন- আমি গ্রামীণ এর মডেম (E1588) লিনাক্স এর কয়েকটি ভার্সন এ ট্রাই করেও ইন্সটল করতে পারি নাই, যদিও এটি লিনাক্স Compatible.