ডেস্কটপ রাখুন পরিষ্কার, বারবার স্টার্ট মেনুতে যাওয়া থেকেও মুক্তি পান।

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন।

ডেস্কটপ পরিষ্কার রাখতে গেলে সবচাতে বড় সমস্যা হল অতি প্রয়োজনীয় প্রোগ্রামগুলোর জন্য বারবার স্টার্ট মেনুতে যাওয়া। বিশেষ করে উইন্ডোজ ৮ এ বিরক্তিটা একটু বেশিই। তাই ডেস্কটপ পরিষ্কার রাখার পাশাপাশি কিভাবে বারবার স্টার্ট মেনুতে যাওয়া থেকে বাঁচতে পারেন সেই সমাধান নিয়ে এলাম আজ। শুরুতেই বলে রাখি বিষয়টি হয়তো সবার জানা আছে। কিন্তু এভাবে হয়তো ভাবা হয়নি।

Recycle Bin সমস্যার সমাধান: রিসাইকেল বিন হাইড করতে ডেস্কটপের খালি জায়গায় মাউসের Right Button (Ctrl+Click For single button mouse) ক্লিক করুন। Personalize › Change Desktop icon› Than Uncheck Recycle Bin.

Start Menu তে যাওয়া থেকে মুক্তিঃ ডেস্কটপের খালি জায়গায় Right button ক্লিক করে একটি নতুন ফোল্ডার ‍খুলে আপনার পছন্দ সই একটি নাম দিয়ে দিন।  Program অথবা আপনার নামও দিতে পারেন। অতপর: আপনার প্রয়োজনীয় প্রোগ্রামগুলোর সমস্ত Desktop Shortcut ফোল্ডারটিতে রাখুন।

এবার Task bar এ Right button ক্লিক করে Toolbar এ গিয়ে New Toolbar Select করুন।

উইন্ডো থেকে আপনার কাঙ্খিত ফোল্ডারটি সিলেক্ট করুন।

এবার ডেস্কটপ থেকে ফোল্ডারটি Hide করে দিন। হা্ইড করতে ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে Properties এ যান। তারপর নিচের ছবি অনুসরণ করুন।

টাস্কবারে নতুন যে টুলবারটি যোগ করলেন তারপাশে অ্যারো চিহ্নটিতে ক্লিক করলে আপনার প্রত্যাশিত প্রোগ্রামগুলো দেখতে পাবেন। সেখানে নির্দিষ্ট প্রোগ্রাম আইকনে ক্লিক করলে সেই প্রোগ্রামটি চালু হবে।

নতুন কোন প্রোগ্রাম ইনস্টল করলে My computer এর View Option এ গিয়ে Hidden Items সিলেক্ট করুন। ফোল্ডারটি ডেস্কটপে দৃশ্যমান হবে। তারপর ডেস্কটপ শর্টকাটটি ফোল্ডারে স্থানান্তর করুন এবং View থেকে Hidden Items আনচেক করে দিন।

যদি মনে করেন টাস্কবারটিও বিরক্তিকর দেখাচ্ছে। ডেস্কটপ একদমই পরিষ্কার রাখতে চান, তবে টাস্কবারের উপর রাইট বাটন ক্লিক করে Properties এ যান। Auto hide taskbar অপশনটি সিলেক্ট করে Ok দিয়ে রেরিয়ে আসুন।

ব্যস, কাজ শেষ। সাথে সাথে শেষ হলো আমার বকবকানি  😛  এবার এনজয় করতে থাকুন নিট এন্ড ক্লিন ডেস্কটপ। 😎

টিউনটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। স্ক্রিন শর্টগুলো ভাল হয়নি, তাই দু:খিত। 😥 আল্লাহ্ হাফেজ।

Level New

আমি Razu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

windows 7 ব্যবহার করি, windows ৮ কে ডেস্কটপের জন্য আমার কাছে ভাল মনে হয়নি ! যাই হোক আপনাকে ধন্যবাদ নতুন কিছু শেখানর জন্য । ভাল থাকবেন

    Level New

    @Ashfak shuman: আপনাকেও ধন্যবাদ

ডেস্কটপের আকাশ রাখিবো মুক্ত …

    Level New

    @Rokib Uddin: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ Razu । কেউ আমাকে একটু হেল্প করেন, উইন্ডোজ-৮ এ চলে এমন ভাল কোন ভিডিও এডিটিং সফটওয়ার প্রয়োজন।
দয়া করে নাম বলেন। যদি সম্ভব হয় লিংক দিয়েন।

Level 0

@ জাহাঙ্গীর try Adobe After effect or Cyberlink power director.

বিভাগ হওয়া উচিত ছিলো উইন্ডোস ৮ যেহেতু আপনি ৮ ব্যবহার করেন এবং যারা ৮ ব্যবাহার করে তাদের জন্য টিপসটি দিয়েছেন।

    Level New

    @মাহমুদ কলি।: এটি উইন্ডোজ সেভেন -এ ও কাজ করবে।